Jump to content

Help:নিবন্ধ তৈরী

From Wikimedia Incubator
উইকিসংবাদ নিবন্ধ তৈরী সহায়ক
 স্বাগতম!

উইকিসংবাদে অবদান রাখার জন্য আপনার আগ্রহের প্রতি কৃতজ্ঞতা!

উইকিসংবাদে একটি নিবন্ধ তৈরি করা খুবই সহজ। প্রথমে আপনার সংবাদ প্রতিবেদনটি লিখুন; অন্তত দুটি উৎস প্রদান করুন; এবং শেষে {{নিরীক্ষা}} টেমপ্লেট যুক্ত করে সেটি নিরীক্ষণের জন্য জমা দিন।

এই বিষয়গুলো মনে রাখুন:

  • খবরের বিষয়টি নতুন হতে হবে। সাত থেকে দশ দিনের পুরোনো কোনো ঘটনা সময়োপযোগী নয়।
  • নিবন্ধে অন্য কোনো ওয়েবসাইট থেকে পাঠ্য কপি করবেন না; এটি আপনার নিজের ভাষায় লিখুন।
  • নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখুন। সব পক্ষের মতামত তুলে ধরুন।
  • যাচাইয়ের জন্য অন্তত দুটি উৎস প্রদান করুন।