Wn/bn/উইকিসংবাদ:অধিকারের আবেদন

From Wikimedia Incubator
< Wn‎ | bn
Wn > bn > উইকিসংবাদ:অধিকারের আবেদন


অধিকারের আবেদন হচ্ছে একটি প্রক্রিয়া যার ভিত্তিতে উইকিসংবাদ সম্প্রদায় দ্বারা ব্যবহারকারীদের বিভিন্ন অধিকারের সম্মতি প্রদান করা। এই পৃষ্ঠায় নিরীক্ষক, প্রশাসক, ব্যুরোক্র্যাট, ব্যবহারকারী পরীক্ষক, এবং তদারকি প্রভৃতি ব্যবহারকারী দলের অধিকারের জন্য আবেদন করা যাবে। উপযুক্ত প্রাসঙ্গিক বিভাগে নিম্নলিখিত নির্দেশ গুলোর অনুসরণে কোনো ব্যবহারকারী তথা সম্পাদক নিজেকে কিংবা অন্য একজন প্রার্থীকে মনোনীত করতে পারেন। একটি নতুন আবেদনকে নির্দিষ্ট বিভাগে অন্যান্য পুরনো আবেদন গুলোর উপরে যুক্ত করতে হবে।

কোনো প্রকার আবেদনের পূর্বে নিশ্চিত হন আপনি কিংবা প্রার্থী একজন অভিজ্ঞ ও বিশ্বস্ত ব্যবহারকারী, যিনি উইকিসংবাদের নিয়ম এবং নির্দেশাবলী গুলো যথাযথভাবে পালন করে থাকেন।


আবেদনের পূর্বে এই নির্দেশ গুলো পড়ুন


কোনো প্রকার আবেদনের পূর্বে অবশ্যই অধিকারের আবেদন সম্পর্কিত নীতি গুলো যথাযথভাবে বিবেচনা করুন। কোনো প্রকার পদের জন্য আবেদন এবং সম্মতিপ্রদান এই নীতি গুলো অনুসরণের দ্বারাই হতে হবে।

অধিকারের জন্য আবেদন করতে এই পদক্ষেপ গুলো অনুসরণ করুন:

  1. নীচের প্রাসঙ্গিক বিভাগের মধ্যে ইনপুট বাক্সে আপনার ব্যবহারকারীর নাম যোগ করুন এবং বোতামে ক্লিক করুন।
  2. ফলাফল পৃষ্ঠায় প্রশ্নগুলি সম্পূর্ণ করুন এবং সেই পৃষ্ঠাটি প্রকাশ করুন।
  3. তারপর, সেই পৃষ্ঠাটির পুরো নামটি দ্বিতীয় বন্ধনীর ভিতরে "{{ }}" লিখে সেটিকে উপযুক্ত প্রাসঙ্গিক বিভাগের মধ্যে পেস্ট করে দিন। উদাহরণস্বরূপ: {{:উইকিসংবাদ:অনুমতির আবেদন/প্রশাসক/ব্যবহারকারী নাম}} অথবা {{:উইকিসংবাদ:অনুমতির আবেদন/নিরীক্ষক/ব্যবহারকারী নাম}}
  4. সর্বশেষে আলোচনাসভায় আপনার আবেদনটি সম্পর্কে একটি বিজ্ঞপ্তি দিতে হবে।

অন্য ব্যবহারকারীদের দ্বারা আপনাকে প্রশ্ন করা হতে পারে যাতে তারা আপনার অনুরোধ পর্যালোচনা করতে পারে। সম্পূর্ণ উত্তর প্রদান করার চেষ্টা করুন। অনুরোধ অন্তত এক বা দুই সপ্তাহের জন্য খোলা থাকতে হবে, যা কোনো অনুমতি চাওয়া হচ্ছে তার উপর নির্ভর করে।

যদি নীতিমালায় যেমন বর্ণিত হয়েছে সেই অনুযায়ী পর্যাপ্ত সমর্থন আসে তবে সেই ব্যবহারকারী দলের সম্মতি পাওয়ার জন্য মেটাতে, স্টুয়ার্ড সম্মতির পৃষ্টাটিতে অনুরোধ করতে হবে। সমাপ্ত অনুরোধ সংগ্রক্ষণালয় ভুক্ত করা হবে।

নীচের প্রাসঙ্গিক বিভাগের ইনপুট বাক্সে শুধুমাত্র আপনার বা প্রার্থীর ব্যবহারকারী নামটি লিখুন (User: নেমস্পেস ছাড়া)। তারপর বোতামে ক্লিক করুন, একটি নতুন পৃষ্ঠা খুলবে সেখানে আপনার আবেদনের মন্তব্য লিখুন এবং সেই পৃষ্ঠাটি প্রকাশ করুন। প্রকাশ করার পর আপনার সেই পৃষ্ঠাটিকে এখানে উপযুক্ত প্রাসঙ্গিক বিভাগে অবশ্যই অন্তর্ভুক্ত করুন (transclude )। যদি আপনি কোনো অধিকারের পুনর্নবীকরণ এর জন্য আবেদন করছেন তাহলে ইনপুট বাক্সে আপনার ব্যবহারকারী নামের পূর্বে একটি ক্রমিক সংখ্যা লিখুন, যেমন: আপনার ব্যবহারকারী নাম যদি হয় "উদাহরণ" এবং দ্বিতীয়বার প্রশাসক হবার জন্য আবেদন করছেন তাহলে ইনপুট বাক্সে লিখতে হবে, ২/উদাহরণ । যদি প্রথমবার তাহলে কোন ক্রমিক সংখ্যা লেখা লাগবে না।

জানেন না বিভাবে আবেদনের পৃষ্ঠাটিকে এখানে অন্তর্ভুক্ত করতে হয়? তাহলে এটি দেখুন: উইকিপিডিয়া:প্রতিলিপি অন্তর্ভুক্তি

নিরীক্ষক[edit | edit source]

পাতাটি তৈরী করবার পর এই বিভাগে এসে এটি পেস্ট করতে হবে: {{:উইকিসংবাদ:অধিকারের আবেদন/নিরীক্ষক/আপনার ব্যবহারকারী নাম}}



প্রশাসক[edit | edit source]

পাতাটি তৈরী করবার পর এই বিভাগে এসে এটি পেস্ট করতে হবে: {{:উইকিসংবাদ:অধিকারের আবেদন/প্রশাসক/আপনার ব্যবহারকারী নাম}}



ব্যুরোক্র্যাট[edit | edit source]

পাতাটি তৈরী করবার পর এই বিভাগে এসে এটি পেস্ট করতে হবে: {{:উইকিসংবাদ:অধিকারের আবেদন/ব্যুরোক্র্যাট/আপনার ব্যবহারকারী নাম}}



ব্যবহারকারী পরীক্ষক[edit | edit source]

ইনপুট বক্সে শুধু ব্যবহারকারী একাউন্ট এর নামটি লিখুন, আর কিছু নয়!



তদারক[edit | edit source]

ইনপুট বক্সে শুধু ব্যবহারকারী একাউন্ট এর নামটি লিখুন, আর কিছু নয়!



 


কোনো অধিকারের পুনর্নবীকরণ এর জন্য ইনপুট বাক্সে ব্যবহারকারী নামের পূর্বে একটি ক্রমিক সংখ্যা লিখুন (২,৩ ৪ ...), যেমন: আপনার ব্যবহারকারী নাম যদি হয় "উদাহরণ" এবং দ্বিতীয়বার প্রশাসক হবার জন্য আবেদন করছেন তাহলে ইনপুট বাক্সে লিখতে হবে, "২/উদাহরণ" । যদি প্রথমবার তাহলে কোন ক্রমিক সংখ্যা লেখা লাগবে না।