Jump to content

Wn/bn/উইকিসংবাদ:সংবাদ কক্ষ/শীর্ষ

From Wikimedia Incubator

সংবাদকক্ষ

স্বাগতম!

সংবাদকক্ষ - এটি একটি স্থান, যেখানে আমার মিলিত হই নিজেদের পরিকাঠামোগত ভাবে গড়ে তুলতে, এটি সেই সমস্ত প্রচেষ্টা গুলোর মিলনকেন্দ্র, যা উইকিসংবাদকে জীবিত রাখছে। উইকিসংবাদে এখন কি চলছে, কোন কোন নিবন্ধ গুলো তৈরী হয়েছে, কোন কাজ গুলো বাকি রয়ে গেছে ইত্যাদি বিষয়বস্তু সম্পর্কে আমারা জানতে পারি এবং সহ-প্রচেষ্টার দ্বারা একটি বাংলা মুক্ত সংবাদ সম্প্রদায় গড়ে তোলার উদ্দেশ্যে কাজ করতে পরি।

উইকিসংবাদে আপনিও একজন সাংবাদিক! শুধু একটি খবর লেখার অপেক্ষা রয়েছে। আপনি যদি এখানে নতুন হন, তাহলে উইকিসংবাদ:ভূমিকা এই পাতাটি দেখুন। উইকিসংবাদে বর্তমানে সক্রিয় সম্পাদকদের সংখ্যা খুবই কম, তাই আমরা আপনাকে অবদান রাখতে উৎসাহিত করছি। আপনার প্রতিটি অবদান আমাদের জন্য খুবই মূল্যবান। একটি নিবন্ধ লেখা ছাড়াও আপনি এখানে এমন অনেকগুলো বিষয় পেয়ে যাবেন, যেখানেও অবদান রাখতে পারেন।


এখনই একটি নতুন নিবন্ধ তৈরী করুন!
সংবাদ তৈরী করুন



আগমনীর সুরে বিজ্ঞানের আলোকবর্ষ,
জ্ঞানের রঙে প্রজ্ঞার ফুলদানী।
সংবাদের বাতাসে ছুঁই স্বপ্নের নগরে,
জাগে বাংলার মধুর আকাশবানী॥


নিরীক্ষণের প্রয়োজন:  
উন্নয়ন চলছে:     অনিরীক্ষিত প্রকাশ: ১৫ 
দ্রুত অপসারণযোগ্যে:  
সুরক্ষিত সম্পাদনা অনুরোধ:  

অধিকারের আবেদন:   (হালনাগাদ)