Wn/bn/শান্তিতে নোবেল বিজয়ী লিউ জিয়াবোকে মুক্তি দিতে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের অনুরোধ
Appearance
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শান্তিতে নোবেল বিজয়ী চীনের মানবাধিকারকর্মী লিউ জিয়াবোকে কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য চীনের প্রতি অনুরোধ জানিয়েছেন। কেরি জিয়াবো ছাড়ায় তার স্ত্রী লিউ জিয়াকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য অহবান জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে বিষন্নতায় ভুগছেন।
২০০৯ সালে চীন সরকার গনতন্ত্রপন্থী এই মানবাধিকার কর্মীকে সরকারের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির চক্রান্তের অভিযোগ এনে ১১ বছরের কারাদন্ড প্রদান করা হয়। এর পরের বছরই ২০১০ সালে নোবেল শান্তি কমিটি তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করে। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন। চীন তাকে নোবেল পুরস্কার দেওয়ার তীব্র বিরোধীতা করেছিলো।
উৎস
[edit | edit source]- "Release Nobel Peace Prize winner Liu Xiaobo, John Kerry urges China" — scmp, ডিসেম্বর ১০, ২০১৩
- "US urges China to release Nobel Peace laureate Liu Xiaobo" — বিবিসি, ডিসেম্বর ১০, ২০১৩
- "US urges China to free Nobel laureate" — চ্যানেল নিউজ এশিয়া, ডিসেম্বর ১০, ২০১৩