Jump to content

Wn/bn/চন্দ্রযান-৩ অভিযানের বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভারের সাথে সংযোগ বিচ্ছিন্ন

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > চন্দ্রযান-৩ অভিযানের বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভারের সাথে সংযোগ বিচ্ছিন্ন

রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

প্রজ্ঞান রোভার মডিউলের ক্যামেরা দ্বারা ধারণকৃত বিক্রম ল্যান্ডার মডিউলের ছবি

চন্দ্রযান-৩ অভিযানের মডিউল বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভার চাঁদের রাত্রিতে সুপ্ত অবস্থায় ঘুমিয়ে থাকাকালীন শুক্রবারে জেগে উঠার কথা থাকলেও এখনও কোনো সংকেত পাওয়া যাচ্ছেনা।

মহাকাশ
মহাকাশ
এই চিত্রটি পরিবর্তনশীল — রিফ্রেশ করুন!
সম্পর্কিত শিরোনামগুলো
অংশগ্রহণ
ভূমিকা  •  সংবাদকক্ষ  •  নিবন্ধ সৃষ্টিকরণ

গত ২৩ আগস্ট সন্ধ্যা ৬ টা ২ মিনিট আইএসটি (১২:৩২ ইউটিসি) ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) চন্দ্রযান-৩ অভিযানে বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভার সফলভাবে চাঁদে অবতরণ করে

অবতরণের পর সেখান থেকে উপাত্ত সংগ্রহ করতে দুই সপ্তাহ অতিবাহিত করেছিল। এরপর তাদের চাঁদের রাত্রিতো সুপ্ত অবস্থায় (স্লিপিং মোড) ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। ইসরো আশা করেছিল যখন চাঁদে সূর্য পুনঃউদিত হবে অর্থাৎ শুক্রবার (২২ সেপ্টেম্বর) মডিউলগুলো জাগিয়ে তোলা হবে এবং এর মধ্যে ব্যাটারিগুলোও রিচার্জ হবে। কিন্তু শুক্রবারে ইসরো এক্স (পূর্বে টুইটার)-এ টুইট করেছে যে বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভার থেকে কোনো সংকেত পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞানীরা আশঙ্কা করেছিল যে চাঁদে একবার রাত হয়ে গেলে তাপমাত্রা নিচে নেমে যাবে। তখন প্রচণ্ড ঠাণ্ডায় বিকল হয়ে যেতে পারে বিক্রম এবং প্রজ্ঞান মডিউলের যন্ত্রাংশ।


উৎস

[edit | edit source]