Wn/bn/উইকিসংবাদ:বার্তা টেমপ্লেটসমূহ

From Wikimedia Incubator
< Wn‎ | bn
Wn > bn > উইকিসংবাদ:বার্তা টেমপ্লেটসমূহ

এটি সেই সকল টেম্পলট সমূহের তালিকা যাদের কোনো নিবন্ধের সবচেয়ে উপরে যুক্ত করা হয়ে থকে, পাঠক এবং সম্পাদক গণদের নিবন্ধটি সম্পর্কে কোনো বিশেষ বার্তা এবং নির্দেশিকা প্রদান করতে কিংবা নিবন্ধটির এক বা একাধিক অনুচ্ছেদের সমস্যা তথা ত্রুটি গুলো তুলে ধরতে। এগুলোর ব্যাবহার লেখকের কাজের প্রতি কোন অবমাননা নয় বরং সাম্প্রদায়িক সহযোগিতার দ্বারা একটি আদর্শ নিবন্ধ তৈরী করতে উত্সাহিত করা। এগুলো পাঠকদের নিবন্ধ সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্যাবলী প্রকাশে ব্যবহরিত হতে পারে।

টেমপ্লেট যা প্রদর্শিত হবে ব্যাবহার
{{স্বল্প উৎস}}


যদি কোনো নিবন্ধে কোন প্রকার উৎস যুক্ত না করা হয় শুধুমাত্র একটি উৎস যুক্ত করা হয় তাহলে এই টেমপ্লেট ব্যবহার করতে হয়।
{{রচনাগত সমস্যা}}


যদি কোনো নিবন্ধ শৈলী নির্দেশিকা নীতিটি পালনে ব্যর্থ হয় তাহলে সেটির উপর এই টেমপ্লেট ব্যবহার করতে হবে।
{{বিতর্কিত}}


যদি কোনো নিবন্ধটির এক বা একাধিক বাক্য কিংবা অংশ উইকিসংবাদের বিষয়বস্তু নির্দেশিকা বা/এবং শৈলী নির্দেশিকা পালনে ব্যর্থ হচ্ছে, তাহলে এই টেমপ্লেট ব্যবহার করতে হবে।
{{প্রাযুক্তিক সমস্যা}}


যদি কোন প্রকার নিবন্ধ বা পৃষ্ঠায় কোন প্রযুক্তির সমস্যা বা লিংক গত ত্রুটি দেখা দেয় তাহলে এই টেমপ্লেট ব্যবহার করতে হবে।
{{অনিরপেক্ষতা}}


যদি নিবন্ধটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে লিখিত না হয়ে থাকে তাহলে এটি ব্যবহার করা উচিত।
{{কপিরাইট}}


যদি কোনো নিবন্ধ অন্য একটি ওয়েবসাইট বা ব্লগ থেকে কোনো লেখা সরাসরি কপি তথা প্রতিলিপিত করে থাকে, তাহলে হয়তো সেটিকে দ্রুত অপসারণ করা উচিত, না হলে এই টেমপ্লেট টি যুক্ত করা উচিত।
{{সম্পাদনা নির্দেশ}}


কোন নিবন্ধে একাধিক বা অনেকগুলো ত্রুটি ও সমস্যা থাকলে এই টেমপ্লেটটি ব্যবহার করা যেতে পারে, বিশেষ করে যদি নিবন্ধটি প্রকাশিত হয়ে গেছে তাহলে।
{{সহযোগিতা}} Template:Wn/bn/সহযোগিতা যদি কোনো নিবন্ধ তৈরিতে অন্যান্য সম্পাদকগণের দ্বারা সহযোগিতার প্রয়োজন হয় তাহলে এটি ব্যবহার করা যেতে পারে।