Wn/bn/চীনের শেনঝেন প্রদেশের একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু
Appearance
এই নিবন্ধটি প্রকাশ করার জন্য হয়তো প্রস্তুত নয়। নিম্নলিখিত জিনিসগুলি করা প্রয়োজন: |
এই নিবন্ধটি প্রকাশ করার জন্য হয়তো প্রস্তুত নয়। নিম্নলিখিত জিনিসগুলি করা প্রয়োজন: |
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩
চীনের শেনঝেন প্রদেশের একটি ফলের মার্কেটে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। ১১ ডিসেম্বর মধ্যরাতে শেনঝেনের গংমিং এলাকার রংজিয়ান ফার্মার্স বাজারে আগুন লাগে এতে আরও তিনজন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনে। উদ্ধার আভিযান ১২ ই ডিসেম্বর সকল পর্যন্ত চলবে বলে পুলিশ জানিয়েছে।
উৎস
[edit | edit source]- "Market fire in China's Shenzhen kills 16" — বিবিসি, ডিসেম্বর ১১, ২০১৩