Jump to content

Wn/bn/উইকিসংবাদ:নিবন্ধ নিরীক্ষা

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > উইকিসংবাদ:নিবন্ধ নিরীক্ষা

নিবন্ধের মান
নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিবিষয়বস্তু নির্দেশিকারচনাশৈলী নির্দেশিকানিবন্ধ নিরীক্ষানিবন্ধ সৃষ্টিকরণউৎস সংযোগসংবাদযোগ্যতামৌলিক প্রতিবেদন
প্রশাসনিক নীতি
অপসারণ নীতিমালাদ্রুত অপসারণ নীতিমালাবিশেষাধিকার মেয়াদ নীতিপাতা সুরক্ষা নীতিব্যবহারকারী নাম নীতিমালাবৈশ্বিক অনুমতিব্যবহারকারী বাধাদান নীতিমালাবট
সর্বজনীন
তিনটি প্রত্যাবর্তন নিয়মসংগ্রহশালা নিয়মাবলীঝাঁঝালোে শব্দ এড়িয়ে চলুনকপিরাইটস্বার্থের সংঘাতসৌজন্যমূলক ব্যবহারসংঘাত নিরসনচিত্র ব্যবহার নীতিমালাশিষ্টাচার
অধিকার
প্রশাসকনিরীক্ষক

এই পৃষ্ঠাটি বাংলা উইকিসংবাদের নিবন্ধ নিরীক্ষা তথা পর্যালোচনা সংক্রান্ত নীতি ও নির্দেশাবলী গুলোকে আলোচনা করেছে। যে সেমস্ত নিবন্ধগুলো নিরীক্ষার জন্য জমা হয়েছে তাদের নিরীক্ষণ বিষয়শ্রেণীতে পাওয়া যাবে এবং যেগুলো অনিরীক্ষিতভাবে প্রকাশিত হয়েছে তাদের অনিরীক্ষিত প্রকাশ বিষয়শ্রেণীতে পাওয়া যাবে।

নিরীক্ষক

[edit | edit source]

সাধারণত, শুধুমাত্র একজন নিরীক্ষকই কোনো নিবন্ধ নিরীক্ষা এবং প্রকাশ করতে পারেন। একজন নিরীক্ষক নিজের লেখা নিবন্ধ বা যেটিতে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন এমন নিবন্ধ নিরীক্ষা করতে পারবেন না।

এটি প্রত্যাশা করা হয় যে প্রত্যেক নিরীক্ষক অন্তত দুটি নিবন্ধ লিখেছেন এবং উইকিসংবাদের সংবাদযোগ্যতা, শৈলী নির্দেশিকা, বিষয়বস্তু নির্দেশিকানিরপেক্ষতার নীতি সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন। নিরীক্ষা সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য উইকিসংবাদ:নিরীক্ষণ পাতায় পাওয়া যাবে।

নিরীক্ষার ধাপসমূহ

[edit | edit source]

নিবন্ধ নিরীক্ষণ বা পর্যালোচনা করার সময় আপনাকে নিচে উল্লিখিত প্রক্রিয়া অনুযায়ী ক্রমানুসারে এগোতে হবে, যাতে নিবন্ধগুলো সঠিকভাবে মূল্যায়ন করা হয় এবং যেকোনো সমস্যা যথাযথভাবে শনাক্ত করা যায়।

বাংলা উইকিসংবাদে নিবন্ধ নিরীক্ষণের একটি সাধারণ প্রক্রিয়া
বাংলা উইকিসংবাদে নিবন্ধ নিরীক্ষণের একটি সাধারণ প্রক্রিয়া

নিরীক্ষা শুরু করার পূর্বে

[edit | edit source]

শুধুমাত্র সেই নিবন্ধগুলোর নিরীক্ষা করুন, যেগুলোর মধ্যে {{নিরীক্ষা}} টেমপ্লেট কিংবা {{অনিরীক্ষিত প্রকাশ}} টেমপ্লেট রয়েছে।

নিশ্চিত হয়ে নিন যে অন্য কোনো নিরীক্ষক একই নিবন্ধের নিরীক্ষা শুরু করেননি। কোনো ধরনের সম্পাদনা সংঘর্ষ এড়ানোর জন্য নিরীক্ষা শুরুর আগে নিবন্ধে {{নিরীক্ষা চলমান}} টেমপ্লেট যোগ করে নিতে পারেন।

এছাড়াও সন্ধান করে দেখুন একই বিষয়ে ইতিমধ্যে অন্য কোনো নিবন্ধ তৈরি হয়েছে কিনা। যদি দেখেন যে আরেকজন লেখক একই বিষয়ে আরেকটি নিবন্ধ তৈরি করেছেন, তাহলে উভয় লেখককে তাঁদের নিবন্ধের বিষয়বস্তু একত্রিত করার জন্য উৎসাহিত করুন এবং একসঙ্গে কাজ করার পরামর্শ দিন।

নিরীক্ষা শুরু করুন

[edit | edit source]
  • মূল্যায়ন করুন: প্রথমে নিশ্চিত করুন যে নিবন্ধটি নিচের যাচাইতালিকার উল্লিখিত সমস্ত মানদণ্ড পূরণ করেছে। এটি একটি পূর্বনির্ধারিত যাচাইতালিকা, যা একটি নিবন্ধের জন্য ন্যূনতম প্রয়োজনীয়তাগুলো নির্ধারণ করে। এই মানদণ্ডগুলোর বেশিরভাগই উইকিমিডিয়ার অন্যান্য সহ-প্রকল্পেও অনুসরণ করা হয়।
  • যাচাই করুন: নিবন্ধের সমস্ত তথ্য প্রদত্ত উৎসের সাথে যাচাই করুন। নিবন্ধে উল্লেখিত প্রতিটি তথ্য অন্তত একটি নির্ভরযোগ্য উৎস দ্বারা সমর্থিত হতে হবে। বিভিন্ন উৎস থেকে আসা সংঘর্ষপূর্ণ দাবিগুলোর প্রতি সতর্ক থাকুন: যেমন, একটি উৎস দাবি করছে ভোটার সংখ্যা ছিল ৬০% এবং অন্যটি বলছে ৪৫%। যদি কোনো তথ্য নিশ্চিতভাবে যাচাই করা না যায়, তবে সেটি সরিয়ে দেওয়াই ভালো।
  • সংশোধন করুন: প্রয়োজন হলে অতিরিক্ত সম্পাদনা করুন, যেমন: প্রাথমিক অনুচ্ছেদ সংশোধন করা, প্রাসঙ্গিক বিষয়শ্রেণী ও তথ্যছক যোগ করা, অথবা শৈলী নির্দেশিকার ভিত্তিতে কিছু সংশোধনী করা। যদি মনে করেন আপনার দ্বারা কিছু সাধারণ সংশোধন নিবন্ধটিকে প্রকাশযোগ্য করতে পারে, তাহলে এই ধরনের সংশোধন করতে আপনি উন্মুক্ত।

নিরীক্ষার ফলাফল জমা দেওয়া

[edit | edit source]

নিরীক্ষা সম্পন্ন হলে এখন আপনাকে নিরীক্ষণের ফলাফল জমা করতে হবে। যদি নিবন্ধটি নিরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে এটি প্রকাশিত হবে; অন্যথায়, এটি পুনরায় উন্নয়নের জন্য চিহ্নিত করা হবে। এখানে "উত্তীর্ণ" বলতে বোঝানো হয়েছে যে নিবন্ধটি যাচাইতালিকার প্রতিটি মানদণ্ড পূর্ণ করেছে।

আপনার নিরীক্ষার ফলাফল জমা দিতে, "উইকি নিরীক্ষণ" স্ক্রিপ্ট ব্যবহার করুন। এই স্ক্রিপ্টটি কিছু সময়সাপেক্ষ ও প্রযুক্তিগত কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করে। স্ক্রিপ্ট ব্যবহারের নির্দেশিকা এই নথি পৃষ্ঠায় পাওয়া যাবে।

যাচাইতালিকা

[edit | edit source]

নিবন্ধটিকে মূল্যায়ন করার সময় নিরীক্ষকবৃন্দ সংবাদযোগ্যতার মানদন্ড অনুযায়ী নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করবেন:

মৌলিক প্রতিবেদন

[edit | edit source]

যদি নিবন্ধটি মৌলিক প্রতিবেদন হয়, তাহলে নিশ্চিত করুন যে লেখক আলাপ পাতায় যথাযথ নোট বা টীকা প্রদান করেছেন। যদি লেখক আপনাকে ইমেলের মাধ্যমে কিছু ফাইল পাঠিয়ে থাকেন, তাহলে আলাপ পাতায় নিশ্চিত করুন যে আপনি সেই ইমেল পেয়েছেন। গবেষণার ক্ষেত্রে লেখক কোন উৎসগুলো ব্যবহার করেছেন এবং সেগুলো নির্ভরযোগ্য কিনা তা যাচাই করুন।

স্বপ্রকাশিত নিবন্ধ নিরীক্ষা

[edit | edit source]

একটি স্ব-প্রকাশিত নিবন্ধ একজন নিরীক্ষক দ্বারা যাচাইতালিকা অনুযায়ী মূল্যায়ন করা হবে। যদি কোনো নিবন্ধ অনেক দিন আগে স্ব-প্রকাশিত হয়েছিল তাহলেও সেটিকে নিরীক্ষিত হতে হবে। প্রকাশিত হওয়ার পর নিরীক্ষার প্রক্রিয়াকে "পর প্রকাশন নিরীক্ষা" বলা হয়। যদি নিবন্ধটি নিরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে সেটিকে পূর্ণ প্রকাশিত করা হবে, উত্তীর্ণ না হলে অপ্রকাশিত করা হবে।

যদি কোনো স্ব-প্রকাশিত নিবন্ধ ১০ দিন বা তারও বেশি পুরনো হয়, তাহলে নিরীক্ষার সময় সংবাদযোগ্যতা নির্ধারণে "সাম্প্রতিকতা" বিবেচনা করা বাধ্যতামূলক নয়। কারণ, এ ধরনের নিবন্ধ বর্তমান সময়ে তাজা সংবাদ হিসেবে গণ্য নাও হতে পারে, তবে যখন এটি লেখা হয়েছিল, তখন তা সংবাদযোগ্য ছিল কি না সেটিই প্রধান বিষয় হবে। এই বিবেচনা স্ব-প্রকাশিত নিবন্ধের মূল্যায়নকে আরও ন্যায়সঙ্গত ও বাস্তবসম্মত রাখে।

নিরীক্ষার পরবর্তী কার্যক্রম

[edit | edit source]

নিবন্ধটি প্রকাশিত হলে

[edit | edit source]

প্রকাশিত করার পর এখন আপনাকে নিবন্ধটি প্রধান পাতায় যোগ করতে হবে। প্রধান পাতায় মোট পাঁচটি প্রধান নিবন্ধ রয়েছে। প্রধান পাতা হালনাগাদ করার বিষয়ে আরও তথ্য উইকিসংবাদ:প্রধান পাতা হালনাগাদ পৃষ্ঠায় পাওয়া যাবে।

যদি নিবন্ধটি প্রত্যাখ্যাত হয়

[edit | edit source]

যদি লেখকের সহায়তার প্রয়োজন হয়, তবে অনুগ্রহ করে তাদের সাহায্য করুন। নতুন সম্পাদকদের প্রতি সদয় হোন, তাদের নিরুৎসাহিত করবেন না। স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করুন কিভাবে তারা সমস্যাগুলো সমাধান করতে পারে।

আপনি যদি এমন কোনো নিবন্ধ নিরীক্ষা করেন যা পূর্বে অন্য কোনো নিরীক্ষকের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিল, তাহলে নিশ্চিত করুন যে পূর্ববর্তী নিরীক্ষকের চিহ্নিত করা সমস্ত সমস্যা সমাধান করা হয়েছে।

প্রকাশনার পরবর্তী সম্পাদনা

[edit | edit source]

উইকিসংবাদে কোনো নিবন্ধে সকল প্রকারের সম্পাদনা প্রকাশনার পূর্বে সম্পন্ন করতে হবে। এটি পূর্ণ প্রকাশিত এবং স্ব-প্রকাশিত উভয় প্রকাশনার ক্ষেত্রেই প্রযোজ্য। উইকিসংবাদের সংবাদ প্রতিবেদনগুলো অনেকটা পত্রিকার মতোন, একবার কোনো সংবাদপত্র মুদ্রিত ও বিতরণ হয়ে গেলে এর বিষয়বস্তু পরিবর্তন করা যায় না।

প্রকাশের পর নতুন কোনো তথ্য যোগ করা যাবে না, এবং বিদ্যমান তথ্য পরিবর্তন করাও সম্ভব নয়। তবে, বিন্যাস বা রচনাগত সংশোধন, বানান সংশোধন এবং বিষয়শ্রেণী যোগ করার মতো ছোটখাট সম্পাদনা করা যেতে পারে। যদি কোনো নিবন্ধে তথ্যগত ভুল বা নিরপেক্ষতাজনীত ত্রুটি থাকে, তাহলেও সরাসরি তা সংশোধন করা যাবে না। এর পরিবর্তে, নিবন্ধের শীর্ষে {{সংশোধন}} টেমপ্লেট ব্যবহার করে ভুল তথ্য চিহ্নিত করতে হবে।

প্রকাশনার পর যদি কোনো নিবন্ধে নতুন তথ্য যোগ করা হয়, তবে এ ধরনের সম্পাদনা প্রত্যাবর্তন করা উচিত।

আরও দেখুন

[edit | edit source]