Jump to content

Wn/bn/উইকিসংবাদ:নিরীক্ষণ

From Wikimedia Incubator
< Wn | bn
(Redirected from Wn/bn/উইকিসংবাদ:নিরীক্ষা)
Wn > bn > উইকিসংবাদ:নিরীক্ষণ

নিবন্ধের মান
নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিবিষয়বস্তু নির্দেশিকারচনাশৈলী নির্দেশিকানিবন্ধ নিরীক্ষানিবন্ধ সৃষ্টিকরণউৎস সংযোগসংবাদযোগ্যতামৌলিক প্রতিবেদন
প্রশাসনিক নীতি
অপসারণ নীতিমালাদ্রুত অপসারণ নীতিমালাবিশেষাধিকার মেয়াদ নীতিপাতা সুরক্ষা নীতিব্যবহারকারী নাম নীতিমালাবৈশ্বিক অনুমতিব্যবহারকারী বাধাদান নীতিমালাবট
সর্বজনীন
তিনটি প্রত্যাবর্তন নিয়মসংগ্রহশালা নিয়মাবলীঝাঁঝালোে শব্দ এড়িয়ে চলুনকপিরাইটস্বার্থের সংঘাতসৌজন্যমূলক ব্যবহারসংঘাত নিরসনচিত্র ব্যবহার নীতিমালাশিষ্টাচার
অধিকার
প্রশাসকনিরীক্ষক

উইকিসংবাদে নিরীক্ষণ বা পর্যবেক্ষণ হচ্ছে একটি প্রক্রিয়া যার দ্বারা নিরীক্ষকগণ কোনো পৃষ্ঠা বা নিবন্ধকে যাচাই করে সেটিকে "পরীক্ষিত" হিসেবে চিহ্নিত করতে পারেন এবং সেটিকে প্রকাশিত করতে পারেন। নিরীক্ষক হচ্ছে একটি ব্যবহারকারী অধিকার, যার মাধ্যমে নতুন পাতা ও সম্পাদনাসমূহ পরীক্ষা বা টহল দেওয়া যায়। বাংলা উইকিপিডিয়াতে এই অধিকারটি পর্যবেক্ষক নামেও পরিচিত

প্রতিটি নিবন্ধকে "সম্পূর্ণ-প্রকাশিত" হবার জন্য সেটিকে নিরীক্ষিত হতে হবে। যেসকল নিবন্ধ পরীক্ষিত হিসেবে চিহ্নিত না হয়ে অনিরীক্ষিত ভাবে প্রকাশিত হয়েছে সেগুলোকে "অর্ধ-প্রকাশিত" হিসেবে বিবেচনা করা হবে। যেসকল নিবন্ধ নিরীক্ষণে উত্তীর্ণ হতে ব্যর্থ হবে এবং লেখক দ্বারাও যদি সেটির উপর কোনও প্রকার সংশোধনের কাজ বন্ধ হয়ে যায়, তাহলে সেই নিবন্ধকে অপসারণ করা হবে একটি নির্দিষ্ট সময় পরে।

যেহেতু বাংলা উইকিসংবাদ একটি পরীক্ষা উইকি তাই এখানে নিরীক্ষক বলতে বাস্তবিক কোনো ব্যবহারকারী দল নেই। যখন এটি নিজস্ব সাইটে উন্নীত হবে তখন সম্প্রদায় এই নিরীক্ষক ব্যবহারকারী দলকে গ্রহণ করা সম্পর্কে আলোচনা করতে পারে।

বর্তমানে উইকিসংবাদে নিবন্ধ নিরীক্ষণের প্রক্রিয়া সম্পূর্ণ স্থগিত রাখার পরিবর্তে, যেকোনও ব্যবহারকারী যিনি কমপক্ষে ২টি নিবন্ধ লিখেছেন, নিরীক্ষকের তালিকায় নাম যুক্ত করার দ্বারা নিবন্ধ নিরীক্ষণের কাজে লিপ্ত হতে পারেন। বর্তমানে সম্প্রদায় দ্বারা নিরীক্ষক হবার যোগ্যতা সম্পর্কে কোনো আলোচনা করা হয়নি, তবে এটি অনুমান করা যেতে পারে যে নিরীক্ষক উইকিসংবাদের নীতিমালা সম্পর্কে পরিচিত এবং কোনো প্রকার ধ্বংসপ্রবণতা সম্পর্কিত কার্যে লিপ্ত হয়েছেন না।

নিরীক্ষকের অধিকারসমূহ

[edit | edit source]

নিরীক্ষকদের কিছু নিম্নলিখিত অধিকার রয়েছে:

  • একজন নিরীক্ষক যেকোনো নিবন্ধের নিরীক্ষা করতে পারে।
  • কোনো পরিবর্তনগুলোকে পরীক্ষিত হিসাবে চিহ্নিত করতে পারে।
  • অর্ধ সুরক্ষিত পৃষ্ঠাগুলিকে সম্পাদনা করতে পারে।
  • কোনো পৃষ্ঠাতে ব্যবহারকারীর দ্বারা সর্বশেষ সম্পাদনাকে দ্রুত প্রত্যাবর্তন করতে পারে।

নিরীক্ষক হবার আবেদন

[edit | edit source]

নিরীক্ষকের অধিকারের জন্য যে কোন প্রকার আবেদন, উইকিসংবাদ:অধিকারের আবেদন পৃষ্ঠাটিতে নিরীক্ষক পরিচ্ছেদে করতে হবে। কোনো প্রকার আবেদনের পূর্বে অবশ্যই অধিকারের আবেদন সম্পর্কিত নীতি গুলো যথাযথভাবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

নিরীক্ষকদের তালিকা

[edit | edit source]

আরও দেখুন

[edit | edit source]