Jump to content

Wn/bn/পোপ ফ্রান্সিস টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব ২০১৩

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > পোপ ফ্রান্সিস টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব ২০১৩

বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩

বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন পোপ ফ্রান্সিকে বর্ষসেরা ব্যক্তিত্ব ২০১৩ হিসেবে ঘোষণা করেছেন। টাইম সাময়িকীর এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাবেক সদস্য এডওয়ার্ড স্নোডেন। রোমান ক্যাথলিক চার্চের পোপ ফ্রান্সিস নয় মাস পূর্বে দায়িত্ব গ্রহণ করেন। এর পূর্বে টাইম ১৯৬৩ ও ১৯৯৪ সালে আরও দুজন পোপকে তাদের বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় স্থান দিয়েছিল।

টাইমের পক্ষ থেকে বলা হয়, নিরহংকারী ও উদার মানসিকতার পোপ মানুষের কাছে প্রগতিশীলতার বার্তা ছড়িয়ে দিয়েছেন। এছাড়াও তিনি বছর জুড়েই বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়ে ছিলেন আলোচনার শীর্ষে। পোপ ফ্রান্সিস আর্জেন্টিনার নাগরিক ও তার আসল নাম জর্জ মারিও বেরগোলিও। তিনি অন্যান্য পোপদের মতো বিলাসবহুল জীবন-যাপন পছন্দ করেন না এবং চার্চের ক্ষমতা বিকেন্দ্রীকরণসহ বেশ কয়েকটি সংস্কার পরিকল্পনা করেন।


উৎস

[edit | edit source]
  • Howard Chua-Eoan and Elizabeth Dias। "Pope Francis, The People’s Pope" — টাইম (সাময়িকী), ডিসেম্বর ১১, ২০১৩
  • CNN Staff। "Pope Francis named Time Person of the Year 2013" — সিএনএন, ডিসেম্বর ১১, ২০১৩


শেয়ার করুন!

ইমেইল করুন এই খবরকে

ফেসবুকে শেয়ার করুন

টেলিগ্রামে শেয়ার করুন

লিঙ্কডইনে শেয়ার করুন

এক্সে শেয়ার করুন

শেয়ার করুন!

ইমেইল করুন এই খবরকে

ফেসবুকে শেয়ার করুন

টেলিগ্রামে শেয়ার করুন

লিঙ্কডইনে শেয়ার করুন

এক্সে শেয়ার করুন