Jump to content

Wn/bn/বাংলাদেশের কক্সবাজারে পাহাড় ধসে পৃথকভাবে মোট ৬ জনের মৃত্যু

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > বাংলাদেশের কক্সবাজারে পাহাড় ধসে পৃথকভাবে মোট ৬ জনের মৃত্যু

শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

বিপর্যয় এবং দুর্ঘটনা
বিপর্যয় এবং দুর্ঘটনা
সম্পর্কিত শিরোনামগুলো
অংশগ্রহণ
ভূমিকা  •  সংবাদকক্ষ  •  নিবন্ধ সৃষ্টিকরণ

বাংলাদেশের কক্সবাজারে টানা বৃষ্টিপাতের কারণে দুই জায়গায় তথা উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ও সদরের ঝিলংজায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে উভয় ঘটনায় তিনজন করে মৃত্যু হয়েছে।

শুক্রবার (বৃহস্পতিবার দিবাগত রাত) কক্সবাজার সদরের ঝিলংজার ২নং ওয়ার্ডের দক্ষিণ ডিককুলে এলাকায় মধ্যরাতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে করে একই পরিবারের মা ও দুই মেয়েসহ তিনজনের মৃত্যু হয়। নিহতদের নাম যথাক্রমে আখি মনি (মা) এবং দুই শিশুকন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম। বিপর্যয়ের শিকার আখি মনির স্বামী মিজানুর রহমানও ধসের মাটিতে চাপা পড়েছিল। ধসের শব্দ শুনে এলাকাবাসী মিজানুর রহমানকে জীবিত উদ্ধার করতে পারলেও তার স্ত্রী ও দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করতে দমকল বাহিনীর সাহায্য নেওয়া হয়।

এরপর একইদিন তারিখে সকালে উখিয়া হাকিমপাড়ায় ১৪ নং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে তিনজনের মৃত্যু হয়। মৃত তিন রোহিঙ্গা ব্যক্তির নাম যথাক্রমে আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াহেদ। তিনজনই ১৪ নং শরনার্থী ক্যাম্পের ই-২ ব্লকের কবির আহমেদের ছেলে।



উৎস

[edit | edit source]