Wn/bn/উইকিসংবাদ:নীতিমালা ও নির্দেশিকা

From Wikimedia Incubator
< Wn‎ | bn
Wn > bn > উইকিসংবাদ:নীতিমালা ও নির্দেশিকা
এই পাতাটি বাংলা উইকিসংবাদের নির্দেশাবলী সম্পর্কিত একটি নথি। এটি একটি গ্রহণযোগ্য আদর্শ, যা সম্পাদকের অনুসরণের চেষ্টা করা উচিত, যদিও তা সাধারণ জ্ঞানেব্যতিক্রমি ক্ষেত্রে সেরা পন্থা অবলম্বনে করা হয়। এই পাতাতে যেকোন স্বতন্ত্র সম্পাদনা জনমতের ভিত্তিতে করা উচিত। কোন সন্দেহ থাকলে, প্রথমে তা আলাপ পাতায় আলোচনা করুন।

আমাদের নীতিমালা[edit | edit source]

মূলনীতি[edit | edit source]

নীতিমালা ও নির্দেশিকা

নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি
বিষয়বস্তু গাইড
স্টাইল গাইড

প্রশাসক
সালিশি কমিটি

স্বীকৃতি নীতিমালা
সংগ্রহশালা নিয়মাবলী
বাজে শব্দ এড়িয়ে চলুন
ব্যবহারকারী বাধাদান নীতিমালা
বট
উৎস নির্দেশ
সংঘাত
কপিরাইট
সংঘাত নিরসন
অপসারন নীতিমালা
দ্রুত অপসারন নীতিমালা
সৌজন্যমূলক ব্যবহার
চিত্র ব্যবহার নীতিমালা
নামকরন নিয়মাবলী
মৌলিক প্রতিবেদন
বিশেষাধিকার মেয়াদ নীতি
পাতা সুরক্ষা নীতি
নিবন্ধ নিরীক্ষা
তিনটি প্রত্যাবর্তন নিয়ম
ব্যবহারকারী নাম নীতিমালা

শিষ্টাচার

  1. যদি কোন তথ্য বৈজ্ঞানিক দৃষ্টিকোণ বা সর্বত্রগৃহীতও হয় তখন কোন বিশেষ দৃষ্টিকোণ অনুসরন করবেন না। শুধুমাত্র প্রতিবেদন লিখুন ও ব্যাখ্যা করুন মতবিরোধসহ।
  2. ২৪ ঘন্টায় একইসাথে তিনবারের বেশি কোন পাতায় রিভার্ট করবেন না। এটি সম্পাদনা যুদ্ধ ঠেকানোর একটি বৈদ্যুতিক বেড়া।
  3. আপনার প্রতিবেদনের উৎস নির্দেশ করুন। উইকিসংবাদের সকল নিবন্ধ (সুস্পষ্ট ছাড়া) যাচাইযোগ্য হতে হবে ও আপনি অবশ্যই আপনার পাঠকদের বলবেন তথ্যগুলো কোথায় পেয়েছেন।
  4. স্বত্ত্বাধিকারযুক্ত কোন উপাদান যুক্ত করা থেকে বিরত থাকুন
  5. অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হোন

নিয়মাবলী[edit | edit source]

নিয়মাবলীগুলো হলো ব্যপকতরভাবে গৃহীত সরঞ্জাম এজন্যই আমরা বেশি সঙ্গতিপূর্ণ ও উপভোগ্য নিবন্ধ থৈরি করতে সক্ষম হই:

সীমাবদ্ধ বৈশিষ্ট্য[edit | edit source]

কিছু কিছু বৈশিষ্ঠ্য যেগুলো অপব্যবহারের সম্ভাবনা করেছে যেমন, পাতা অপসারন, পাতা সম্পাদনা সীমাবদ্ধ রাখা বা সুরক্ষা করা ইত্যাদি কাজ শুধুমাত্র প্রশাসকরাই করতে পারেন; যারা অভিজ্ঞ ও সম্প্রদায়ের বিশ্বস্ত ব্যবহারকারী।


উইকিপিডিয়ার উৎস ব্যবহার[edit | edit source]

নিয়ম: উইকিপিডিয়ার নিবন্ধ ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ারএলাইক লাইসেন্সের আওতায় মুক্তি দেওয়া থাকে-- যে উপাদানসমূহ সিসি-বাই লাইসেন্সের সাথে বেমানান সেগুলো উইকিপিডিয়া থেকে উইকিসংবাদে যুক্ত করা যাবে না।

উৎস[edit | edit source]

উইকিসংবাদ:নীতিমালা ও নির্দেশিকা প্রাথমিকভাবে উইকিপিডিয়া:নীতিমালা ও নির্দেশাবলী পাতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।