Wn/bn/একে-৪৭ এর উদ্ভাবক মিখাইল কালাশনিকভের জীবনাবসান

![]() | এই নিবন্ধটির শৈলী তথা রচনাগত উন্নতিকরনের প্রয়োজন রয়েছে। শৈলী নির্দেশিকা নীতি অনুসারে উইকিসংবাদে প্রতিটি নিবন্ধগুলো একটি খবরের মতোন, নির্ভুল ব্যাকরণের দ্বারা এবং নিরপেক্ষভাবে লেখা হয়ে থাকে। উইকিসংবাদ বিশ্বকোষীয় বিষয়বস্তু, সম্পাদকীয়, ব্লগ-স্টাইল ভুক্তি, বা বিজ্ঞাপন প্রকাশ করে না। এই নিবন্ধটি যথাযথ সংশোধনে সাহায্য করুন। |
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩

সারা বিশ্বেই বহুল ব্যবহৃত অস্ত্র একে-৪৭ এর আবিষ্কারক মিখাইল কালাশনিকভ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। ২৩শে ডিসেম্বর ২০১৩ সালে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর প্রচার করা হয়।
উল্লেখ্য, ১৯৪৭ সালে তিনি একে-৪৭ তৈরি করেন। এরপর থেকেই এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে এবং বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত একটি অস্ত্র।
উৎস[edit | edit source]
- "কালাশনিকভ রাইফেলের উদ্ভাবক মারা গেছেন" — বিবিসি বাংলা, ডিসেম্বর ২৩, ২০১৩
- "মারা গেলেন কালাশনিকভ" — আনন্দবাজার পত্রিকা, ডিসেম্বর ২৩, ২০১৩