Jump to content

Wy/syl/ꠎꠣꠚꠟꠋ

From Wikimedia Incubator
< Wy‎ | syl
Wy > syl > ꠎꠣꠚꠟꠋ

ꠁꠈꠣꠘꠧ (ꠜꠣꠡꠣꠛꠖꠟ) ꠇꠞꠤ ꠀꠘꠣ ꠅꠁꠔ ꠙꠣꠞꠦ ꠄꠞ꠆ꠖꠣꠄ ꠁ ꠙꠣꠔꠣ ꠀꠞꠅ ꠅꠘꠥꠛꠣꠖ ꠇꠞꠤ ꠖꠤꠔꠣ ꠙꠣꠞꠂꠘ

Map
CountryBangladesh ꠟꠦꠈ
Coordinate location25°9′48″N 92°1′3″E ꠟꠦꠈ

Template:Wy/syl/পাতার ব্যানার জাফলং সিলেট জেলার দর্শনীয় স্থান যা গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে অবস্থিত। সিলেট থেকে জাফলং এর দুরত্ব মাত্র ৬২ কিলোমিটার। পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। ঋতুভেদে জাফলং একেক রকম রুপ প্রকাশ করে।

যাতায়াত

[edit | edit source]

জাফলং যেতে হলে প্রথমে আসতে হবে চায়ের দেশ সিলেটে। দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন মাধ্যমে সিলেট আসা যায়। বাস, ট্রেন কিংবা আকাশপথে যে কোন উপায়েই সিলেট আসতে পারবেন।

ঢাকা থেকে সিলেট

[edit | edit source]

ঢাকা থেকে সিলেটগামী যে কোন বাসে সিলেট আসা যাবে। ঢাকার ফকিরাপুল, গাবতলী, সায়েদাবাদ, মহাখালি ও আবদুল্লাপুর বাস টার্মিনাল থেকে সিলেটের বাস ছেড়ে যায়৷ গ্রীন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলি ও এনা পরিবহনের এসি বাস যাতায়াত করে। এছাড়াও ঢাকা থেকে সিলেট যেতে শ্যামলী, হানিফ, ইউনিক, এনা পরিবহনের নন এসি বাস চলাচল করে। সকাল, দপুর কিংবা রাত সব সময়ই বাস ছেড়ে যায়। ঢাকা থেকে সিলেট এর দূরত্ব ২৪০কিলোমিটার, সিলেট পৌঁছাতে সাধারণত লাগে ৬ ঘণ্টার মত। ঢাকা থেকে ট্রেনে করে সিলেট যেতে কমলাপুর কিংবা বিমান বন্দর রেলওয়ে স্টেশান হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণ সঙ্গী হিসাবে। ট্রেনে সিলেট যেতে সময় লাগে ৭-৮ ঘণ্টা।

ঢাকা থেকে সবচেয়ে দ্রুত সময়ে ও সাচ্ছন্দে যেতে আকাশ পথকে বেছে নেওয়া যাবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, রিজেন্ট এয়ার, ইউনাইটেড এয়ার, নভো এয়ার এবং ইউএস বাংলা এয়ারের বিমান প্রতিদিন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

চট্রগ্রাম থেকে সিলেট

[edit | edit source]

চট্রগ্রাম থেকে গ্রীন লাইন, এনা, সৌদিয়া সহ অন্যান্য আরও অনেক বাস সিলেট যায়। পাহাড়িকা এবং উদয়ন এক্সপ্রেস নামের দুটি ট্রেন সপ্তাহে ৬ দিন চলাচল করে।

সিলেট থেকে জাফলং

[edit | edit source]

সিলেটে থেকে প্রায় সকল প্রকার যানবাহনেই জাফলং যাওয়া যায়। লোকাল বাসে যেতে শহরের শিবগঞ্জে যেতে হবে। সিএনজি বা অটোরিকশায় জাফলং যাওয়া যাবে তবে খরচ তুলনামূলক বেশি পড়বে। সারাদিনের জন্য মাইক্রোবাস রিজার্ভ নেওয়া যায়। সিলেট নগরীর যেকোন অটোরিকশা বা সিএনজি স্ট্যান্ড থেকেই জাফলং যাতে পারবেন। দলগত ভাবে গেলে মাইক্রোবাস রিজার্ভ করে গেলেই ভালো, তাহলে আশেপাশের অন্যান্য যায়গা নেমে ঘুরে দেখা যাবে। ঠিক করার আগে ভাল মত দরদাম ও কি কি দেখতে চান তা ভালো করে কথা বলে নিতে হবে।

রাত্রিযাপন

[edit | edit source]

জাফলং এ জেলা পরিষদের বাংলো ছাড়া থাকার ভালো কোন ব্যবস্থা নেই। বাংলোতে থাকতে হলে আগে থেকেই বুকিং দিয়ে রাখতে হবে। তাই সাধারণত পর্যটকরা সিলেটেই ফিরে আসেন। লালা বাজার এলাকায় ও দরগা রোডে কম ভাড়ায় অনেক মানসম্মত হোটেল আছে৷ যেখানে বিভিন্ন মানের হোটেলে আছে, সর্বনিম্ন ২০০ টাকা রুম পাওয়া যায়।

ভোজন

[edit | edit source]

জাফলং এ পর্যটকদের খাওয়ার জন্য বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে একজন এখানে দুপুরের খাবার সেরে নিতে পারেন।

কাছাকাছি দর্শনীয় স্থান

[edit | edit source]

Template:Wy/syl/এর অংশ