Wn/bn/যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশী সেনা কর্মকর্তার মৃত্যু
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
সম্পর্কিত শিরোনামগুলো | |
---|---|
| |
অংশগ্রহণ | |
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের যৌথবাহিনীর পরিচালিত একটি অভিযানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন নামে এক সেনা কর্মকর্তার মৃত্যু ঘটে।
অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য চকরিয়া থানার পুলিশ ও স্থানীয় সেনা ক্যাম্পের সেনা সদস্যরা যৌথবাহিনী গঠন করে। ভোররাতে অভিযান চলাকালীন যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে যায় দুর্বৃত্তরা। ফলে দ্রুত পালিয়ে যেতে শুরু করে তারা। লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার তাদেরকে ধাওয়া করেন, এবং একজনকে ধরে ফেলেন। এরপর ধরা পড়া সন্ত্রাসটি নির্জনের গায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এমতাবস্থায় নির্জনকে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যাক্তিরা শোক প্রকাশ করেন।
উৎস
[edit | edit source]- "চকরিয়ায় অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ হারালেন সেনা কর্মকর্তা" — প্রথম আলো, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- "কক্সবাজারে অভিযানে সেনা কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা" — ভয়েস অব আমেরিকা, ২৪ সেপ্টেম্বর ২০২৪