Wn/bn/মগবাজারের মার্কেট ভবনে বিশাল বিস্ফোরণ, আহত অর্ধশতাধিক নিহত বেশ কজন
সোমবার, ২৮ জুন ২০২১
রবিবার রাতে সন্ধ্যা ৭টার দিকে মগবাজারে বেশকিছু ব্র্যান্ডের দোকানবিশিষ্ট দালানে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের প্রায় সাতটি দালান এবং অন্তত ২টি বাস ক্ষতিগ্রস্থ হয়েছে। আশপাশের পথচারী, যানবাহনের যাত্রী অনেকেই আহত হয়েছেন। আশপাশের প্রায় ডজন দালানের এবং আরও বাসের কাঁচ ভেঙে গেছে।
প্রাথমিকভাবে কোনো নাশকতার আশঙ্কা থাকায় পুলিশের 'বোম্ব ডিস্পোজাল ইউনিট'(বিস্ফোরণ নিষ্ক্রিয়করণ বিভাগ) সেখানে যায়। কিন্তু পরবর্তীতে জানা যায় বিস্ফোরণের সবচেয়ে সম্ভাব্য কারণ দালানটির নিচের তলার শর্মা দোকানের গ্যাস সিলিন্ডার। যদিও ঘটনাস্থল পরিদর্শন শেষে আইজিপি উল্লেখ করেন সেখানে মিথেনের গন্ধ আছে, তবে তিনি সম্ভবত গ্যাস সিলিন্ডারে গ্যাসের গন্ধ চিহ্নিত করার জন্য যে গ্যাস মিশানো হয় সেই গন্ধ পাওয়ার কথা বলেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক জানান বিস্ফোরণের কারণে ভবনটি সম্পূর্ণরূপে ব্যবহারের অনুপযোগী এবং মেরামত করেও ঠিক করা যাবে না।
আহতদের মধ্যে বেশ কয়েকজন শঙ্কাযুক্ত। নিহতদের মধ্যে শিশুও আছে। হাসপাতালে নেওয়ার পরে একজন শিশু ও একজন বয়স্ক নিহত হয়েছেন। এছাড়া জান্নাত(২৩) নামের একজন নারীও আহত অবস্থায় মারা যান।
পুলিশ, ফায়ার সার্ভিস ও অন্যান্য বাহিনী ঘটনাস্থলে এসেছিলো এবং ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
উৎস
[edit | edit source]- ট্রিবিউন ডেস্ক। "মগবাজার বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৭" — ঢাকা ট্রিবিউন, প্রকাশিত ১০:৫৪ রাত জুন ২৭, ২০২১
- ট্রিবিউন ডেস্ক। "মগবাজারের বিস্ফোরণের বিষয়ে আইজিপি: ভেতরে এখনো গ্যাসের গন্ধ রয়েছে" — ঢাকা ট্রিবিউন, প্রকাশিত ০৪:০৫ বিকেল জুন ২৮, ২০২১
- একুশে টেলিভিশন। "মগবাজারে ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহারের অনুপযোগী: ফায়ার সার্ভিস" — একুশে টেলিভিশন, ১৭:২০, ২৮ জুন ২০২১
- বিবিসি বাংলা। "মগবাজার বিস্ফোরণ: বারো ঘণ্টা পর ঘটনাস্থলের যে পরিস্থিতি" — বিবিসি বাংলা, ২৮ জুন ২০২১
- বাংলা ট্রিবিউন রিপোর্ট। "মগবাজার বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৭" — বাংলা ট্রিবিউন, ২৮ জুন ২০২১, ০০:২৪