Wn/bn/বঙ্গবন্ধু গোল্ড কাপ ২০২০–শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখল ফিলিস্তিন

রবিবার, ২৬ জানুয়ারি ২০২০
বাফুফে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপের এবারের আসরে চ্যাম্পিয়ন হল ফিলিস্তিন। শনিবার (২৫ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বুরুন্ডিকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির শিরোপা জিতল দেশটি।
খেলা মাত্র শুরুর ৩ মিনিটের মাথায় ফিলিস্তিন দলের প্রথম গোলটি আসে ফরোয়ার্ড খালেদ সালেমের পা থেকে। এরপর ১১ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেনসামেহ মারাবা। তারপর ২৫ তম মিনিটে দারুণ এক গোল করে জয়কে প্রায় হাতের মুঠোয় নিয়ে আসেন লেইথ খারউব। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ৫৮ মিনিটে ডিফেন্ডার ডিকুয়ামানার গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি বুরুন্ডি।
এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে এবং সেমিফাইনালে সেশেলসকে ১-০ তে হারিয়ে ফাইনালে ওঠে ফিলিস্তিন। অন্যদিকে, মরিশাসকে ৪-১ এবং সিশেলসকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে যায় বুরুন্ডি।
ম্যাচ শেষে ফিলিস্তিন দলকে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ টুর্নামেন্টে টানা ২টি শিরোপার এটিই প্রথম রেকর্ড।
উৎস[edit | edit source]
- "বঙ্গবন্ধু গোল্ডকাপে ফিলিস্তিন চ্যাম্পিয়ন" — দৈনিক যুগান্তর, ২৫ জানুয়ারি ২০২০
- "Palestine retain title in style" — ডেইলি স্টার, ২৬ জানুয়ারি ২০২০