Wn/bn/বাংলাদেশে বিজয় দিবসে ২৭ হাজার ১১৭ জনের মানব পতাকা

সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩

বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ই ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। এদিন বাংলাদেশে সরকারী ছুটির দিন। ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হানাদার পাকিস্তানী বাহিনীর প্রায় ৯০,০০০ সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হয়।
২০১৩ সালের ১৬ ডিসেম্বরের বিজয় দিবসটিকে স্বরণীয় করে রাখতে ও বিশ্বরেকর্ড গড়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় প্রায় ২৭ হাজার ১১৭ জন মানুষের মাধ্যমে বাংলাদেশ সময় বেলা ১টা ৩৬ মিনিটে শেরেবাংলা নগরের প্যারেড গ্রাউন্ডে প্রায় ছয় মিনিট ও ১৬ সেকেন্ড লাল ও সবুজের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা ফুটিয়ে তোলা হয়। এর নাম দেওয়া হয়েছিল ‘লাল-সবুজের বিশ্বজয়’।
উল্লেখ্য, অংশগ্রহণকারীর সংখ্যার দিক দিয়ে গিনেস বুকে এর আগের রেকর্ডটি পাকিস্তানের। গত বছর ২১ অক্টোবর লাহোর হকি স্টেডিয়ামে ওই মানব-পতাকার অংশ হয়েছিলেন ২৪ হাজার ২০০ পাকিস্তানি।
উৎস[edit | edit source]
![]() |
এই নিবন্ধটি বাংলা উইকিসংবাদের একটি নির্বাচিত সংবাদ প্রতিবেদন হিসেবে গ্রহনযোগ্য এবং এটিকে সম্প্রদায়ের অন্যতম ভালো কিংবা গুরুত্বপূর্ন নিবন্ধগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। এটি উইকিসংবাদে সহযোগিতা, ঐতিহ্য, রচনা মূল্যতা এবং বিশিষ্টভাবে বিশ্লেষণ প্রভৃতি বৈশিষ্ট্যের একাধিক প্রদর্শন করে। |
এই নিবন্ধটি বাংলা উইকিসংবাদের একটি নির্বাচিত সংবাদ প্রতিবেদন হিসেবে গ্রহনযোগ্য এবং এটিকে সম্প্রদায়ের অন্যতম ভালো কিংবা গুরুত্বপূর্ন নিবন্ধগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। এটি উইকিসংবাদে সহযোগিতা, ঐতিহ্য, রচনা মূল্যতা এবং বিশিষ্টভাবে বিশ্লেষণ প্রভৃতি বৈশিষ্ট্যের একাধিক প্রদর্শন করে। |
- "‘বিশ্বজয়ের’ মানব-পতাকায় ২৭ হাজার মুখ" — বিডিনিউজ২৪.কম, ডিসেম্বর ১৬, ২০১৩
- "২৭ হাজার মানুষ দিয়ে লাল-সবুজের একটি পতাকা" — বিবিসি বাংলা, ডিসেম্বর ১৬, ২০১৩