Jump to content

User talk:Sylhetiwiki

Add topic
From Wikimedia Incubator

ꠃꠁꠇꠤꠝꠤꠒꠤꠀ ꠁꠘꠇꠤꠃꠛꠦꠐꠞꠅ ꠀꠃꠇ꠆ꠇꠣ ⁕ ꠒꠣꠘꠁꠛꠣꠎꠥꠛꠣꠄ ꠕꠥꠞꠣ ꠉꠥꠞꠥꠔ꠆ꠔꠙꠥꠞ꠆ꠘ ꠟꠤꠋꠇ ꠙꠣꠁꠛꠣ ⁕ ꠀꠞ ꠁꠈꠣꠘꠅ ꠔꠟꠦꠖꠤ ꠕꠥꠞꠣ ꠔꠁꠔ꠆ꠔ ꠀꠞ ꠙꠞꠣꠝꠡ ꠖꠦꠅꠀ ꠅꠞ ꠪

  • ꠎꠥꠖꠤ ꠀꠙ꠆ꠘꠦ ꠀꠙ꠆ꠘꠣꠞ ꠛꠦꠛꠀꠞꠇꠞꠣ ꠙꠣꠔꠣ ꠀꠛꠧ ꠔꠂꠀꠞ ꠘꠣ ꠇꠞꠤ ꠕꠣꠇꠂꠘ ꠨ ꠔꠦ ꠖꠄꠀ ꠇꠞꠤ ꠄꠉꠥ ꠔꠂꠀꠞ ꠇꠞꠤꠟꠤꠔꠣ ꠙꠣꠞꠂꠘ ⁕ ꠝꠘꠅ ꠇꠞꠂꠘ ꠈꠣꠟꠤ ꠛꠦꠛꠀꠞꠇꠞ꠆ꠞꠣꠞ ꠜꠣꠡꠣ ꠐꠦꠝꠙ꠆ꠟꠦꠐ ꠘꠣꠄ ꠁꠟꠣꠘ ꠇꠥꠘ꠆ꠔꠣ ꠖꠤꠀ ꠘꠤꠎꠦ ꠔꠂꠀꠞ ꠇꠞꠤ ꠟꠣꠁꠘ ⁕
  • ꠎꠥꠖꠤ ꠀꠙ꠆ꠘꠦ ꠀꠙꠘꠣꠞ ꠁꠘ꠆ꠐꠣꠞꠚꠦꠁꠡꠞ (ꠃꠁꠇꠤ) ꠜꠣꠡꠣ ꠙꠞꠤꠛꠞ꠆ꠔꠘ ꠇꠞꠔꠣ ꠌꠣꠁꠘ ꠨ ꠔꠦ ꠀꠙ꠆ꠘꠣꠞ ꠙꠍꠘ꠆ꠡꠁꠔ ꠎꠣꠁꠘ ⁕
  • ꠁꠈꠣꠘꠅ ꠙꠣꠔꠣ ꠨ ꠐꠦꠝꠙ꠆ꠟꠦꠐ ꠀꠞ ꠙꠖ ꠔꠂꠀꠞꠤꠞ ꠡꠝꠄ ꠇꠥꠘꠥꠟꠣꠈꠣꠘꠃ ꠀꠉ꠆ꠉꠣꠟꠣ ꠟꠣꠉꠣꠁꠔꠦ ꠜꠥꠟ꠆ꠛꠣ ꠘꠣ ⁕
  • ꠎꠥꠖꠤ ꠀꠙ꠆ꠘꠦ ꠀꠋꠞꠦꠎ ꠜꠣꠡꠣꠞ ꠛꠦꠙꠣꠞꠦ ꠜꠣꠟꠣ ꠎꠣꠘꠤꠀ ꠕꠣꠇꠂꠘ ꠨ ꠔꠦ ꠙꠣꠔꠣꠁꠉꠥꠘ꠆ꠔꠞꠦ ꠀꠙꠘꠣꠞ ꠎꠣꠘꠣ ꠀꠞ꠆ꠎꠣꠔ ꠜꠣꠡꠣꠄ ꠅꠘꠥꠛꠣꠖ ꠇꠞꠤ ꠡꠣꠗ ꠖꠦꠃꠇ꠆ꠇꠣ ꠨ ꠎꠣꠔꠦ ꠝꠣꠁꠘ꠆ꠡꠦ ꠡꠎꠦ ꠛꠥꠏꠔꠅ ꠙꠣꠞꠦ ⁕
  • ꠎꠖꠤ ꠀꠙꠘꠤ ꠁꠘ꠆ꠐꠣꠞꠚꠦꠁꠡ (ꠃꠁꠇꠤ) ꠅꠘꠥꠛꠣꠖ ꠇꠞꠔꠦ ꠌꠣꠁꠘ ꠔꠦ ꠖꠄꠀ ꠇꠞꠤ ꠐ꠆ꠞꠣꠘ꠆ꠡꠟꠦꠐꠃꠁꠇꠤ.ꠘꠦꠐ ꠎꠣꠁꠘ ꠀꠞ ꠢꠤꠘꠞ ꠚꠞꠝꠣꠁꠡ ꠖꠦꠈꠂꠘ

ꠀꠙꠘꠣꠞ ꠇꠥꠘ꠆ꠔꠣ ꠎꠤꠈꠣꠘꠤꠞ ꠕꠣꠇꠟꠦ ꠁꠘꠇꠤꠃꠛꠦꠐꠞ:ꠡꠝ꠆ꠙꠖꠣꠄꠅꠞ ꠖꠦꠃꠞꠤ ꠙꠣꠔꠣꠔ ꠎꠤꠈꠣ ꠇꠞ꠆ꠛꠣ ⁕

--ꠢꠣꠍꠘ ꠞꠣꠎꠣ (talk) 03:02, 28 May 2023 (UTC)Reply

ছা (সা) নাকি চা?

[edit source]

আপনি সিলেটি উইকিতে "ছা" (সা) নামে নিবন্ধ তৈরি করেছেন। বানানটা বোধহয় "চা" হবে। কারণ সিলেটি ভাষায় চ-এর উচ্চারণই স এর মতো। বানানটা একবার নিশ্চিত হয়ে নিন। ধন্যবাদান্তে -- Adibhai • আদিভাই (Talk • আলোচনা) 09:34, 8 September 2020 (UTC)Reply

আমি যতটুকু জানি সিলেটি(ছিলটি) ভাষায় "স" এর কোন উচ্চারণ নেই। এবং "চ" এবং "ছ" উভয় অক্ষরেরই আলাদা উচ্চারণ সিলেটি ভাষায় বিদ্যমান। উদাহরণঃ চায়না (ছায়না নয়), ছায়া (চায়া নয়)। Sylhetiwiki (talk) 10:27, 8 September 2020 (UTC)Reply
আমার কথার অর্থ হলো সিলেটি 'চ' এর উচ্চারণ অনেকটা বাংলা 'স' এর মতো। আমি বলছি আপনার "ছা" বানানটি সঠিক হয়নি। ইনকিউবেটরের এই পাতা আর বাংলা উইকির এই পাতা দেখুন। ধন্যবাদান্তে -- Adibhai • আদিভাই (Talk • আলোচনা) 11:23, 8 September 2020 (UTC)Reply

আপনি যে পেইজদ্ব্য দিয়েছেন সেটি কোন নির্ভরযোগ্য সূত্র নয়। এমনকি সাত রংগা চা এবং হাত রংগা চা এই দুই নামে ইনকিউবেশন এ থাকা পেইজটি আছে। আমি "ছা" শব্দটি ব্যবহার করেছি কারন ছিলটি ভাষায় "চা" এর উচ্চারণ "ছা"। ছিলটি ভাষার ধ্বনিতত্ত্ব অনুসারে "ꠌ" "ꠍ" "ꠡ" এই তিনটি ধ্বনির উচ্চারণ সম্পূর্ণ ভিন্ন। ছিলটি ভাষায় "ꠌ" এর উচ্চারণ মোটেই বাংলা দন্ত্য "স" এর মত নয়। বাংলা "স" ধ্বনির অনুরুপ কোন ধ্বনি ছিলটি ভাষায় নেই। ছিলটি ধ্বনি "ꠌ" "ꠍ" "ꠡ" এর সাথে মিল আছে বাংলা "চ" "ছ" এবং "শ" ধ্বনির। ছিলটি উইকিপিডিয়ার উন্নতিচেষ্টায় আপনাকে ধন্যবাদ। আপনি যদি ছিলটি নাগরী হরফে লিখতে পারেন, আহবান জানাব ছিলটি উইকিপিডিয়াকে আরো সমৃদ্ব করতে। ধন্যবাদ Sylhetiwiki (talk) 15:00, 8 September 2020 (UTC)Reply

আমাকে অনুগ্রহ করে "রাইভাল" হিসেবে নেবেন না। বানানে খটকা লেগেছিল বলেই বলেছি। আমি আমার সাধ্যমতোই চেষ্টা করছি উইকির সমৃদ্ধকরণে, হোক বাংলা কি সিলেটি। "চা" এর সঠিক বানান হয়তো আমি সত্যিই জানি না। আপনি "ছিলটি" বলতে যতটা জোর দেন, "চা" বলতে জোর ততটা অবশ্যই দেন না। উচ্চারণের কথা যাক। আপনি বানানটি কোথায় পেয়েছেন, তার লিঙ্কটি দিতে পারবেন কি? আমি ইন্টারনেটে সিলেটি ভাষার নির্ভরযোগ্য বানানের উৎস খুঁজছি। দুর্ভাগ্যজনকভাবে এখনও উল্লেখযোগ্য কিছু পাই নি। -- Adibhai • আদিভাই (Talk • আলোচনা) 18:02, 8 September 2020 (UTC)Reply

চা এর আদি সিলেটি বানান আপনি কোথাও পাবেন না, চা সিলেটি রীতিতে অনুপ্রবেশ করে, তখন ছিলটি নাগরি সাহিত্য তার সোনালী সময় পার করে এসেছে এবং ছিলটি সাহিত্য চর্চা মূলত পুথি নির্ভর, এবং পুথি সাহিত্যে চা এর স্থান পাওয়ার আশা করা অনুচিত। এবার আসি আপনার প্রস্নে কেন আমি "চা" না লিখে "ছা" লিখলাম। এখানে দুটি বিষয় আমি মাথায় রেখেছি। ১.আপনি যদি সিলেটি হয়ে থাকেন তবে নিঃসন্দেহে আপনি জানেন সিলেটি ভাষায় আমরা "চা" কে "ছা" বলি।

২. এবার আসি ২য় বিষয়ে, আমার মনে হয় এখানেই আপনার সাথে আমার দন্ধ। সিলেটি ভাষায় "ꠍ" ধ্বনির উচ্চারণ টা কি রুপ এটা কি বাংলা "স" নাকি "ছ" ধ্বনির মত। যদি আমরা পুরনো ছিলটি পুথি কে মানদণ্ড ধরি তবে সিলেটি ভাষায় "স" ধ্বনির কোন উচ্চারণ নেই। উদাহরণঃ "তালিব হুছন", "ছয়ফুল বেদাত" এই দুটি পুথির বানান রীতি আপনি চাইলে ইন্টারনেটে দেখতে পারেন। কিন্তু যদি আমরা আধুনিক বাংলা ধ্বনিতত্ত্ব কে মানদণ্ড হিসাবে ধরি তবে সিলেটি ভাষায় "ছ" ধ্বনির কোন উচ্চারন নেই। "ছ" ধ্বনি উচ্চারণ হয় অগ্র তালু হয়ে এবং "স" ধ্বনি উচ্চারিত হয় অগ্র দন্ত্যমূল হতে। আপনি যদি সিলেট (ꠍꠤꠟꠐ) শব্দ উচ্চারন করেন খেয়াল করবেন আপনার জিহবা প্রথমে দাত স্পর্শ করছে তালু নয়। অনুরূপ ছা(ꠍꠣ) এর ক্ষেত্রে একই। কিন্তু সিলেটি ভাষায় "চ" ধ্বনির ব্যাবহার সম্পুর্নরুপে বিদ্যমান কিন্তু খাটি ছিলটি শব্দে এর ব্যাবহার অতি অল্প, "চ" ধ্বনি অগ্র তালু হতে উচ্চারিত। উদাহরণঃ চঞ্চল, চট্টগ্রাম, চেয়ারম্যান, চায়না। Sylhetiwiki (talk) 21:29, 8 September 2020 (UTC)Reply

বিতর্ক ব্যাতিত কোন চর্চা বিকশিত হওয়া দুরহ ব্যাপার। সিলেটি ভাষার কোন নির্দিষ্ট ব্যাকরন এখনও তৈরি না হওয়ায়, উচ্চারণ, বানান রীতি, সন্ধি, সমাস এর প্রয়োগ এবং বিদেশি শব্দ গ্রহনের ক্ষেত্রে অনেক জটিলতা দেখা দেয় এবং এর জটিলতা নিরসনে আমাদেরই কাজ করতে হবে। এবং এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সিলেটের বিভিন্ন আঞ্চলিক ভাষা, যেমনঃ জকিগঞ্জের সিলেটি ভাষা এবং বিশ্বনাথের সিলেটি ভাষার কিংবা কুলাউড়ার সিলেটি ভাষার সাথে জৈন্তার সিলেটি ভাষার সূক্ষ্ম পার্থক্য আছে। সাপকে এক এলাকায় বলা হয় সাফ অন্য এলাকায় হাফ। চিকন হওয়াকে কোথাও বলা হয় রাখ অইগেছ অন্য জায়গায় বলা হয় হালাখ অই গেছ। এখন অন্যান্য সব ভাষার মত (বাংলায় নদীয়া জেলার, ফ্রেঞ্চ এ প্যারিসের) সিলেটি ভাষায় ও একটি অঞ্চলের ভাষাকে শুদ্ধ ধরে নিতে হবে। সেক্ষেত্রে সিলেট শহরের ভাষাই সবচেয়ে যোগ্য দাবিধার। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অন্য অঞ্চলের শব্দটিকে সমার্থক শব্দ হিসাবে ধরে নিয়ে অভিধানের আওতাভুক্ত করা যেতে পারেন। প্রায় মৃতপ্রায় খাটি সিলেটি ভাষাকে, যে ভাষা প্রতিনিয়ত দূষিত হচ্ছে বাংলা শব্দের অযাচিত আগমন এর মাধ্যমে। আমরা চাইলেই বাচিঁয়ে রাখতে পারি একটু প্রচেষ্টার মাধ্যমে। Sylhetiwiki (talk) 21:46, 8 September 2020 (UTC)Reply

প্রথমত, আমি বলে নিই, সিলেটিতে wp/syl/ꠢꠣꠔ ꠞꠋꠉꠣ ꠌꠣ একটিই আছে। অন্যটি wp/syl/ꠡꠣꠔ ꠞꠋ ꠌꠣ প্রথমোক্তটিতে পুনর্নির্দেশিত (Redirected) হয়েছে। দ্বিতীয়ত, আপনার কথারই পুনরোক্তি করে বলি, উইকি "নির্ভরযোগ্য সূত্র" নির্ভর। কিন্তু এখন পর্যন্ত আপনি ধারণার কথা বলছেন। এর অর্থ আপনার কাছেও নির্ভরযোগ্য সূত্র নেই। তৃতীয়ত ভাষা যেহেতু আছে, শব্দভাণ্ডারের নির্ভরযোগ্য উৎসও অবশ্যই থাকবে।
  1. উইকশনারিতে ꠌꠣ
  2. গ্লোসবি অনলাইন ডিকশনারিতে ইংরেজি 'Tea' এর সিলেটি অর্থ 'ꠌꠣ'
  3. sylotinagri.com এ ꠌꠣ
  4. ইনকিউবেটর আর অন্যান্য উইকিপিডিয়ার উৎস আগেই উল্লেখ করেছি।

দুর্ভাগ্যবশত উচ্চারণজনিত "ꠍꠣ" এর পক্ষে গুগলে কোনো হিট পেলাম না। আপনি যদি কোনো পুঁথি বা লিখিত কোনো উৎসে তা পেয়ে থাকেন, অনুগ্রহ করে উল্লেখ করুন। শুভেচ্ছান্তে -- Adibhai • আদিভাই (Talk • আলোচনা) 05:01, 10 September 2020 (UTC)Reply

দুঃখিত আপনার দেওয়া সূত্র গুলো নির্ভরযোগ্য নয়। এর কোনটিতেই কোন ভাষাবিদ "Tea" শব্দটির অর্থ দেন নি। প্রতিটিতেই কোন উৎসাহী ব্যাক্তি নিজ উদ্দ্যেগে Tea এর সিলেটি হিসেবে "চা" শব্দটি বেছে নিয়েছেন। আমার জানামতে সিলেটের কোন এলাকায়ই "চা" কে "চা" বলা হয় না। "চা" কে সিলেটে "ছা" বলা হয় এবং "চা পাতা" কে "ছা ফাতা" বলা হয় "চা পাতা" নয়। Sylhetiwiki (talk) 13:27, 10 September 2020 (UTC)Reply

উইকিশনারি, বা বাকি লিংকগুলোতে কোন বাহ্যিক তথ্যসূত্রই নেই, নির্ভরযোগ্যতা বাদ দিলাম। Sylhetiwiki (talk) 13:33, 10 September 2020 (UTC)Reply

ইন্টারনেট সুত্রবিহীন ওয়েবপেইজকে সূত্র ধরে ভাষার শুদ্ধতা নিরুপন করলে তো হবে না। আর যদি এরপরও চান তাহলে দেখতে পারেন।

 "সিলেটিরা চ রে ‘ছ‘, প রে ‘ফ‘ আর ক রে ‘খ‘ বলে। সূত্রঃ https://shirisherdalpala.net/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE-%E0%A5%A4%E0%A5%A4-%E0%A6%86%E0%A6%AC%E0%A7%81/ Sylhetiwiki (talk) 13:47, 10 September 2020 (UTC)Reply

https://surmafarorkhobor.com/2020/07/19/sinsun/?fbclid=IwAR2aYqxlRInp0LicpHUCQYEcjBslTcuJg5aRaHJfxw6T0eLLoM0k75যনফ্য্য

এই লিংকটিতে দেখতে পারেন চা বিক্রেতা কে সিলেটি ভাষায় কি বলা হয় "ꠌꠣ ꠛꠦꠌꠞꠣ" নাকি "ꠍꠣ ꠛꠦꠍꠞꠣ"। Surmarparorkhbor সিলেটি ভাষার একমাত্র সংবাদ পোর্টাল, যা সিলেটি উইকিপিডিয়াতে সবচেয়ে বেশি অবদান রাখা এম আবু সাইদ কর্তৃক সম্পাদিত। Sylhetiwiki (talk) 13:58, 10 September 2020 (UTC)Reply

উচ্চারণ নিয়ে আমি কিছু বলব না। উচ্চারণ ঘাটলে "Ghoti" হয় "ফিশ", "অলি" (ভ্রমর) হয় "ওলি"। আপনার কাছে সিলটিনাগরী.কম নির্ভরযোগ্য নয়, শিরীষের ডালপালা নির্ভরযোগ্য? 😮 @এম আবু সাঈদ: ভাই, আপনিই বলুন। -- Adibhai • আদিভাই (Talk • আলোচনা) 16:34, 10 September 2020 (UTC)Reply

শিরিশের ডালপাল নির্ভরযোগ্য নয় মোটেও। এই দুটি লিংক দেওয়ার কারন হল, আপনি যে কয়েকটি লিংক দিলেন ঐ রকম লিংক ইন্টারনেটে যে কেউ দিতে পারে।

সিলেটি ভাষার রীতির ক্ষেত্রে অধ্যাপক আরহাছুজ্জামান, STAR, উৎস প্রকাশনী, সিলেটি নাগরী উন্নয়নসমিতি বা এরকম কোন গবেষক বা গবেষণা সংস্থার কোন সূত্র যদি দিতে পারেন কেবল মাত্র তখনই আমি ধরে নিব ছিলেটি ভাষায় ছা নায় চা লিখা বা বলা হয়। অথবা আপনি যদি ভাষা তত্ত্ব ধারা প্রমান দিতে পারেন তাহলে আমি বুঝতে পারতাম আমি ভুল।

আপনি আমার পূর্বে করা মন্ত্যবটি যাতে আমি বলেছিলাম কেন "চা" না হয়ে "ছা" হবে। ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছেন।

  "উচ্চারণ ঘাটলে "Ghoti" হয় "ফিশ", "অলি" (ভ্রমর) হয় "ওলি"  " - এই বাক্য দ্বারা কি বুঝাতে চেয়েছেন বুঝাতে চেয়েছেন, আমি এর কোন অর্থ উদ্ধার করতে পারিনি।   Sylhetiwiki (talk) 10:41, 11 September 2020 (UTC)Reply

────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────তাহলে উচ্চারণ নিয়ে বলি। সিলেটি ভাষারীতিতে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি অঘোষ মহাপ্রাণে পরিণত হয়। যেমন, পরে> ফরে, চা> ছা। আবার উলটোভাবে ঘোষ মহাপ্রাণ কিছুটা ঘোষ অল্পপ্রাণে রূপ নেয়। যেমন, ঘর> গ'র। ক-এর উচ্চারণ সিলেটিতে খ-এ রূপ নেয়। কিন্তু বানানে 'ক'-ই থাকে। (বিস্তারিত এখানে দেখুন) তেমনি উচ্চারণে "ছ" থাকলেও বানান "চ" রক্ষিত হওয়া উচিত। স্টার, উৎস প্রকাশন থেকে উদ্ধৃতি দিতে গেলে আমাকে আরও ঘাটতে হবে। আপনি যখন নিশ্চিত, আপনিই সূত্রটি দিয়ে দিন না, আলোচনা এখানে সমাপ্ত হয়! আর আমার উদাহরণের "Ghoti" হলো, বানানকে উচ্চারণ অনুযায়ী প্রতিষ্ঠা করার যে প্রচেষ্টা, তার বিখ্যাত উদাহরণ। (বিস্তারিত পড়ুন) -- Adibhai • আদিভাই (Talk • আলোচনা) 11:32, 11 September 2020 (UTC)Reply

@Meghmollar2017:, ꠀꠚꠘꠦ ꠛꠣꠋꠟꠣ ꠝꠣꠔ ꠖꠤ ꠍꠤꠟꠐꠤꠞꠦ ꠛꠥꠏꠣꠁꠔꠣ ꠚꠣꠞꠔꠣ ꠘꠣꠄ⁕ ꠍꠤꠟꠐꠤ ꠀꠞ ꠛꠣꠋꠟꠣ ꠉ꠆ꠞꠣꠝꠣꠞ ꠅ ꠄꠈ ꠘꠣꠄ⁕ ꠝꠣꠘꠥꠡꠞ ꠃꠌ꠆ꠌꠣꠞꠘ ꠀꠘꠝꠣꠘ ꠖꠄꠅ ꠝꠣꠔꠞ IPA ꠅ ꠄꠈ ꠘꠣꠄ⁕ ꠖꠄꠅ ꠝꠣꠔꠞ ꠡꠛ꠆ꠖꠜꠣꠘꠒꠣꠞ ꠀꠟꠉꠣ⁕ ꠄꠞꠖꠣꠄ ꠍꠤꠟꠐꠤ ꠟꠁꠀ ꠈꠣꠝ ꠈꠞꠞꠣ ꠅꠄꠛꠍꠣꠁꠐ, ꠍꠡꠣꠟ ꠉꠥꠞꠥꠚ ꠛꠣ ꠙꠦꠁꠎ ꠅꠈꠟꠦ ꠎꠦꠟꠣꠘ ꠔꠣꠘꠤꠅ ꠅꠈꠟꠞ ꠝꠣꠔ ꠀꠞ IPA-ꠞ ꠃꠚꠞꠦ ꠜꠞ ꠈꠞꠤ ꠛꠣꠘꠣꠘ ꠡꠤꠡꠐꠝ ꠚꠟꠅ ꠈꠞꠦꠞ, ꠀꠝꠞꠣꠅ ꠔꠣꠞꠣꠞꠦ ꠚꠟꠅ ꠈꠞꠞꠣꠝ⁕ --এম আবু সাঈদ (talk) 11:58, 11 September 2020 (UTC)Reply
@এম আবু সাঈদ: ভাইয়া, প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হলো, "ꠌꠣ" হবে নাকি "ꠍꠣ"? এই দ্ব্যর্থতা নিরসন করে দিন। আমি তো প্রায় সব জায়গাতেই (ওয়েবসাইটেই) দেখছি "ꠌꠣ"। (জনাব সিলেটি উইকিকে আমি ভুল বলছি না। আমি সঠিক ও শুদ্ধ জানার জন্যই এত লম্বা আলোচনা চালিয়ে গেছি, যেহেতু সিলেটি ভাষার ব্যাপক চর্চা আমাদের দেশে কেন, পৃথিবীর কোথাও নেই।) -- Adibhai • আদিভাই (Talk • আলোচনা) 15:17, 11 September 2020 (UTC)Reply
ꠍꠣ ꠅꠁꠛ, @Meghmollar2017: ꠜꠣꠁꠀ⁕--এম আবু সাঈদ (talk) 16:37, 11 September 2020 (UTC)Reply
@এম আবু সাঈদ, Sylhetiwiki: আপনাদের দুইজনকেই ধন্যবাদ। :) -- Adibhai • আদিভাই (Talk • আলোচনা) 16:52, 11 September 2020 (UTC)Reply

ꠚꠣꠔꠣ ꠛꠣꠘꠣꠘꠤ

[edit source]

ꠀꠚꠘꠣꠞ ꠡꠥꠘꠖꠞ ꠟꠦꠈꠣ ꠖꠤꠀ ꠍꠤꠟꠐꠤ ꠃꠁꠇꠤꠙꠤꠒꠤꠀꠞꠦ ꠀꠉꠥꠀꠘꠤꠞ ꠟꠣꠉꠤ ꠛꠃꠔ ꠛꠃꠔ ꠡꠥꠇꠞꠤꠀ⁕ ꠔꠄ, ꠄꠉꠥ ꠎꠤꠘꠤꠡ ꠝꠘꠞꠣꠈꠛꠣ- ꠖꠥꠄꠇ ꠟꠣꠁꠘꠞ ১০০০+ ꠚꠣꠔꠣ ꠛꠣꠘꠣꠘꠤ ꠔꠘꠦ ꠝꠥꠐꠣꠝꠥꠐꠤ ꠈꠄꠈ ꠟꠣꠘꠤꠞ ꠚꠣꠔꠣ ꠛꠣꠘꠣꠘꠤ ꠛꠃꠔ ꠜꠣꠟꠣ⁕ ꠀꠞ ꠚꠣꠔꠣ ꠛꠣꠘꠣꠘꠤꠞ ꠛꠣꠟꠣ ꠔꠟꠦ ꠖꠤ ꠅꠃ ꠇꠦꠐꠣꠉꠞꠤ [[Category:wp/syl]] ꠟꠣꠉꠣꠁꠟꠦ ꠢꠈꠟꠦ ꠚꠠꠔ ꠚꠣꠞꠛ Sylheti wiki-ꠔ ꠈꠄꠐꠣ ꠚꠣꠔꠣ ꠛꠘꠌꠦ⁕ ꠢꠤꠞꠤ ꠡꠥꠜꠦꠌ꠆ꠌꠣ ꠎꠣꠘꠣꠁꠟꠣꠝ ꠡꠥꠘꠖꠞ ꠡꠥꠘꠖꠞ ꠈꠣꠝꠞ ꠖꠣꠄ, ꠀꠡꠣ ꠈꠞꠤ ꠝꠣꠁꠞ ꠛꠥꠟꠤꠞ ꠟꠣꠉꠤ ꠅꠟꠣꠘ ꠡꠥꠘꠖꠞ ꠡꠥꠘꠖꠞ ꠈꠣꠝ ꠀꠝꠞꠣꠞꠦ ꠖꠤꠔꠦ ꠕꠣꠈꠛꠣ--এম আবু সাঈদ (talk) 13:46, 11 September 2020 (UTC)Reply

ꠀꠚꠘꠣꠞꠦ ꠗꠘ꠆ꠎꠛꠣꠖ ꠜꠣꠁ, ꠀꠚꠘꠦ ꠍꠤꠟꠐꠤ ꠝꠣꠔꠞ ꠟꠣꠉꠤ ꠅꠘꠦꠈ ꠈꠡ꠆ꠐ ꠈꠞꠞꠣ⁕ ꠀꠝꠤ ꠃꠁꠇꠤꠙꠤꠒꠤꠅꠣ ꠔ ꠈꠥꠛ ꠛꠦꠡꠤ ꠚꠥꠞꠣꠘꠣ ꠘꠣꠄ, ꠛꠦꠡꠤꠞꠜꠣꠉ ꠎꠤꠘꠤꠡ ꠃ ꠀꠝꠤ ꠎꠣꠘꠤ ꠘꠣ⁕ ꠀꠚꠘꠣꠞ ꠈꠣꠍꠦ ꠕꠣꠇꠤ ꠁꠔꠣ ꠛꠤꠡꠄ ꠡꠣꠢꠣꠎ꠆ꠎ ꠀꠡꠣ ꠈꠞꠞꠣꠝ⁕

ꠄꠈꠟꠣ ꠄꠈꠟꠣ ꠃꠁꠇꠤ ꠙꠦꠁꠎ ꠛꠣꠘꠣꠘꠤꠞ ꠈꠡ꠆ꠐ ꠀꠝꠣꠞ ꠌꠦꠅꠦ ꠀꠚꠘꠦ ꠜꠣꠟꠣ ꠛꠥꠎꠛꠣ⁕ ꠑꠤꠇ ꠇꠞꠤ ꠛꠣꠘꠣꠘꠤꠔ ꠉꠦꠟꠦ ꠚꠅꠟꠣ ꠛꠣꠋꠟꠣ ꠛꠣ ꠁꠋꠞꠦꠎꠤ ꠃꠁꠇꠤꠙꠤꠒꠤꠅꠣ ꠞ ꠀꠞꠐꠤꠇꠟ ꠚꠠꠣ ꠟꠣꠉꠦ, ꠔꠣꠞꠚꠞꠦ ꠄꠈꠘꠧ ꠀꠝꠤ ꠇꠤꠛꠧꠞ꠆ꠒ ꠡꠦꠜ ꠈꠞꠔꠣꠝ ꠚꠣꠞꠍꠤ ꠘꠣ⁕ ꠀꠞ ꠝꠧꠛꠣꠁꠟ ꠖꠤꠅꠣ ꠈꠞꠣ ꠀꠞꠅ ꠈꠡ꠆ꠐ⁕ ꠀꠞ ꠜꠣꠞꠍꠤꠐꠤꠞ ꠚꠠꠣꠟꠦꠈꠣꠞ ꠟꠣꠉꠤ ꠚꠥꠞꠣ ꠡꠝꠅ ꠅ ꠖꠤꠔꠣꠝ ꠚꠣꠞꠤꠅꠣꠞ ꠘꠣ⁕ Sylhetiwiki (talk) 10:20, 14 September 2020 (UTC)Reply

ꠜꠣꠁ, ꠍꠤꠟꠐꠤ ꠜꠣꠡꠣꠞ ꠃꠁꠇꠤꠙꠤꠒꠤꠅꠣ ꠄꠙ꠆ꠞꠥꠜ ꠅꠅꠅꠣꠞ ꠡꠞ꠆ꠔ ꠇꠤꠔꠣ ꠇꠤꠔꠣ?

ꠀꠝꠤ ꠍꠧꠐ ꠍꠧꠐ ꠙꠦꠁꠎ ꠛꠦꠡꠤ ꠛꠣꠘꠣꠁ ꠄꠞ ꠈꠣꠞꠘ ১. ꠅꠘ꠆ꠘ ꠎꠦꠍꠣꠅ ꠍꠣꠁꠟꠦ ꠛꠣꠖꠦ ꠁꠒꠤꠐ ꠈꠞꠤꠅꠣ ꠘꠔꠥꠘ ꠁꠘꠚꠞꠝꠦꠡꠘ ꠒꠥꠇꠣꠁꠔꠣ ꠚꠣꠞꠛꠣ⁕ ꠀꠝꠤ ꠘꠤꠎꠦꠅ ꠛꠣꠖꠦ ꠁꠒꠤꠐ ꠈꠞꠔꠣꠝ ꠚꠣꠞꠝꠥ⁕

২. ꠛꠦꠡꠤ ꠙꠦꠁꠎ ꠖꠦꠈꠟꠦ ꠎꠦꠍꠣꠞ ꠝꠘ ꠅꠁꠛ ꠇꠝꠤꠃꠘꠤꠐꠤ ꠐꠣ ꠄꠇ꠆ꠐꠤꠜ, ꠔꠃ ꠔꠣꠁꠘ ꠔꠣꠁꠘ ꠄꠇ꠆ꠐꠤꠜ ꠇꠝꠤꠃꠘꠤꠐꠤ ꠖꠦꠈꠤꠅꠣ ꠔꠣꠁꠘ꠆ꠔꠣꠁꠘ ꠅ ꠁꠒꠤꠐꠤꠋ ꠅ ꠟꠣꠉꠛꠣ⁕

৩. ꠀꠝꠣꠞ ꠚꠞꠤꠍꠤꠔ ꠈꠅꠎꠘ ꠞꠦ ꠍꠣꠁꠅꠣꠞ ꠍꠤꠟꠐꠤ ꠃꠁꠇꠤꠙꠤꠒꠤꠅꠣ ꠔ ꠄꠇ꠆ꠐꠤꠜ ꠈꠞꠣꠁꠔꠣꠝ, ꠎꠖꠤꠅ ꠛꠦꠡꠤꠞꠜꠣꠉ ꠞꠦ ꠞꠣꠎꠤ ꠈꠞꠣꠘꠤ ꠈꠡ꠆ꠐ ꠅꠁꠎꠣꠅ⁕ ꠍꠧꠐ ꠜꠣꠁ ꠄꠈꠐꠣꠞꠦ ꠈꠁꠍꠟꠣꠝ ꠢꠦ ꠞꠌꠘꠣ ꠟꠦꠈꠤꠅꠣ ꠖꠤꠟꠣꠁꠍꠦ⁕ ꠎꠦꠔꠣꠃ ꠅꠃꠇ ꠍꠤꠟꠐꠤ ꠃꠁꠇꠤꠙꠤꠒꠤꠅꠣ ꠅꠁꠉꠦꠟꠦ, ꠍꠤꠟꠐꠤ ꠝꠣꠔꠞ ꠚꠞꠤꠍꠤꠔꠤ ꠀꠞꠧ ꠡ꠆ꠐ꠆ꠞꠋ ꠅꠁꠛ⁕ ꠀꠚꠘꠣꠞ ꠇꠣꠍ ꠕꠣꠇꠤ ꠀꠞꠅ ꠙꠞꠣꠝꠞ꠆ꠡ ꠀꠡꠣ ꠈꠞꠞꠣꠝ Sylhetiwiki (talk) 10:28, 14 September 2020 (UTC)Reply

ꠡꠥꠇꠞꠤꠀ⁕ ꠈꠣꠝ ꠈꠞꠔꠦ ꠕꠣꠈꠇꠣ⁕ ꠀꠍꠔꠦ ꠀꠍꠔꠦ ꠚꠥꠞꠣꠘ ꠅꠁꠎꠤꠛꠣ ;)

ꠀꠚꠘꠦ ꠎꠦꠔꠣ ꠟꠁꠀ ꠟꠦꠈꠔꠣ, ꠀꠉꠦ ꠁꠋꠟꠤꠡ, ꠛꠣꠋꠟꠣ ꠘꠣꠄ ꠅꠡꠝꠤꠀ ꠃꠁꠇꠤꠔ ꠔꠥꠇꠣꠁꠛꠣ⁕ ꠛꠣꠖꠦ ꠢꠘ ꠔꠘꠦ ꠔꠞꠎꠝꠣ ꠈꠞꠤ ꠅꠘꠅ ꠛꠥꠀꠁꠛꠣ⁕ ꠀꠞ ꠎꠦꠍꠣ ꠚꠣꠔꠣ ꠎꠦꠍꠣꠄ ꠄꠒꠤꠐ ꠈꠞꠔ ꠚꠣꠞꠦ⁕ ꠀꠝꠣꠞ ꠟꠦꠈꠣꠔ ꠜꠥꠟ ꠅꠁꠟꠦ ꠀꠚꠘꠣꠞꠣ ꠐꠤꠇꠇꠞꠛꠣ, ꠀꠚꠘꠣꠞꠣ ꠅꠁꠟꠦ ꠀꠝꠤ ꠈꠞꠝꠥ⁕ ꠀꠞ ꠀꠚꠘꠦ ꠅꠚꠡꠞ ꠅꠁꠟꠦ ꠟꠦꠈꠛꠣ⁕

ꠍꠤꠟꠐꠤ ꠃꠁꠇꠤꠙꠤꠒꠤꠀꠞ ꠢꠈꠟ ꠞꠤꠇꠄꠀꠞꠝꠦꠘꠐꠍ ꠚꠣꠞ ꠅꠁꠉꠦꠍ⁕ ꠅꠘꠦ ꠈꠣꠟꠤ ꠀꠝꠞꠣꠞ ꠄꠇꠐꠤꠜ ꠁꠃꠎꠣꠞ ꠅꠁꠟꠦ ꠍꠤꠟꠐꠤ ꠃꠁꠇꠤ ꠄꠙ꠆ꠞꠥꠜ ꠅꠁꠎꠣꠄ, ꠎꠦꠞꠣ ꠛꠣꠞꠇꠦꠛꠣꠞꠇꠦ ꠖꠥꠄꠈ ꠝꠣꠡ ꠈꠣꠝ ꠈꠞꠛꠣ⁕--এম আবু সাঈদ (talk) 05:10, 15 September 2020 (UTC)Reply

ꠛꠣꠘꠣꠘ ꠐꠤꠇ꠆ꠇꠞꠣ

[edit source]

ꠀꠚꠘꠣꠞ ꠛꠣꠘꠣꠁꠟ ꠔꠥꠞꠣ ꠚꠣꠔꠣꠁꠘꠔꠅ ꠀꠝꠤ ꠛꠣꠘꠣꠘ ꠐꠤꠇ꠆ꠇꠞꠤ ꠖꠤꠍꠤ⁕ ꠄꠈꠎꠞꠣ ꠍꠣꠁꠟꠦ ꠛꠥꠏꠔꠣ ꠚꠣꠞꠛꠣ ꠇꠤꠟꠣꠘ ꠇꠤꠔꠣ⁕ ꠀꠞꠈꠐꠣ ꠎꠤꠘꠤꠡ, ꠀꠚꠘꠦ ꠚꠥꠛꠞ ꠘꠣꠉꠞꠤ ꠢꠞꠚꠞ য়- ꠟꠉꠦ ꠀꠈꠣꠞ (ꠣ), ꠄꠈꠣꠞ ( ꠦ) ꠟꠣꠉꠣꠁꠀ ꠟꠦꠈ꠆ꠞꠣ⁕ ꠄꠞ ꠇꠥꠘꠥ ꠖꠞꠈꠣꠞ ꠘꠣꠁ⁕ ꠛꠣꠋꠟꠣ ꠀꠞ ꠍꠤꠟꠐꠤ ꠀꠟꠉꠣ, ꠀꠟꠉꠣ ꠝꠣꠔ⁕ ꠄꠞꠖꠣꠄ, ꠍꠤꠟꠐꠤ ꠟꠦꠈꠣꠞꠛꠣꠟꠣ ꠎꠦꠟꠣꠘ ꠃꠌ꠆ꠌꠣꠞꠘ ꠈꠞꠂꠘ, ꠅꠟꠣꠘ ꠟꠦꠈꠛꠣ⁕

ꠎꠦꠟꠣꠘ- ꠘꠅꠣ ꠘꠣ ꠟꠦꠇꠤꠀ ꠘꠄꠀ ꠟꠦꠈꠛꠣ⁕ ꠈꠣꠅꠅꠣ ꠘꠣ ꠟꠦꠇꠤꠀ ꠈꠣꠅꠀ ꠟꠦꠈꠛꠣ⁕ ꠅꠟꠣꠘ ꠀꠞꠇꠤ⁕

ꠀꠞ ꠁ ꠍꠤꠘꠘꠞ ꠛꠦꠛꠀꠞ ꠍꠤꠟꠐꠤ ꠇꠤꠔꠣꠛ, ꠚꠥꠕꠤꠘꠔ ꠘꠣꠁ⁕ --এম আবু সাঈদ (talk) 16:39, 18 September 2020 (UTC)Reply

ꠀꠝꠤ android ꠅ Syloti Nagri Keyboard ꠅꠞ Bangla to Sylheti converter ꠖꠤ ꠟꠦꠇꠤ ꠛꠦꠡꠤꠞ ꠜꠣꠉ ꠡꠝꠄ, ꠁ ꠄꠙ "য়" ꠞꠦ "ꠅ" ꠔ ꠇꠘꠜꠣꠞ꠆ꠐ ꠈꠞꠤꠟꠣꠄ ꠅꠐꠝꠦꠐꠤꠇ, ꠈꠦꠀꠟ ꠅꠄ ꠘꠣ ꠅꠘꠦꠈ ꠡꠝꠄ ꠅꠃ ꠜꠥꠟ ꠅꠁꠎꠣꠄ। Sylhetiwiki (talk) 09:35, 19 September 2020 (UTC)Reply

ꠍꠤꠟꠐꠤ ꠘꠣꠉꠞꠤꠞ ꠁꠔꠤꠀꠡꠅ ꠁ ꠍꠤꠘ ꠁꠉꠥꠞ ꠇꠥꠘꠥ ꠎꠠ ꠘꠣꠁ⁕ ꠁꠃꠘꠤꠇꠃꠒꠅ ꠍꠤꠟꠐꠤ ꠘꠣꠉꠞꠤꠞ ꠢꠣꠞꠣꠘꠤꠞ ꠡꠝꠄ ꠟꠄꠒ ꠎꠣꠝꠣꠁ-ꠛꠃꠄ ꠖꠦꠛꠘꠣꠉꠞꠤ ꠔꠘꠦ ꠁ ꠍꠤꠘ ꠘꠤꠍꠟꠣ⁕ ꠇꠤꠘ꠆ꠔꠥꠇ ꠄꠛꠅ ꠔꠣꠞꠣ ꠇꠥꠘꠥ ꠎꠥꠇꠔꠤ ꠖꠤ ꠈꠁꠍꠁꠘ ꠘꠣ ꠈꠦꠘꠦ ꠔꠣꠁꠘꠔꠣꠁꠘ ꠁꠉꠥ ꠢꠣꠞꠣꠁꠍꠁꠘ⁕ ꠄꠞꠖꠣꠄ ꠁ ꠍꠤꠘ ꠟꠁꠀ ꠟꠤꠋꠉꠥꠁꠍꠐ ꠅꠈꠟꠞ ꠛꠃꠔ ꠝꠣꠔꠈꠔꠣ ꠅꠁꠍꠦ⁕ ꠅꠘꠦ ꠃꠁꠇꠤꠞ ꠟꠣꠈꠣꠘ ꠄꠉꠥ ꠇꠥꠟꠣ ꠉꠤꠀꠘꠇꠥꠐꠣ ꠁꠉꠥꠞ ꠍꠟ ꠈꠞꠣꠞ ꠚꠇ꠆ꠇꠦ ꠀꠝꠤ ꠘꠣꠄ⁕ ꠈꠣꠞꠘ, ꠈꠣꠁꠟ ꠀꠞꠦꠈꠎꠘꠦ ꠀꠞꠈꠐꠣ ꠍꠤꠘ꠆ꠘ ꠛꠣꠞ ꠈꠞꠟꠦ ꠀꠝꠞꠣꠞꠦ ꠢꠉꠥꠅ ꠛꠦꠛꠀꠞ ꠈꠞꠣ ꠟꠣꠉꠛ⁕ ꠔꠄ ꠀꠚꠘꠦ ꠁꠇꠐꠣ ꠍꠣꠟꠥ ꠈꠞꠔꠦ ꠍꠣꠁꠟꠦ, ꠀꠞ ꠘꠄꠀ ꠘꠄꠀ ꠀꠞꠅ ꠍꠤꠘ꠆ꠘꠁꠘ ꠔꠣꠁꠀꠞ ꠅꠁꠔꠦ ꠕꠣꠈꠟꠦ ꠃꠁꠇꠤꠔ ꠁꠔꠣꠞ ꠍꠟ ꠈꠞꠣꠞ ꠖꠣꠄ ꠛꠂꠐꠇ꠆ꠇꠣꠘꠣꠔ ꠝꠣꠔ ꠍꠣꠟꠣꠁꠀ ꠎꠣꠁꠔꠣ ꠚꠣꠞꠂꠘ⁕--এম আবু সাঈদ (talk) 14:53, 3 October 2020 (UTC)Reply

ꠡꠥꠇꠞꠤꠀ, ꠘꠔꠥꠘ ꠎꠤꠘꠤꠡ ꠎꠣꠘꠟꠣꠝ⁕ ꠎꠖꠤꠅ ꠀꠚꠘꠣꠞ ꠎꠥꠇ꠆ꠔꠤ ꠑꠤꠇ ꠀꠍꠦ, ꠅꠁꠟꠦ ꠀꠝꠤ ꠝꠘꠧ ꠈꠞꠤ ( ꠧ) ꠍꠤꠘ ꠛꠦꠛꠢꠣꠞ ꠈꠞꠣ ꠜꠣꠟꠣ, ꠔꠦ ꠀꠝꠞꠣ ꠢꠥꠘ ꠀꠞ ꠢꠥꠘꠧ, ꠝꠣꠔ ꠀꠞ ꠝꠣꠔꠧ, ꠅꠔꠣ ꠡꠛ꠆ꠖꠞ ꠛꠦꠡꠈꠝ ꠟꠦꠇꠤꠀ ꠛꠥꠏꠣꠁꠔꠦ ꠚꠣꠞꠝꠥ⁕ ꠀꠞ ꠔꠣꠞꠣ ꠎꠣꠝꠣꠁ ꠛꠃ ꠄ ꠛꠣꠇ꠆ꠇꠣ ꠛꠍꠞ ꠗꠞꠤ ꠍꠤꠟꠐꠤ ꠝꠣꠔ ꠟꠁꠀ ꠉꠛꠦꠡꠘꠣ ꠈꠞꠦꠞ, ꠔꠣꠞꠣꠞꠦ ꠍꠤꠟꠐꠤ ꠝꠣꠔꠞ ꠚꠘ꠆ꠒꠤꠔ ꠗꠞꠣ ꠎꠣꠄ, ꠀꠝꠣꠞ ꠟꠣꠈꠣꠘ ꠝꠣꠘꠡꠦ ꠝꠣꠔ ꠅ ꠘꠔꠥꠘ ꠇꠤꠌ꠆ꠌꠥ ꠒꠥꠇꠣꠘꠤ ꠀꠞ ꠔꠣꠞꠣ ꠒꠥꠇꠣꠘꠤꠞ ꠝꠣꠏꠦ ꠛꠦꠡꠈꠝ ꠀꠍꠦ⁕ ꠀꠞ ꠝꠣꠔ ꠡꠛꠡꠝꠄ ꠛꠖꠟꠣꠄ, ꠍꠤꠟꠐꠤ ꠝꠣꠔ ꠅꠇ ꠀꠞ ꠛꠣꠋꠟꠣ ꠝꠣꠔ ꠅꠇ ꠛꠣ ꠁꠋꠟꠤꠡ ꠝꠣꠔ, ꠄꠞꠟꠣꠉꠤ ꠀꠝꠞꠣꠞ ꠄꠈꠘꠇꠥꠞ ꠝꠣꠔꠞ ꠟꠉꠦ ꠝꠤꠟꠣꠁꠀ ꠚꠘ꠆ꠒꠤꠔ ꠅꠈꠟꠦ ꠎꠖꠤ ꠝꠘ ꠈꠞꠁꠘ ꠘꠄꠀ ꠇꠤꠌ꠆ꠌꠥ ꠒꠥꠇꠣꠘꠤ ꠟꠣꠉꠛ ꠛꠣ ꠛꠖꠟꠣꠘꠤ ꠟꠣꠉꠛ ꠔꠦ ꠛꠖꠟꠣꠘꠤ ꠐꠣꠃ ꠜꠣꠟꠣ⁕ ꠄꠞꠝꠣꠎꠦ ꠀꠝꠞꠣꠞ ꠍꠤꠟꠐꠤ ꠝꠣꠔ ꠀꠍꠔꠣ ꠖꠥꠘꠤꠀꠞ ꠝꠣꠏꠦ ꠀꠍꠣꠘꠈꠣ, ꠀꠝꠞꠣꠞ ꠈꠄꠈꠐꠣ ꠡꠛ꠆ꠖꠞ Tone ꠔꠤꠘꠐꠣ, ꠄꠈꠘ ꠁ ৩ ꠅ Tone ꠄꠈꠘ ꠎꠦ ꠢꠞꠚ ꠀꠞ ꠍꠤꠘ/ꠇꠣꠞ ꠀꠍꠦ ꠁꠔꠣꠖꠤ ꠟꠦꠈꠣ ꠡꠛꠡꠝꠄ ꠎꠣꠁꠔ ꠘꠣꠄ, ꠎꠦꠝꠘ: ꠚꠣꠑꠣ (Goat), ꠚꠣꠐꠣ (Torn) ꠀꠞ ꠚꠣꠐꠣ(Grindstone)⁕ ꠀꠝꠞꠣꠞ ꠁꠘꠧ ꠀꠞꠦꠈꠐꠣ ꠍꠤꠘ ꠟꠣꠉꠛ ꠎꠦꠈꠐꠣꠖꠤ Tone ꠅꠞ ꠛꠦꠡꠈꠝ ꠛꠥꠎꠣꠘꠤ ꠎꠣꠄ, ꠀꠞꠛꠤ ꠝꠣꠔꠧꠞ (ꠝꠣꠖ) ꠍꠤꠘꠞ ꠟꠣꠈꠣꠘ⁕ ꠅꠃ ꠀꠝꠤ ꠝꠘ ꠈꠞꠤ ꠀꠝꠞꠣꠞ ꠝꠣꠔꠧ ꠘꠄꠀ ꠇꠤꠌ꠆ꠌꠥ ꠒꠥꠇꠣꠁꠟꠦ ꠀꠞ ꠡꠛꠦ ꠎꠖꠤ ꠁꠇꠐꠣ ꠝꠣꠘꠤꠀ ꠘꠦ ꠔꠦ ꠀꠝꠞꠣꠞ ꠁꠇꠐꠣ ꠛꠦꠛꠢꠣꠞ ꠈꠞꠣ ꠃꠍꠤꠔ⁕ Sylhetiwiki (talk) 15:23, 3 October 2020 (UTC)Reply

ꠄꠈꠐꠣ ꠎꠤꠘꠤꠡ ꠄꠈꠐꠥ Correction ꠈꠞꠣ ꠟꠣꠉꠛ, ꠀꠝꠞꠣꠞ ꠍꠤꠟꠐꠤ ꠝꠣꠔꠧ ꠚꠣꠐꠣ ꠡꠛ꠆ꠖꠞ Tone ꠀꠞ Meaning ৪ ꠐꠣ, ꠁ ৪ ꠅ ꠚꠣꠐꠣꠞ ꠅꠞ꠆ꠕ ꠅꠁꠟ: Goat, Torn, Grindstone, Send.

Sylhetiwiki (talk) 15:30, 3 October 2020 (UTC)Reply

ꠢꠤꠞꠤ ꠀꠅꠀꠞ ꠟꠣꠉꠤ

[edit source]

ꠜꠣꠁꠍꠣꠛ, ꠢꠤꠞꠤ ꠀꠃꠇ꠆ꠇꠣ। ꠀꠚꠘꠣꠞꠦ ꠍꠤꠟꠐꠤ ꠃꠁꠇꠤꠙꠤꠒꠤꠀꠔ ꠖꠞꠈꠣꠞ নবাব (talk) 07:20, 20 May 2023 (UTC)Reply

ꠎꠤꠅꠄ ꠜꠣꠁ @Sylhetiwiki, ꠀꠚꠘꠦ ꠀꠅꠇꠣ। ꠀꠚꠘꠣꠞꠦ ꠇꠥꠛ ꠖꠞꠈꠣꠞ ꠀꠝꠞꠣꠞ ꠉꠥꠞꠧꠞ ꠟꠣꠉꠤ, ꠀꠝꠞꠣꠞ ꠜꠛꠤꠡ꠆ꠡꠔ ꠚꠎꠘꠝꠞ ꠟꠣꠉꠤ।~ AbuSayeed (talk) 02:33, 23 May 2023 (UTC)Reply

ꠀꠡꠣ ꠞꠂꠟ ꠃꠁꠇꠤꠙꠤꠒꠤꠀꠔ ꠅꠟꠣꠘ ꠛꠦꠡ ꠛꠦꠡ ꠇꠣꠝ ꠌꠣꠟꠣꠁꠀ ꠎꠣꠁꠛꠣ

[edit source]
ꠘꠣꠝ | Sylhetiwiki
ꠀꠝ꠆ꠞꠣꠞꠦ ꠀꠡꠣ ꠖꠦꠈꠣꠘꠤꠞ ꠟꠣꠉꠤ ꠀꠡꠣꠞ ꠖꠥꠀꠞ ꠙꠥꠞꠥꠡ꠆ꠇꠣꠞ ꠖꠦꠅꠀ ꠅꠁꠟꠧ
ꠁꠎꠣꠔ ꠙꠥꠞꠥꠡ꠆ꠇꠣꠞ ꠙꠣꠅꠞꠣꠁꠘ꠆ꠔꠞ ꠟꠤꠡ꠆ꠐꠤ

-- ꠢꠣꠍꠘ ꠞꠣꠎꠣ (talk) 03:49, 3 June 2023 (UTC)Reply