Wn/bn/বাংলাদেশ-জিম্বাবুুয়ের সিরিজের বিজ্ঞাপনদাতা জুয়ার ওয়েবসাইট
মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
বাংলাদেশ ও জিম্বাবুয়ের এক টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি-টুয়েন্টির সিরিজ ৭জুলাই-২৫জুলাই পর্যন্ত চলব। এর একটি বিজ্ঞাপনদাতা হয়েছে baji77.net বা bajisports.live নামক একটি ওয়েবসাইট। সাইটটি বাংলাদেশ ও ভারত কেন্দ্রিক অনলাইন জুয়ার সাইট। ক্রিকেট নিয়ে ও ম্যাচ ফলাফল নিয়ে কিছু নিবন্ধ যদিও তাদের ওয়েবসাইট আছে, তবে সাইটে ঢুকলেই শুরুতে তারা জুয়ার বিজ্ঞাপন দেয়। উল্লেখ্য বাজি, জুয়ার সমার্থক শব্দ।
ভারতে রাজ্যনির্ভর জুয়ার আইন পাল্টায়। পশ্চিমবঙ্গে জুয়া আইনগতভাবে অনুমোদিত, যদিও বেআইনিভাবে করলে কড়া জরিমানা আছে। বাংলাদেশের সংবিধানে জুয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলে পরিগণিত। তবে জুয়ার আইন ব্রিটিশ আমলের জুয়া আইন, ১৮৬৭ এবং ঢাকা ও চট্টগ্রাম পুলিশের অর্ডিনেন্স অনুযায়ী মাত্র ১০০ থেকে ১০০০ টাকার জরিমানা সম্ভব।
উদ্দীষ্ট ওয়েবসাইটটি ভারতের মহারাষ্ট্র থেকে পরিচালিত এবং বাংলাদেশ থেকে ব্রাউজারে দেখলে বাংলাদেশি টাকায় বাজি ধরার নির্বাচন(অপশন) চালু করে দেয়।
২০১৯ সালের দিকে বিভিন্ন ক্লাব ও জুয়া কেন্দ্র বিশেষ অভিযানে বন্ধ করে দেয়া হয়। কয়েক সপ্তাহ আগে আরেকটি ঘটনায় বিভিন্ন ক্লাব বন্ধ করা নিয়ে সংসদে বিতর্ক হয়। মেট্রোপলিটন এলাকায় জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব স্থানীয় মেট্রোপলিটন পুলিশের।
বিটিআরসি বিভিন্ন সময়ে বিভিন্ন জুয়ার অনলাইন সাইট ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে বন্ধ করলেও, অনলাইনের কারোর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়নি।
উৎস
[edit | edit source]- মিজানুর রহমান। "HC declares gambling illegal across Bangladesh" — ঢাকা ট্রিবিউন, ১০ ফেব্রুয়ারি ২০২০। (ইংরেজি)
- জাতীয় সংসদ। "The Public Gambling Act, 1867" — গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ২১ জুলাই ২০১৯। (ইংরেজি)
- জাতীয় সংসদ। "THE CHITTAGONG METROPOLITAN POLICE ORDINANCE, 1978" — গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ১৮ নভেম্বর ২০২০। (ইংরেজি)
- আইন ডেস্ক। "What do our laws say about gambling?" — দ্য ডেইলি স্টার, ২৪ সেপ্টেম্বর ২০১৯। (ইংরেজি)