Wn/bn/উইকিসংবাদ:নিবন্ধ নিরীক্ষা

From Wikimedia Incubator
< Wn‎ | bn
Wn > bn > উইকিসংবাদ:নিবন্ধ নিরীক্ষা


নীতিমালা ও নির্দেশিকা

নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি
বিষয়বস্তু নির্দেশিকা
রচনাশৈলী নির্দেশিকা

প্রশাসক
নিরীক্ষক
সালিশি কমিটি

শিষ্টাচার

বাংলা উইকিসংবাদে কোন নিবন্ধকে নিরীক্ষণ করবার পূর্বে নিশ্চিত হতে হবে যে সেটি নিরীক্ষণের জন্য জমা হয়েছে। {{নিরীক্ষা}} কিংবা {{অনিরীক্ষিত প্রকাশ}} - টেমপ্লেট যদি কোন নিবন্ধের উপরে যুক্ত থাকে তাহলেই একমাত্র সেই নিবন্ধটিকে নিরীক্ষা করা যাবে। যে সেমস্ত নিবন্ধ গুলো নিরীক্ষার জন্য জমা হয়েছে তাদের এখানে পাওয়া যাবে, বিষয়শ্রেণী:নিরীক্ষণ। যদি কোন নিবন্ধের উপর {{উন্নয়ন চলছে}} সংযুক্ত থাকে তাহলে এর অর্থ নিবন্ধটির সম্প্রসারণের কাজ চলছে এবং এটি নিরীক্ষার জন্য প্রস্তুত নয়।

নিরীক্ষক[edit | edit source]

সাধারণত, শুধুমাত্র উইকিসংবাদ:নিরীক্ষক অধিকার প্রাপ্ত ব্যবহারকারীরাই নিবন্ধগুলি নিরীক্ষণ করার জন্য অনুমোদিত৷ আপনি যদি একজন নিরীক্ষক হতে আগ্রহী হন, তাহলে কেবল এই তালিকায় আপনার নাম যোগ করুন এবং নীচের নির্দেশাবলী অনুসরণ করুন।

একজন নিরীক্ষকের ভূমিকা অনুসরণ করার আগে, অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনি ন্যূনতম দুটি নিবন্ধ লিখেছেন এবং বিষয়বস্তু নির্দেশিকা, কপিরাইট নীতি এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ সহ নিবন্ধ-সম্পর্কিত নির্দেশিকাগুলির একটি দৃঢ় বোঝার অধিকারী

নিরীক্ষণের পদক্ষেপ[edit | edit source]

প্রকাশিত হবার আগে সকল নিবন্ধ অবশ্যই নিরীক্ষিত হতে হবে। একটি নিবন্ধকে নিরীক্ষা করার জন্য নিরীক্ষকগণ নিম্নলিখিত পদক্ষেপ ও নির্দেশগুলো পালন করবেন:

  • কেবলমাত্র সেইসমস্ত নিবন্ধ গুলোকেই নিরীক্ষা করতে হবে যেগুলোর উপর {{নিরীক্ষা}} টেমপ্লেট রয়েছে ( অথবা অনিরীক্ষিতভাবে প্রকাশিত হয়েছে )।
  • নিরীক্ষকগণ যাচাইতালিকার সকল মাপদন্ড গুলোকে বিবেচনা করে নিবন্ধ নিরীক্ষণ করবেন এবং প্রয়োজনে যথাযথ অতিরিক্ত সম্পাদনা করবেন।
  • যাচাইয়ের পর নিরীক্ষক, নিবন্ধের আলাপ পাতায় {{প্রকাশন নিরীক্ষা}} টেমপ্লেট ব্যবহারের দ্বারা এটিকে 'সফল' কিংবা 'বিফল' হিসেবে চিহ্নিত করবেন এবং মন্তব্য লিখবেন। এইসময় এই কাজটি easy-dialog স্ক্রিপ্ট ব্যবহারের দ্বারা করতে হবে, এই স্ক্রিপ্টটি কিছু সময়ব্যাপী প্রাযুক্তিক কাজ করার সাথে সাথে নিবন্ধটিকে প্রকাশিত করার জন্য প্রয়োজনীয় সম্পাদনা করবে। এই স্ক্রিপ্টটির দ্বারা নিরীক্ষণের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী গুলো প্রকাশনা নিরীক্ষা নথি পাতায় উল্লেখিত রয়েছে।

যাচাইতালিকা[edit | edit source]

নিবন্ধ নিরীক্ষা করার সময় নিরীক্ষকবৃন্দ নিচের বিষয়গুলো বিবেচনা করবেন:

  1. কপিরাইট: নিরীক্ষকগণ দেখবেন যেন পাঠ্য বা চিত্র কপিরাইট নিয়ম ভঙ্গ না করে।
  2. সংবাদ যোগ্যতা: নিরীক্ষকগণ দেখবেন যেন নিবন্ধটি আমাদের বিষয়বস্তু নির্দেশিকা অনুসরণ করে সংবাদ যোগ্য হয়।
  3. যাচাইযোগ্যতা: নিরীক্ষকগণ দেখবেন যে সকল তথ্যে ঠিকমতো উৎস যোগ করা হয়েছে কিনা (একাধিক উৎস যোগ খুবই ভালো) অথবা সঠিকভাবে মূল রিপোর্ট টীকা যোগ করা হয়েছে কিনা।
  4. নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি: নিরীক্ষকগণ দেখবেন যেন সকল তথ্য নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়। কোনো সম্পাদকীয় উকালতি বা উৎসবিহীন মতামত উল্লেখ না করা হয়।
  5. রচনা শৈলী: নিরীক্ষকগণ অবশ্যই লক্ষ রাখবেন যেন নিবন্ধের সমস্ত তথ্য আমাদের শৈলী নির্দেশিকা মেনে চলে।

পরবর্তী পদক্ষেপ এবং প্রকাশনা[edit | edit source]

যদি কোনো নিবন্ধ যাচাইতালিকা এবং উইকিসংবাদের নিয়মাবলী গুলো যথাযথভাবে পালন করে থাকে তাহলে সেটি প্রকাশিত হবার জন্য উপযুক্ত, নাহলে সেটি নিরীক্ষায় বিফল হিসেবে চিহ্নিত হবে এবং পুনরায় "উন্নয়ন চলছে" পর্যায়ে চলে যাবে।

নিবন্ধ নিরীক্ষণ, শুধুমাত্র easy-dialogue স্ক্রিপ্ট ব্যবহারের দ্বারাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। এটি একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া যার ফলে যদি নিরীক্ষণ সফল হয় তাহলে নিবন্ধের মধ্যে {{প্রকাশ করুন}} সংযুক্ত করা হবে এবং নিবন্ধটি নিরীক্ষণে উত্তীর্ণ হতে না পারলে এটিতে পুনরায় {{উন্নয়ন চলছে}} টেমপ্লেট সংযুক্ত করা হবে যার অধীনে সম্পাদকগণ প্রয়োজনীয় সংশোধন ও সম্পাদনা করবেন।

কোন একটি নিবন্ধ যদি পুনরায় নিরীক্ষণের জন্য জমা হয় তাহলে নিরীক্ষকগণ অবশ্যই লক্ষ্য রাখবেন যে পূর্ববর্তী নিরীক্ষণে যে সমস্যাগুলো তুলে ধরা হয়েছিল সেগুলোর সমাধান হয়েছে কিনা এবং সেই খবরটি এখনো তাজা রয়েছে কিনা।

সফল নিরীক্ষণের দ্বার নিবন্ধটি প্রকাশিত হবার পর নিরীক্ষকগণ প্রধান পাতার Lead article টেমপ্লেট গুলো পর্যায়ক্রমিকভাবে হালনাগাদ করবেন।

স্ব প্রকাশন বা অনিরীক্ষিত প্রকাশ[edit | edit source]

স্ব-প্রকাশনা বলতে প্রথাগত প্রকাশন নিরীক্ষা প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে সরাসরি একটি নিবন্ধের লেখক বা অন্য সম্পাদকের দ্বারা প্রকাশ করাকে বোঝায়। সাধারণত, ইনকিউবেটরে থাকাকালীন বা উপলব্ধ নিরীক্ষকের অভাবের মতো কারণগুলির জন্য নিবন্ধগুলি স্ব-প্রকাশিত হয়। নির্দিষ্ট পরিস্থিতিতে বা নিরীক্ষকদের অনুপস্থিতিতে, নিবন্ধগুলি স্ব-প্রকাশিত হতে পারে৷ এতে নিবন্ধটিতে একটি {{প্রকাশ করুন}} টেমপ্লেট যুক্ত করা জড়িত৷

যখন একটি নিবন্ধ স্ব-প্রকাশিত বা রচিত-প্রকাশিত হয়, তখন নিবন্ধে {{অনিরীক্ষিত প্রকাশ}} ট্যাগ অন্তর্ভুক্ত করা অপরিহার্য। এই ট্যাগটি অন্যান্য সম্পাদক এবং নিরীক্ষকদের কাছে একটি সংকেত হিসাবে কাজ করে যে নিবন্ধটির আনুষ্ঠানিক নিরীক্ষণ এবং মূল্যায়ন করা হয়নি।

পরবর্তীকালে, একটি স্ব-প্রকাশিত নিবন্ধ একজন নিরীক্ষক বা একটি স্বাধীন সম্পাদক দ্বারা মানদণ্ডের একটি পূর্বনির্ধারিত যাচাই তালিকা অনুযায়ী মূল্যায়ন করা হবে। নিবন্ধটি যদি এই মানদণ্ডগুলির মধ্যে কোনটি পূরণ করতে ব্যর্থ হয় তবে নিরীক্ষণকারীদের প্রকাশনা থেকে নিবন্ধটি অপ্রকাশিত বা অপসারণের অধিকার রয়েছে। এটি লক্ষ করা গুরুত্বপূর্ণ যে একটি নিবন্ধ দীর্ঘ সময়ের জন্য স্ব-প্রকাশিত হলেও, এটির যথার্থতা এবং সম্প্রদায়ের মানগুলির সাথে সম্মতি নিশ্চিত করার জন্য পর্যায়ক্রমিক নিরীক্ষণ প্রয়োজনীয়।

প্রকাশনার পর সম্পাদনা[edit | edit source]

নিবন্ধটি প্রকাশিত হওয়ার পরে, যদি সেটিতে কোনও সম্পাদনা সাধিত হয়, তবে সেই সম্পাদনাগুলি নিবন্ধের অংশগুলির সাথে নিরীক্ষা করতে হবে। যদি সম্পাদনাগুলি অত্যন্ত সাধারণ যেমন বানান বা ব্যাকরণ সংশোধন বা বিষয়শ্রেণী যুক্ত করা, তবে পুনরায় নিরীক্ষণের প্রয়োজন হবে না। তবে, যদি সম্পাদনাগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধন করে থাকে, তবে সেই পরিবর্তনগুলি আবারও নিরীক্ষা করে যাচাই করতে হবে। যদি প্রয়োজন হয়, তবে অযথা পরিবর্তনগুলি প্রত্যাবর্তন করে দিতে হবে।

কোনো নিবন্ধ প্রকাশিত করার পর সেটিতে যদি কোনো অতিরিক্ত সম্পাদনা করা হয়ে থাকে তাহলে সেই নিবন্ধ এবং সেই সম্পাদনা গুলো শনাক্ত করার জন্য নিবন্ধটির মধ্যে {{নিরীক্ষিত}} টেমপ্লেট যুক্ত করা যেতে পারে। যার ফলে যখনই নিবন্ধটিকে কোন অতিরিক্ত সম্পাদনা করা হবে তখন সেটির উপর একটি বার্তা প্রদর্শিত হবে এবং সেটি Category:Wn/bn/পর প্রকাশন পরিবর্তন এ ভুক্ত হবে।