Jump to content

Wn/bn/রামপালের কয়লাভিত্তিক প্রকল্প থেকে সরে আসতে সরকারের প্রতি বিএনপির আহবান

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > রামপালের কয়লাভিত্তিক প্রকল্প থেকে সরে আসতে সরকারের প্রতি বিএনপির আহবান

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশের সুন্দরবনের পাশে রামপাল উপজেলার কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ আরোও কিছু প্রকল্প যা পরিবেশের বিপর্যয় ঘটাতে পারে, এমন সব প্রকল্প থেকে ফিরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ আহ্বান জানিয়েছেন। গণতান্ত্রিক বাম মোর্চার রোড মার্চে পুলিশের হামলার নিন্দা জানিয়ে রিপন বলেন যে, রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবিতে বাম মোর্চার রোড মার্চে পরপর দু’দিন পুলিশ লাঠিপেটা করেছে। আমরা এ ঘটনায় সমবেদনা প্রকাশ ও নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, পৃথিবীর অন্যতম প্রাকৃতিক হেরিটেজ সুন্দরবনের সন্নিকটে কয়লভিত্তিক কোনপ্রকল্প গড়ে উঠুক, আমাদেরদলসহ অধিকাংশ রাজনৈতিক দল এবং পরিবেশবাদী সংগঠন এর বিরোধীতা করে আসছে। কেননা রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হলে সুন্দরবন বিপন্ন হয়ে যাবে। বিএনপি মুখপাত্র বলেন, সম্পূর্ণ জেদের বশে সরকার সুন্দরবনে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এগিয়ে নেয়ার গোঁ ধরে বসে আছেন এবং এর প্রতিবাদকারীদের দমন ও নিপীড়ণের মাধ্যমে স্তব্ধ করতে চাইছেন। এটা কেবল জনগণের কাছে জবাবদিহিতাহীন একটি স্বৈরশাসন ব্যবস্থায় সম্ভব। বিবৃতিতে রিপন পুনরায় রামপালে বিদ্যুৎ প্রকল্প নির্মাণের আগে স্বাধীন ও নিরপেক্ষ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে ‘এনভাইরনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’ করার দাবিও জানান।


উৎস

[edit | edit source]
  • "রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প না করার আহ্বান বিএনপির" — ১৮ অক্টোবর, ২০১৫ ২১:২৫:০৬,


শেয়ার করুন!

ইমেইল করুন এই খবরকে

ফেসবুকে শেয়ার করুন

টেলিগ্রামে শেয়ার করুন

লিঙ্কডইনে শেয়ার করুন

এক্সে শেয়ার করুন

শেয়ার করুন!

ইমেইল করুন এই খবরকে

ফেসবুকে শেয়ার করুন

টেলিগ্রামে শেয়ার করুন

লিঙ্কডইনে শেয়ার করুন

এক্সে শেয়ার করুন