Wn/bn/উইকিসংবাদ:মন্তব্য

From Wikimedia Incubator
< Wn‎ | bn
Wn > bn > উইকিসংবাদ:মন্তব্য

কিছু সময় - অন্তত সংবাদ বিষয়ে মতামত দেয়ার সময় - নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হয়। কিছু সময় স্পষ্টভাবে কিছু বলতে হয়।

উইকিসংবাদে তার জন্যও স্থান রয়েছে। প্রতিটি নিবন্ধের সাথে একটি অতিরিক্ত ট্যাব রয়েছে — "মতামত"। এখানে আপনি সংশ্লিষ্ট সংবাদ বিষয়ে আপনার নিজস্ব মতামত দিতে এবং অন্যদের মতামত পড়তে পারবেন।