Jump to content

Wn/bn/তিন দেশের উইকিমিডিয়ানদের নিয়ে দেশে ২ দিনব্যাপী বাংলা উইকি সম্মেলন

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > তিন দেশের উইকিমিডিয়ানদের নিয়ে দেশে ২ দিনব্যাপী বাংলা উইকি সম্মেলন

সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

বাংলা উইকিসম্মেলন ২০২৪, দ্বিতীয় দিন - গ্রুপ ছবি
চিত্র: উইকিমিডিয়া বাংলাদেশ।

বাংলাদেশের ঢাকার গাজীপুরের একটি রিসোর্টে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলা উইকিপিডিয়া সম্মেলন। ১৫ থেকে ১৬ নভেম্বর ‘উইকিমিডিয়া বাংলাদেশ’ আয়োজিত এর সম্মেলনে অংশ নেন বাংলাদেশ, ভারত ও নেপালের বাংলা ভাষাভাষী উইকিমিডিয়ানরা।

উদ্বোধনী অধিবেশনে উইকিমিডিয়া বাংলাদেশ’র সভাপতি শাবাব মুস্তাফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে গবেষক ও লেখক ফয়জুল লতিফ চৌধুরী বাংলা উইকিপিডিয়ার ভূমিকা তুলে ধরেন। বাংলা ভাষার সম্প্রসারণে উইকি সম্পাদকদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

সম্মেলনের দ্বিতীয় দিনে বিশেষ অতিথি হিসেবে প্রযুক্তি বিশেষজ্ঞ মামুন রশিদ বাংলা ভাষা প্রযুক্তির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন।

বাংলা উইকিপিডিয়ার প্রশাসকরা এডমিনশিপ ও জেনারেটিভ এআই সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে একটি প্যানেল আলোচনায় অংশ নেন।

পশ্চিমবঙ্গ থেকে অনন্যা মণ্ডল তার ‘উইকি লাভস বাটারফ্লাই’ প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরেন। একইসঙ্গে বাংলা উইকিপিডিয়া প্রশাসক মুহাম্মদ ইয়াহিয়া ‘ভালো নিবন্ধ পর্যালোচনা অভিযান’ নিয়ে আলোচনা করেন।

দোলন প্রভা ও তার দল এই সম্মেলনে নারীদের ভূমিকা ও জেন্ডার গ্যাপ কমানোর উপায় নিয়ে বক্তব্য দেন। এতে উঠে আসে কীভাবে আরও নারীদের এই প্ল্যাটফর্মে সম্পৃক্ত করা যায়।

দিনব্যাপী হ্যাকাথন, নতুন সম্পাদকদের প্রশিক্ষণ এবং নান্দনিকভাবে উৎকৃষ্ট ছবি তোলা নিয়ে কর্মশালা ছিল এই আয়োজনের অন্যতম আকর্ষণ। অংশগ্রহণকারীরা বাংলা উইকিপিডিয়ার বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

সম্মেলনের শেষে ফটো সেশনের মাধ্যমে সমাপ্তি হয় দুই দিনের এই আয়োজন। এই ধরনের আয়োজন বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়কে আরও শক্তিশালী করার পাশাপাশি জ্ঞানের প্রসারে উন্মোচন করবে এক নতুন দিগন্ত, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।


উৎস

[edit | edit source]