Jump to content

Help:নিবন্ধ তৈরী/২.১.১

From Wikimedia Incubator
সংবাদ তৈরী: স্ব-প্রকাশনা

আপনার তৈরী করা নিবন্ধটি সরাসরি "প্রকাশিত" হিসেবে বিবেচিত হবে, একটি খসড়া হিসেবে নয়।

কিছু পরামর্শ

  • নিচে আপনার নিবন্ধের শিরোনাম প্রদান করুন এবং "নিবন্ধ তৈরী করুন" বোতামে ক্লিক করুন; আপনার সামনে একটি নতুন পৃষ্ঠা খুলবে, সেখানে আপনার খবরটি লিখুন, উৎস প্রদান করুন এবং পাতাটি প্রকাশ করুন, তবে অনুগ্রহ করে অন্যান্য টেমপ্লেট গুলো সরাবেন না।
  • শিরোনাম: উইকিসংবাদে সাধারনত দেশের নাম কিংবা বিষয়ের নামটি দিয়ে সংবাদের শিরোনাম তৈরী করবার প্রথা রয়েছে, যা একটি আদর্শ ক্ষেত্রে পালন করা উচিত। উদাহরণ: "বাংলাদেশের কুমিল্লা জেলা থেকে একটি খবর" অথবা "ভারত: গুজরাটের একটি ঘটনা" অথবা "সিনেমা: ডেনিস দে লা প্যাটেলিয়েরের মৃত্যু"


আপনার উইকিসংবাদের যাত্রা শুভ হোক!