Jump to content

Wn/bn/বার্ড ফ্লুয়ের নতুন ধরনে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যু

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > বার্ড ফ্লুয়ের নতুন ধরনে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যু

শুক্রবার, ৭ জুন ২০২৪

মেক্সিকোতে বার্ড ফ্লু ভাইরাসের এইচ৫এন২ ধরনে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিশ্বে কোনো মানুষের এইচ৫এন২ ধরনে আক্রান্ত হওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত ২৪ এপ্রিল ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। তার জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও বমি বমি ভাব হচ্ছিল।

ওই ব্যক্তির খামার কিংবা অন্য কোনো প্রাণীর সংস্পর্শে আসার কোনো ইতিহাস পাওয়া যায়নি। তিনি স্টেট অব মেক্সিকোর বাসিন্দা ছিলেন এবং তাকে মেক্সিকো সিটির হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ল্যাবে পরীক্ষা-নিরীক্ষার পর ২৩ মে মেক্সিকোর স্বাস্থ্য কর্তৃপক্ষ ডব্লিউএইচও-কে এ বিষয়ে অবহিত করে। ডব্লিউএইচও জানিয়েছে, ইনফ্লুয়েঞ্জা এ (এইচ৫এন২) ভাইরাসে মানুষের আক্রান্ত হওয়ার এটাই প্রথম ঘটনা, যা পরীক্ষাগারে নিশ্চিত করা হয়েছে।

তবে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার উৎস এখনও অজানা। যদিও মেক্সিকোতে খামারগুলোতে এইচ৫এন২-এর সংক্রমণ দেখা গেছে। গত মার্চে মিচোয়াকান রাজ্যের একটি পোল্ট্রি খামারে এইচ৫এন২ ভাইরাস শনাক্ত হয়। স্টেট অব মেক্সিকোতেও এর প্রকোপ ধরা পড়েছে।

মানুষের আক্রান্ত হওয়া এবং পোল্ট্রি সংক্রমণের ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, তা এ মুহূর্তে জানা যায়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে, এতে মানুষের ঝুঁকি কম।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তি দীর্ঘস্থায়ী কিডনি রোগ, টাইপ-২ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তার সংস্পর্শে আসা অন্য মানুষেরা সংক্রমিত হয়েছে কিনা তা জানার জন্য তাদের নমুনা পরীক্ষা করা হয় এবং ফলাফল নেগেটিভ আসে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তির বাড়ির আশপাশের খামারগুলোকে পর্যবেক্ষণে রেখেছে কর্তৃপক্ষ। ওই এলাকায় বন্য প্রাণীগুলো আক্রান্ত হচ্ছে কিনা, তা শনাক্ত করতে স্থায়ী নজরদারি ব্যবস্থাও প্রতিষ্ঠা করা হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে কয়েক সপ্তাহ ধরে বার্ড ফ্লুর এইচ৫এন১ ভাইরাসের ভিন্ন একটি ধরনে খামারের গরু আক্রান্ত হচ্ছে। এতে গুটিকয়েক মানুষের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।


উৎস

[edit | edit source]