Wn/bn/উইকিসংবাদ:সংবাদ কক্ষ
সংবাদকক্ষ
স্বাগতম!
সংবাদকক্ষ - এটি একটি স্থান, যেখানে আমার মিলিত হই নিজেদের পরিকাঠামোগত ভাবে গড়ে তুলতে, এটি সেই সমস্ত প্রচেষ্টা গুলোর মিলনকেন্দ্র, যা উইকিসংবাদকে জীবিত রাখছে। উইকিসংবাদে এখন কি চলছে, কোন কোন নিবন্ধ গুলো তৈরী হয়েছে, কোন কাজ গুলো বাকি রয়ে গেছে ইত্যাদি বিষয়বস্তু সম্পর্কে আমার জানতে পরি এবং সহ-প্রচেষ্টার দ্বারা একটি বাংলা মুক্ত সংবাদ সম্প্রদায় গড়ে তুলার উদ্দেশ্যে কাজ করতে পরি।
উইকিসংবাদে আপনিও একজন সাংবাদিক! শুধু একটি খবর লেখার অপেক্ষা রয়েছে। আপনি যদি এখানে নতুন হন, তাহলে উইকিসংবাদ:ভূমিকা এই পাতাটি দেখুন। উইকিসংবাদে বর্তমানে সক্রিয় সম্পাদকদের সংখ্যা খুবই কম, তাই আমরা আপনাকে অবদান রাখতে উত্সাহিত করছি। আপনার প্রতিটি অবদান আমাদের জন্য খুবই মূল্যবান। একটি নিবন্ধ লেখা ছাড়াও আপনি এখানে এমন অনেকগুলো বিষয় পেয়ে যাবেন, যেখানেও অবদান রাখতে পারেন।
আগমনীর সুরে বিজ্ঞানের আলোকবর্ষ,
জ্ঞানের রঙে প্রজ্ঞার ফুলদানী।
সংবাদের বাতাসে ছুঁই স্বপ্নের নগরে,
জাগে বাংলার মধুর আকাশবানী॥
সহযোগিতার কেন্দ্রসমূহ
- নিবন্ধ তৈরীর জন্য প্রস্তাবনা: কোন বিষয়ে নিবন্ধ তৈরী করতে চান? তাহলে এখানে কিছু সাম্প্রতিক সংবাদ গুলোর উপর নিবন্ধ তৈরীর জন্য প্রস্তাবনা পেতে পারেন অথবা নিজেও কোনো নিবন্ধ তৈরির জন্য প্রস্তাব দিতে পারেন।
- আলোচনাসভা: এখানে উইকিসংবাদ সম্পর্কিত উন্নয়ন, সম্প্রসারণ এবং পরিচলনের জন্য আলোচনা হয়ে থাকে।
সর্বশেষ প্রকাশিত নিবন্ধ
শোধন করুন
কয়েকটি সর্বশেষ প্রকাশিত নিবন্ধগুলোর সূচী। বর্তমানে অধিকাংশ নিবন্ধগুলো প্রকাশনার পূর্বে নিরীক্ষক বা কোনো অজড়িত সম্পাদকের দ্বারা নিরীক্ষণ করা হয় না। তাই হতে পারে এগুলোর যাচাইযোগ্যতা, সংবাদ যোগ্যতা, নিরক্ষেপতা এবং লেখার ধরনের মধ্যে কোন সমস্যা বা ত্রুটি রয়েছে, সেগুলো নির্ধারন ও সংশোধনের দ্বারা অবদান করতে পারেন।
- Wn/bn/বাংলাদেশের আন্দোলন চলাকালীন মানবাধিকার লঙ্ঘনের তথ্য চেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দল
- Wn/bn/বাংলাদেশের সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার
- Wn/bn/বাংলাদেশের কক্সবাজারে পাহাড় ধসে পৃথকভাবে মোট ৬ জনের মৃত্যু
- Wn/bn/প্রায় ৮ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে এসেছে
- Wn/bn/প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান বিচারপতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পদত্যাগ
- Wn/bn/পোলতাভায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫১ জন নিহত, ২৭১ জন আহত হয়েছে
উন্নয়ন চলছে
শোধন করুন
যেসকল নিবন্ধগুলোর উন্নয়নের কাজ চলছে। আপনিও চাইলে সংশোধন, সম্প্রসারণ, তথ্য ও উৎস সংযোগ এবং ত্রুটি নির্ধারনের দ্বারা নিবন্ধটিকে প্রকাশিত হবার জন্য প্রস্তুত করতে পারেন।
- Wn/bn/লিবিয়ার যাত্রীবাহী বিমান ছিনতাই
- Wn/bn/চলে গেলেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার, শোকার্ত পুরো উপমহাদেশ
- Wn/bn/লালবাগে বিষ্ফোরণে ছাত্রদলে নেতা নিহত
- Wn/bn/মেক্সিকোতে পুলিশের অভিযানে নিহত ৬
- Wn/bn/চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষককে মারপিট করল ছাত্র, ছাত্রের আদালতে আত্মসমর্পণ
- Wn/bn/নারায়ণগঞ্জে শেজান জুসের আগুন ২৪ ঘণ্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি
প্রয়োজনীয় টেমপ্লেট সমূহ
উইকিসংবাদের কয়েকটি বহুল ব্যবহৃত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ টেম্পলেট সমূহের তালিকা, যেগুলো অতি আবশ্যক তাদের গাঢ় করে লেখা হয়েছে:
নিবন্ধ সম্পর্কিত
- {{উন্নয়ন চলছে}}: প্রতিটি নিবন্ধ তৈরি করবার সময় অর্থাৎ সেটির উপর কাজ চলাকালীন এই টেমপ্লেটটিকে নিবন্ধটির সবচেয়ে উপরে যুক্ত করতে হয়।
- {{নিরীক্ষা}}: নিবন্ধটির উপর কাজ সম্পন্ন হলে "উন্নয়ন চলছে" টেমপ্লেটটি সরিয়ে নিরীক্ষা টেম্পলেট যুক্ত করার দ্বারা নিবন্ধটিকে নিরীক্ষণের জন্য জমা করা হয়।
- {{অনিরীক্ষিত প্রকাশ}}: যদি কোনো নিবন্ধ নিরীক্ষকের দ্বারা প্রকাশিত না হয়ে, সেই নিবন্ধটির লেখক কিংবা অন্য কোন সম্পাদক দ্বারা প্রকাশিত হয়ে থাকে তাহলে নিবন্ধের সবচেয়ে উপরে এটি যুক্ত করতে হয়।
- {{তারিখ}}: সাধারনত বার্তা টেমপ্লেট গুলির পর (যদি থাকে) এই তারিখ টেমপ্লেটটি যুক্ত করা হয়ে থাকে, যা অতি আবশ্যক। যদি নিবন্ধটিতে কোন প্রকার বার্তা টেমপ্লেট না থাকে তাহলে এটিই সবচেয়ে উপরে যুক্ত করা হয়।
- {{আপনার মতামত জানান}}: নিবন্ধ রচনা সমাপ্ত হলে ঠিক সেই লেখা গুলোর পর এই টেমপ্লেট টি যুক্ত করা হয়, যা অতি আবশ্যক।
- {{উৎস}}: "মতামত" টেম্পলেটটির ঠিক পরে, নিবন্ধটির জন্য উৎস যোগ করা হবে, সেই উৎস গুলো যুক্ত করতে এই টেম্পলেট টি ব্যবহার করা হয়ে থাকে, যা অতি আবশ্যক।
- {{প্রকাশ করুন}}: সর্ব শেষে নিবন্ধটির একদম নিচে এই টেমপ্লেটটি যুক্ত করার দ্বারা নিবন্ধটিকে প্রকাশিত করা হয়, এই টেমপ্লেট টি যুক্ত না করা হলে নিবন্ধটি প্রকাশিত হিসেবে বিবেচিত হবে না।
নির্দেশিকা ও বার্তা টেমপ্লেট:
- {{স্বল্প উৎস}}: যদি কোনো নিবন্ধে কোন প্রকার উৎস যুক্ত না করা হয়, শুধুমাত্র একটি উৎস যুক্ত করা হয়, তাহলে এই টেমপ্লেট ব্যবহার করতে হবে।
- {{রচনাগত সমস্যা}}: যদি কোনো নিবন্ধ শৈলী নির্দেশিকা নীতিটি পালনে ব্যর্থ হয়, তাহলে সেটির উপর এই টেমপ্লেট ব্যবহার করতে হবে।
- {{বিতর্কিত}}: যদি কোনো নিবন্ধটির এক বা একাধিক বাক্য কিংবা অংশ উইকিসংবাদের বিষয়বস্তু নির্দেশিকা বা/এবং শৈলী নির্দেশিকা পালনে ব্যর্থ হচ্ছে, তাহলে এই টেমপ্লেট ব্যবহার করতে হবে।
- {{প্রাযুক্তিক সমস্যা}}: যদি কোন প্রকার নিবন্ধ বা পৃষ্ঠায় কোন প্রযুক্তির সমস্যা বা লিংক গত ত্রুটি দেখা দেয় তাহলে এই টেমপ্লেট ব্যবহার করতে হবে।
- {{অনিরপেক্ষতা}}: যদি নিবন্ধটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে লিখিত না হয়ে থাকে তাহলে এটি ব্যবহার করা উচিত।
- {{কপিরাইট}}: যদি কোনো নিবন্ধ অন্য একটি ওয়েবসাইট বা ব্লগ থেকে কোনো লেখা সরাসরি কপি তথা প্রতিলিপিত করে থাকে, তাহলে হয়তো সেটিকে দ্রুত অপসারণ করা উচিত, না হলে এই টেমপ্লেটটি যুক্ত করা উচিত।
- {{সম্পাদনা নির্দেশ}}: কোন নিবন্ধে একাধিক বা অনেকগুলো ত্রুটি ও সমস্যা থাকলে এই টেমপ্লেটটি ব্যবহার করা যেতে পারে, বিশেষ করে যদি নিবন্ধটি প্রকাশিত হয়ে গেছে তাহলে।
সাম্প্রদায়িক টেমপ্লেট সমূহ:
অপসারণ টেম্পলেট সমূহ:
|
গুরুত্বপূর্ণ বিষয়শ্রেণী সমূহ:নিবন্ধ সম্পর্কিত:পরিচর্যার প্রয়োজন – সল্প উৎস নিবন্ধ – বিতর্কিত নিবন্ধ – রচণাগত সমস্যাময় নিবন্ধ বিশেষ:সহযোগিতার প্রয়োজন – মন্তব্যের অনুরোধ – অপসারণ অনুরোধ – রক্ষণাবেক্ষণ অনুরোধ পৃষ্ঠাসমূহ টেমপ্লেট সম্পর্কিত:বার্তা টেমপ্লেট – উচ্চ ব্যবহার – নথি অনুপস্থিত টেমপ্লেট – প্রধান পাতা টেমপ্লেট |
সূচীবদ্ধ করণ
তারিখ বিষয়শ্রেণী এবং নিবন্ধ সূচীউইকিসংবাদে প্রতিটি নিবন্ধের সৃষ্টি ও প্রকাশনার সম্পর্কিত তথ্য় সংরক্ষণ এবং সূচীবদ্ধকরনের জন্য প্রতি তারিখ, মাস এবং বছরের জন্য বিষয়শ্রেণী তৈরী করা হয়। সাধারনত প্রতিটি তারিখের জন্য একটি করে বিষয়শ্রেণী পাতা থাক উচিত। আজকের তারিখটির জন্য বিষয়শ্রেনী হবে:
বিষয়শ্রেনী:২০ সেপ্টেম্বর, ২০২৪ ঠিক এমনই প্রতি তারিখ, সেই তারিখের মাস এবং সেই মাসের বছরের জন্য নির্দিষ্ট বিষয়শ্রেণী পাতাগুলো তৈরী করবার দ্বারা অবদান রাখতে পারেন। ব্যাবহৃত টেমপ্লেট সমূহপ্রতিটি নির্দিষ্ট বিষয়শ্রেণী এর পাতাগুলোয় একটি নির্দিষ্ট টেমপ্লেট ব্যাবহার করতে হবে। এই নিম্নলিখিত তালিকা অনুসারে পাতাগুলো তৈরীর সময় নির্দিষ্ট টেমপ্লেট অবশ্যই ব্যাবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
|
মাস অনুসারে বিষয়শ্রেণী |
উইকিসংবাদ সম্পদ
সম্পাদকদের জন্যনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি – উৎস সংযোগ – বিষয়বস্তু নির্দেশিকা – রচনাশৈলী নির্দেশিকা সম্পদগবেষণাগার – টেমপ্লেট বার্তাসমূহ – নিবন্ধ নির্দেশ – সাম্প্রতিক সংবাদ প্রযুক্তিক তথ্যাবলীমিডিয়াউইকি সফটওয়্যার – অনুরোধ এবং বাগ রিপোর্ট – ব্রাউজার নোট – User style (customize your display with CSS) – Multimedia – বট সাম্প্রদায়িকঅভিপ্রায় বিবৃতি – উইকিমিডিয়া সম্পর্কে – অন্য ভাষায় উইকিসংবাদ শুরু করুন – অনুদান |
সাহায্যনব সম্পাদকদের জন্যভূমিকা – সাহায্যের জন্য জিজ্ঞাসা প্রায়শউইকিসংবাদ কি – উইকিসংবাদ কি নয় সাধারণ প্রক্রিয়াঅপসারণের আবেদন – প্রশাসক হবার দাবি মিডিয়াউইকি ব্যবহারে সাহায্যব্যবহার বিধি – টেবিল বিন্যাস – গণিত এবং সূত্র – ছবি এবং এমবেডিং অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ |