Wn/bn/মিয়ানমারে বন্ধ ইন্টারনেট সেবা
রবিবার, ৭ ফেব্রুয়ারি ২০২১
মিয়ানমারে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। সোমবার সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভের পরে এ সিদ্ধান্ত নেয়া হয়।
নেটব্লকস ইন্টারনেট অবজারভেটরির তথ্য অনুসারে গ্রাহক পর্যায়ে সংযোগ প্রায় ১৬%-এ নেমে যাওয়ার মাধ্যমে এ ব্ল্যাকআউট কার্যকর হয়।
সাধারণ মানুষ যেন কোন বিক্ষোভ সমাবেশ করতে না পারে এজন্য সামরিক বাহিনী টুইটার এবং ইনস্টাগ্রামে প্রবেশাধিকার বন্ধ করে দেয়। এর কয়েক ঘণ্টা পরে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। দেশটির সবচাইতে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বন্ধ করে দেয়া হয়েছিল আগেই।
ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগ-মাধ্যমের উপর থেকে সেনাবাহিনীর এই নিষেধাজ্ঞা এড়িয়ে গিয়েছিলেন, তবে সাধারণ ব্ল্যাকআউট এই ক্ষেত্রেও বড় ধরণের বাধার সৃষ্টি করেছে।
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট সংযোগ বন্ধের এই পদক্ষেপকে "জঘন্য ও বেপরোয়া" বলে আখ্যা দিয়েছে এবং সতর্ক করেছে যে এতে মিয়ানমারবাসীর মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি হতে পারে।
তবে সামরিক বাহিনী এ নিয়ে কোন মন্তব্য করেনি।
উৎস
[edit | edit source]- "Myanmar coup: Internet shutdown as crowds protest against military" — বিবিসি নিউজ, ফেব্রুয়ারি ৬, ২০২১। (ইংরেজি)