Wn/bn/সিরিয়ার বিদ্রোহীদের সামরিক সাহায্য বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

From Wikimedia Incubator
< Wn‎ | bn
Wn > bn > সিরিয়ার বিদ্রোহীদের সামরিক সাহায্য বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
  এই নিবন্ধটি ২৩ এপ্রিল, ২০২৪ অনুযায়ী নিরীক্ষণ বা পর্যালোচনা করা হয়নি। এখানে প্রদর্শিত তথ্যগুলোর পুনঃমূল্যায়ন করুন। (আরও জানুনশোধন)

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩

আঙ্কারা দূতাবাসের এক কর্মকর্তা এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র সিরিয়ার উত্তরাঞ্চলের বিদ্রোহীদের দেয়া দীর্ঘদিনের সামরিক ও চিকিৎসা সহযোগিতা বন্ধ করে দিয়েছে। এ ঘোষণা এমন এক সময় করা হয়েছে যখন সিরিয়ার বিদ্রোহীদের নতুন জোট ফ্রি সিরিয়ান আর্মির কয়েকটি ঘাঁটি দখল করে নিয়েছে।

উল্লেখ্য, গত মাসে সিরিয়ায় সাতটি নেতৃস্থানীয় বিদ্রোহী দল আহরার আল-শাম, জয়েশ আল-শাম, শুকুর আল-শাম, লিওয়া আল-তাওহীদ, লিওয়া আল হাক, আনসার আল-শাম এবং ‘দ্য কুর্দিশ ইসলামিক ফ্রন্ট’ ৩৩ মাসের গৃহযুদ্ধে সবচেয়ে বড় জোট গড়ার ঘোষণা দেয়। এ জোটের যোদ্ধা সংখ্যা প্রায় ৪৫ হাজার। ‘স্বাধীন রাজনৈতিক, সামরিক এবং সামাজিক গোষ্ঠী’ মতধারার এ জোটের লক্ষ্য হলো বাশার সরকারকে অপসারণ করে নতুন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা।


উৎস[edit | edit source]

  • "US and UK suspend non-lethal aid for Syria rebels" — বিবিসি, ডিসেম্বর ১১, ২০১৩
  • Richard Spencer, Middle East Correspondent। "Britain and US suspend non-lethal aid to Syrian rebels" — টেলিগ্রাফ, ডিসেম্বর ১১, ২০১৩


শেয়ার করুন!

ইমেইল করুন এই খবরকে

ফেসবুকে শেয়ার করুন

টেলিগ্রামে শেয়ার করুন

লিঙ্কডইনে শেয়ার করুন

টুইটারে শেয়ার করুন

শেয়ার করুন!

ইমেইল করুন এই খবরকে

ফেসবুকে শেয়ার করুন

টেলিগ্রামে শেয়ার করুন

লিঙ্কডইনে শেয়ার করুন

টুইটারে শেয়ার করুন