Jump to content

Help:নিবন্ধ তৈরী/১.১

From Wikimedia Incubator
উইকিসংবাদ নিবন্ধ তৈরী সহায়ক
 নিবন্ধের ধরণ

আপনি যে ধরনের নিবন্ধ তৈরি করতে চান তা বেছে নিন

বিশ্লেষণ নিবন্ধ

এই নিবন্ধগুলো বিভিন্ন মূলধারার মিডিয়া প্রতিবেদন এবং খবরের উৎস থেকে উদ্ধৃতি বা সংশ্লেষ করে তৈরি করা হয়। এসব উৎসের ভিত্তিতে স্বাধীন এবং ব্যক্তিগত মতামতবিহীন নিবন্ধ তৈরি করার চেষ্টা করা হয়, যেখানে উৎসগুলো নিবন্ধটির যাচাইযোগ্যতার প্রমাণ প্রদান করে।

মৌলিক প্রতিবেদন

এগুলো আপনার স্বচক্ষে দেখা কোনো ঘটনার ভিত্তিতে তৈরি নিবন্ধ। অর্থাৎ, কোনো ঘটনা চলাকালীন আপনি সেখানে উপস্থিত থাকলে আপনার নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে নিবন্ধ তৈরি করা হয়। এ ক্ষেত্রে আপনি নিজেই খবরের লেখক এবং উৎস হিসেবে কাজ করেন। উদাহরণ: কোনো আন্দোলনে উপস্থিত থাকা, কোনো নেতার বক্তৃতার সময় উপস্থিত থাকা, স্থানীয় মেলা, উৎসব, বা খেলার ম্যাচের সময়কার অভিজ্ঞতা।