Wn/bn/উইকিসংবাদ:নিবন্ধ নিরীক্ষা
রচনাকালীন সময়[edit | edit source]
নিরীক্ষিত হওয়ার আগে একটি নিবন্ধ তৈরি হতে হবে, নিবন্ধে {{Develop}} ট্যাগ দ্বারা একটি বোঝা যাবে। রচনা হচ্ছে এমন নিবন্ধ অর্থ ঐ নিবন্ধে আরও তথ্য ও উৎস প্রয়োজন অথবা নিবন্ধে কাজ চলছে।
উইকিসংবাদ:নিরীক্ষক অধিকারযুক্ত ব্যবহারকারীরা নিবন্ধ নিরীক্ষিত বলে চিহ্নিত করতে পারেন। রচনাকালীন সময়ে নিবন্ধ নিরীক্ষা করা উচিত নয়।
(টীকা: এখানে "নিরীক্ষা" অর্থ এটা নয় যে নিবন্ধটি নিরীক্ষা ধাপ পার করেছে, বরং এর অর্থ হলো লগ-আউট হওয়া ব্যবহারকারী এবং আইপি ঠিকানা ব্যবহারকারীরা চিহ্নিত সংস্করণ দেখতে পাবে।)
নিরীক্ষা ধাপ[edit | edit source]
প্রকাশের আগে সকল নিবন্ধ অবশ্যই নিরীক্ষিত হতে হবে। নিরীক্ষা এমন ব্যবহারকারীকে করতে হবে যিনি নিবন্ধ রচনার সাথে জড়িত নন। অনুগ্রহপূর্বক লক্ষ্য করুন, কেবলমাত্র যেসব ব্যবহারকারীর নিরীক্ষার অনুমতি রয়েছে শুধু তারাই নিবন্ধ নিরীক্ষা ও প্রকাশ করতে পারবেন।
- কোনো নিবন্ধ নিরীক্ষার অনুরোধ করতে নিবন্ধে {{নিরীক্ষা}} যোগ করুন। নিবন্ধে পযাপ্ত তথ্য থাকলে এবং বানান ও ব্যকরণগত ভুল না থাকলে {{Develop}} কে নিরীক্ষা টেমপ্লেট দ্বারা প্রতিস্থাপন করতে হবে।
- নিরীক্ষকগণ নিম্নলিখিত নির্দেশিকা বিবেচনা করে নিবন্ধ পর্যালোচনা করবেন।
- নিরীক্ষা শেষে নিরীক্ষক নিবন্ধের আলোচনা পাতায় সফল বা ব্যর্থ চিহ্নিত করে একটি নোট লিখবেন। সফল বা ব্যর্থ নিরীক্ষা টেমপ্লেট এখানে পাওয়া যাবে।
Checklist[edit | edit source]
নিবন্ধ নিরীক্ষা করার সময় নিরীক্ষকবৃন্দ নিচের বিষয়গুলো বিবেচনা করবেন:
- কপিরাইট: নিরীক্ষকগণ দেখবেন যেন পাঠ্য বা চিত্র কপিরাইট নিয়ম ভঙ্গ না করে।
- সংবাদ যোগ্যতা: নিরীক্ষকগণ দেখবেন যেন নিবন্ধটি আমাদের কন্টেন্ট গাইড অনুসরণ করে সংবাদ যোগ্য হয়।
- যাচাইযোগ্যতা: নিরীক্ষকগণ দেখবেন যে সকল তথ্যে ঠিকমতো উৎস যোগ করা হয়েছে কিনা (একাধিক উৎস যোগ খুবই ভালো) অথবা সঠিকভাবে মূল রিপোর্ট টীকা যোগ করা হয়েছে কিনা।
- নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি: নিরীক্ষকগণ দেখবেন যেন সকল তথ্য নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়। কোনো সম্পাদকীয় উকালতি বা উৎসবিহীন মতামত উল্লেখ না করা হয়।
- Style: The reviewer should check that all information in the article complies with our style guide (on dateline, grammar and spelling, "inverted pyramid" structure, tone, wikilinks, categories, headline... etc.)
প্রকাশনা ধাপ এবং নিরীক্ষা টীকা[edit | edit source]
- নিবন্ধ নিরীক্ষা করে যথাযথ সম্পাদনার পরে নিবন্ধের আলাপ পাতায় Template:Wn/bn/Peer reviewed (সকল প্যারামিটার পূরণ করে) যোগ করতে হবে। এই সময়ে এটি "Easy Peee Review" গ্যাজেট ব্যবহার করে করতে হবে। গ্যাজেটটি ব্যবহারকারী পছন্দসমূহ-তে গিয়ে সক্রিয় করুন। গ্যাজেটটি নিবন্ধ আরএসএস, গুগল নিউজ ইত্যাদিতে প্রকাশ করতে বেশকিছু সময় সাপেক্ষ প্রাযুক্তিক কাজ করে।
- উপরের চেকলিস্টের সবগুলো বিষয় নিবন্ধে থাকলে নিরীক্ষকগণ নিবন্ধে {{Publish}} যুক্ত করবেন।
Post-publish revisions[edit | edit source]
Previously, Reviewers who edited an article where the most recent version was sighted would have their revision sighted automatically. This is no longer in effect, and now any Reviewer who performs an edit that would not have been permissable to an article that had been archived under WN:ARCHIVE must not sight that revision, and await sighting from another Reviewer. More trivial edits, including rejection of changes, can be self-sighted as before.