Wn/bn/উইকিপিডিয়ানদের বাৎসরিক সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত

From Wikimedia Incubator
< Wn‎ | bn
Wn > bn > উইকিপিডিয়ানদের বাৎসরিক সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত
  এই নিবন্ধটি ১৯ মার্চ, ২০২৪ অনুযায়ী নিরীক্ষণ বা পর্যালোচনা করা হয়নি। এখানে প্রদর্শিত তথ্যগুলোর পুনঃমূল্যায়ন করুন। (আরও জানুনশোধন)

শুক্রবার, ১২ আগস্ট ২০২২

উইকিম্যানিয়া বাংলাদেশ পর্ব ২০২২ ঢাকায় সম্পন্ন হয়েছে। শুক্রবার রাজধানী ঢাকার মহাখালীতে অবস্থিত ব্র্যাক সেন্টারে উইকিপিডিয়ানদের এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উইকিম্যানিয়া সমগ্র পৃথিবীর উইকিপিডিয়ানদের অংশগ্রহণে অনুষ্ঠিত সর্ববৃহৎ বাৎসরিক সম্মেলন। করোনা মহামারির কারণে আঞ্চলিকভাবে সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যে এটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ৯টা থেকে ব্র্যাক সেন্টারের অডিটোরিয়ামে শুরু হয় সম্মেলন এবং সন্ধ্যা সাড়ে ৬টায় এটি শেষ হয়। উইকিমিডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়ার উইকিপিডিয়ানরা অংশ নিতে আসেন।

এই সম্মেলনে উইকিমিডিয়া প্রকল্পের অন্তর্ভুক্ত প্রকল্প সম্পর্কে সামাজিক এবং প্রযুক্তিগত দিক উপস্থাপন ও আলোচনা করা হয়।

সভাপতি শাবাব মুস্তাফার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে এই পর্বের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর উইকিপিডিয়ানরা আলোচনা শুরু করেন। বাংলাদেশি উইকিপিডিয়ান নাহিদ সুলতান ‘উইকিমিডিয়া অবদানকারীদের ব্যক্তিগত তথ্য ও নিরাপত্তা এবং উইকিমিডিয়া আন্দোলনের কৌশল: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ সম্পর্কে আলোচনা করেন। ভারতীয় উইকিপিডিয়ান প্রভিন দাস ‘আঞ্চলিকভাবে উইকিমিডিয়া আন্দোলনে সম্ভাব্য অংশীদারদের সঙ্গে সংযোগ’ সম্পর্কে বক্তব্য রাখেন। সাঁওতাল উইকিপিডিয়ান মানিক সরেন ‘সাঁওতালি উইকিপিডিয়ার যাত্রা, সঙ্কট ও সম্ভাবনা’ সম্পর্কে কথা বলেন। অংকন ঘোষ দস্তিদার ‘চিন্তার পক্ষপাতিত্ব: কীভাবে উইকিমিডিয়ান হিসেবে আমরা সচেতন থাকতে পারি’ বিষয়ে বক্তব্য রাখেন।

পর্বের দ্বিতীয় অধিবেশনে অনেক বিষয় নিয়ে কয়েকজন উইকিপিডিয়ান সংক্ষিপ্ত আলোচনা করেন। শাকিল হোসেন ‘সহপ্রকল্পগুলোর অগ্রগতি’ সম্পর্কে আলোচনা করেন। এম রাফিউল বাহার রাফি ‘এনডিইসি উইকিপিডিয়া এডিটোরিয়াল অ্যান্ড রিসার্চ টিম’ ও মাসুম-আল-হাসান ‘আঞ্চলিক সম্প্রদায়সমূহের কার্যক্রম’ সম্পর্কে কথা বলেন। ড. মো. মাহমুদুল আলম ‘উইকিপিডিয়া ও বাংলা নিবন্ধের মান বৃদ্ধি’ সম্পর্কে আলোচনা করেন। শাবাব মুস্তাফা ‘অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা - সাফল্য, সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ এবং দোলন প্রভা ‘বাংলা উইকিতে জেন্ডারগ্যাপ’ সম্পর্কে আলোচনা করেন। তিনি বাংলা উইকিপিডিয়াতে নারীদের সমস্যা এবং তাদের সংখ্যা বৃদ্ধি করার পদ্ধতি এবং নারীদের যুক্ত করবার জন্য যৌথ কাজের পরিকল্পনা নিয়ে কথা বলেন।


বিকেলে পর্বের তৃতীয় অধিবেশন শুরু হয়। ‘বাংলা উইকিপিডিয়ায় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা, বাস্তবায়নে প্রতিবন্ধকতা এবং উত্তরণে করণীয়’ বিষয়ে দলভিত্তিক আলোচনা করেন উইকিপিডিয়ানরা। এই আলোচনায় দলে দলে বিভক্ত হয়ে আলোচনায় অংশগ্রহণ করেন নাহিদ সুলতান, অনুপ সাদি এবং সুব্রত রায়সহ অন্যান্য উইকিপিডিয়ান। উক্ত আলোচনায় অনুপ সাদি জাতিগত, ধর্মীয়, সংখ্যাগরিষ্ঠতা, সাংস্কৃতিক ও রাজনৈতিক দিক থেকে বাংলা উইকিপিডিয়াকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে গড়ে তোলার জন্য একটি দল তৈরি করার প্রস্তাব রাখেন এবং উইকিপিডিয়ার নিরপেক্ষতা নীতি অনুসরণের মাধ্যমে সমতাভিত্তিক নিরপেক্ষ নিবন্ধ তৈরিতে মনোযোগী হওয়ার জন্য উইকিপিডিয়ানদের অনুরোধ করেন।


উৎস[edit | edit source]

  • ঢাকায় অনুষ্ঠিত হলো উইকিপিডিয়ানদের বাৎসরিক সম্মেলন - ঢাকা পোস্ট


শেয়ার করুন!

ইমেইল করুন এই খবরকে

ফেসবুকে শেয়ার করুন

টেলিগ্রামে শেয়ার করুন

লিঙ্কডইনে শেয়ার করুন

টুইটারে শেয়ার করুন

শেয়ার করুন!

ইমেইল করুন এই খবরকে

ফেসবুকে শেয়ার করুন

টেলিগ্রামে শেয়ার করুন

লিঙ্কডইনে শেয়ার করুন

টুইটারে শেয়ার করুন