Wn/bn/সোলস এর প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত বড়ুয়া মৃত্যুবরণ করেছেন

From Wikimedia Incubator
< Wn‎ | bn
Wn > bn > সোলস এর প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত বড়ুয়া মৃত্যুবরণ করেছেন

দয়া করে "তারিখ" টেমপ্লেটে তারিখ প্রধান করুন।


বুধবার ভোর ৫টায় ফুসফুস ক্যান্সারের সাথে দীর্ঘদিনের লড়াইয়ে মৃত্যবরণ করেন সোলস এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত বড়ুয়া। তার বয়স ছিল ৬৫ বছর।

১৯৭২ সালে চট্টগ্রামের কয়েকজন গান অন্ত-প্রাণ তরুণ সাজিদ, জিলু, নেওয়াজ, সুব্রত বড়ুয়া রনি ও তাজুল মিলে গানের দল ‘সুরেলা’ গঠন করেন। ১৯৭৩ সালে সেই ব্যান্ডের নাম পরিবর্তন করে ‘সোলস’ রাখা হয়।

দীর্ঘ-যাত্রায় সোলস ব্যান্ড ও সুব্রত বড়ুয়া রনির সঙ্গী ছিলেন নকীব খান, পিলু খান, তপন চৌধুরী, নাসিম আলী খান, কুমার বিশ্বজিৎ ও আইয়ুব বাচ্চু। আর এখন আছেন পার্থ বড়ুয়া।


উৎস[edit | edit source]

  • "[ ]" —
  • "[ ]" —