Jump to content

Wn/bn/মুক্তি পাচ্ছে নগর মস্তান

From Wikimedia Incubator
< Wn‎ | bn
Wn > bn > মুক্তি পাচ্ছে নগর মস্তান

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫

আগামী ২৩ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে 'নগর মাস্তান'। রাকিবুল আলম রাকিবের পরিচালিত 'নগর মাস্তান' চলচ্চিত্র প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে তারকা জায়েদ খান, পরীমনি ও শাহ রিয়াজকে এ প্রজন্মের তিন অভিনেতা আর অভিনেত্রী। রাকিব সূত্রে জানা গেছে, ছবিতে পরীমনি পরী, জায়েদ খান জায়েদ ও শাহ রিয়াজ তার নিজ নামেই অভিনয় করেছেন। এই চলচ্চিত্রে এই তিন তারকা ছাড়া আরও অভিনয় করেছেন তিতান চৌধুরী, মিশা সওদাগর, আলীরাজ, রাফজান জানি প্রমুখ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চলচ্চিত্রটিকে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। আপত্তিকর কিছু দৃশ্য থাকায় সেটি আটকে দেয় সেন্সর বোর্ড। পরবর্তী সময়ে কিছু দৃশ্য বাদ দিয়েসিনেমাটি আবারও সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। এরপর ছাড়পত্র মেলে।

উৎস

[edit | edit source]