Wn/bn/ফজলুল্লাহ পাকিস্তানের নতুন তালেবান প্রধান

From Wikimedia Incubator
< Wn‎ | bn
Wn > bn > ফজলুল্লাহ পাকিস্তানের নতুন তালেবান প্রধান

বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৩

পাকিস্তানের তালেবানরা ৭ই নভেম্বর ২০১৩ সালে এক বিবৃতিতে বলে মোল্লা ফজল্লুলাহকে তারা তাদের নতুন নেতা মনোনীত করেছেন। এর এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন হামলায় তাদের সাবেক প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হন।

ফজলুল্লাহ ২০১২ সালের পাকিস্তানের স্কুল শিক্ষার্থী মালালা ইউসুফজাইয়ের উপর হামলার প্রধান নির্দেশকারী হিসেবে অভিযুক্ত ও শান্তি আলোচনার প্রধান বিরোধীতাকারী হিসেবে পরিচিত।

এদিকে পাকিস্তান সরকার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের এই ড্রোন হামলা এই অঞ্চলের দীর্ঘদিনের শান্তি আলোচনার পথে আরও একবার বাধা হয়ে দাড়ালো। ড্রোন হামলার পূর্বেই এই জঙ্গি গোষ্ঠীর সাথে পাকিস্তানের শান্তি আলোচনা চলছিল। পাকিস্তানের মন্ত্রী চৌধুরী নাসির আলী বলেছেন, মেহসুদকে হত্যা মানে কোন ব্যক্তিকে হত্যা নয় বরং একটি শান্তি আলোচনার প্রচেষ্ঠাকেও বিনষ্ঠ করে দেওয়া।

ফজলুল্লাহ ২০০৭ থেকে ২০০৯ সালের দূর্যোগের দিনগুলোতে পাকিস্তানের সোয়াত উপত্যকায় নেতৃত্ত্ব দিয়েছেন। পাকিস্তানের কর্তৃপক্ষ মনে করে, বর্তমানে ফজলুল্লাহ আফগানিস্তানের কুনার প্রদেশে বসবাস করছেন।



উৎস[edit | edit source]