Jump to content

Wn/bn/উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী ‘ফুফা’ চ্যাং সং-থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী ‘ফুফা’ চ্যাং সং-থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৩

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী ‘ফুফা’ জাতীয় প্রতিরক্ষা কমিশনের সাবেক ভাইস-চেয়ারম্যান এবং ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সাবেক বিভাগীয় প্রধান চ্যাং সং-থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত ৩রা ডিসেম্বর রাষ্ট্রদ্রোহিতা, অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতি, নারীলিপ্সা, নেশাগ্রস্ততার মতো অপরাধমূলক কর্মকান্ডের জন্য তাকে তার সকল প্রশাসনিক ও দলীয় পদ থেকে বরখাস্ত করা হয়েছিল।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ শুক্রবার এ তথ্য জানায়। উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপতি কিম জং ইলের মৃত্যুর পর তার ছেলে রাষ্ট্রপতি হলেও চ্যাং সং-থায়েকেই রাষ্ট্রের চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হতো।


উৎস

[edit | edit source]