Wn/bn/পৃথিবীকে বিদায় জানালেন অনীল দাশগুপ্ত
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে সমর্থন আদায়ে রেখেছিলেন উল্লেখযোগ্য ভূমিকা। জার্মানির প্রবাসী বাঙালি সম্প্রদায়ের ছিলেন প্রিয় ব্যক্তিত্ব। তিনি হলেন অনীল দাশগুপ্ত। আজ জার্মানিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দাশগুপ্ত পড়াশোনার উদ্দেশ্যে জার্মানিতে পাড়ি দিয়েছিলেন। থাকতেন ডার্মস্ট্যাডট শহরের নিকটবর্তী এলাকায়। স্থাপত্যবিদ্যায় স্নাতকোত্তর শেষে জার্মানিতেই চাকরিজীবন শুরু করেন।
১৯৭১ সালে পূর্ব পাকিস্তান (অধুনা বাংলাদেশ) তাদের স্বাধীনতা সংগ্রাম শুরু করলে অনীল দাশগুপ্ত মুজিবনগর সরকারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ভারতে আশ্রয় নেয়া শরণার্থীদের জন্য নানা ধরনের সাহায্য সংগ্রহে আত্মনিয়োগ করেন। প্রবাসী সরকারের অনুরোধে তদানীন্তন জার্মানির কূটনৈতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে নানা বিষয়ে বাংলাদেশে চলমান মুক্তিযুদ্ধকে সমর্থনের জন্য প্রচেষ্টা চালান।
অনীল দাশগুপ্ত দীর্ঘদিন ইউরোপী ও জার্মানি আওয়ামী লীগের সভাপতি হিসেবে নিয়োজিত ছিলেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
উৎস
[edit | edit source]- "চলে গেলেন জার্মানিপ্রবাসী অনীল দাশগুপ্ত" — প্রথম আলো, ২১ ডিসেম্বর, ২০২৪