Wn/bn/নেলসন ম্যান্ডেলাকে শ্রদ্ধা জানাতে বাংলাদেশের রাষ্ট্রপতি দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন

From Wikimedia Incubator
< Wn‎ | bnWn > bn > নেলসন ম্যান্ডেলাকে শ্রদ্ধা জানাতে বাংলাদেশের রাষ্ট্রপতি দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন

রবিবার, ডিসেম্বর ৮, ২০১৩

২০০৮-এ নেলসন ম্যান্ডেলা

বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ৯ই ডিসেম্বর সোমবার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে শেষ শ্রদ্ধা জানাতে দক্ষিণ আফ্রিকা যাবেন। দক্ষিণ আফ্রিকার সংখ্যালঘু শেতাঙ্গ সম্প্রদায়ের আধিপত্য, নিপীড়ন ও বৈষম্যমূলক শাসন ব্যাবস্থার প্রতিবাদে জেল খাটেন ও দেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি ৯৫ বছর বয়সে জোহানেসবার্গের নিজ বাসায় ৫ই ডিসেম্বর ফুসফুসজনিত জটিলতায় মৃত্যুবরণ করেন। সফর শেষে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ১২ তারিখ দেশে ফেরার কথা রয়েছে।

সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য জোহানেসবার্গের প্রিটোরিয়ায় ইউনিয়ন ভবনে ম্যান্ডেলার মরাদেহ ১১ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত রাখা হবে। ১৫ই ডিসেম্বর তার নিজ গ্রাম কুনুতে তার মরাদেহ সমাহিত করা হবে। বিশ্বের আরো অনেক দেশের গুরত্বপূর্ণ ব্যক্তিরা ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়া ও শোক সমাবেশে যোগদান করবে বলে খবরে জানা যায়।


আরো পড়ুন[edit | edit source]

উৎস[edit | edit source]

Bookmark-new.svg