Jump to content

Wn/bn/বাংলাদেশে নিষিদ্ধ ডোরেমন

From Wikimedia Incubator
< Wn‎ | bn
Wn > bn > বাংলাদেশে নিষিদ্ধ ডোরেমন

মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩

বাচ্চারা হিন্দি কার্টুন দেখার জন্য আতঙ্কিত বাংলাদেশ সরকার। তাই বাচ্চাদের প্রিয় কার্টুন নিষিদ্ধ করা হল বাংলাদেশে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা বলেছেন, বাচ্চাদের অনুষ্ঠান এমন হওয়া উচিত, যা থেকে তারা মূল্যবোধ শিখবে, ধর্মীয় শিক্ষা পাবে। তা নয়, ডোরেমন-এ তো শুধু মিথ্যে কথা শেখানো হয়। তা-ও আবার হিন্দিতে! ভাষা নিয়ে বাংলাদেশ অতি সংবেদনশীল, বিশেষত হিন্দির ক্রমবর্ধমান জনপ্রিয়তা বিষয়ে।

উৎস

[edit | edit source]