Wn/bn/উইকিসংবাদ:খেলাঘর
![]() এই পাতাটি ব্যবহার তথা সম্পাদনার জন্য এখানে ক্লিক করুন, অথবা ওপরে ডান পাশে থাকা "সম্পাদনা" লিংকে ক্লিক করুন। এরপর আপনার পরীক্ষাটি করুন, এবং সম্পাদনা বাক্সের নিচে থাকা ‘পরিবর্তন প্রকাশ করুন’ বোতামে ক্লিক করার মাধ্যমে তা সংরক্ষণ করুন। বা সংরক্ষণের পর আপনার সম্পাদনাটি অবিলম্বে প্রদর্শিত হবে। মনে রাখবেন এই পাতাটি অন্যদের দ্বারাও ব্যবহৃত হওয়ায় আপনার সম্পাদনা স্থায়ীভাবে থাকবে না। অনুগ্রহপূর্বক এই পাতায় কপিরাইটকৃত লেখা, ধ্বংসাত্মক বা ব্যক্তিগত তথ্যাদি প্রদান করা থেকে বিরত থাকবেন। এই পাতাটিতে যদি এই নোটিশটি ব্যতীত অন্য কিছু দেখতে পান তবে ধরে নিতে পারেন এটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে আর সেক্ষেত্রে আপনি খেলাঘর ২ অথবা খেলাঘর ৩-এ আপনার সম্পাদনা পরীক্ষা করতে পারেন। ধন্যবাদ। |
বাংলা লিপি হলো একটি লিখন পদ্ধতি যেটি বাংলা, মণিপুরি, ককবরক, অসমীয়া ভাষায় ব্যবহার করা হয়। বাংলা-অসমীয়া লিপি থেকে এই লিপির উদ্ভব। বাংলা লিপির গঠন তুলনামূলকভাবে কম আয়তাকার ও বেশি সর্পিল। বাংলা লিপিটি সিদ্ধং লিপি থেকে উদ্ভূত হয়েছে বলে মনে করা হয়। অনুরূপ হিসেবে অসমিয়াকে মনে করা হলেও অসমীয়া লিপির উৎপত্তি বাংলা লিপি উৎপত্তির অন্তত আড়াইশ বছর পর। যে ভিন্নতা (বাংলা র; অসমীয়া ৰ ও ৱ এবং স্বতন্ত্র বর্ণ হিসেবে ক্ষ) আধুনিক বাংলা ও অসমীয়া ভাষায় দেখা যায়, সেটি ১৮ শতকের আগে ছিল না। পরবর্তীতে নিচে ফোঁটা দেওয়া র বাংলায় ব্যবহৃত হয়। বাংলা-অসমীয়া লিপি বা বাংলা লিপি বিশ্বের ৫ম সর্বাধিক ব্যবহৃত লিখন পদ্ধতি।
উৎস খ্রীঃ পূঃ দ্বিতীয়-প্রথম শতকে ব্রাহ্মী লিপির উত্তর ভারতীয় লিপিরূপ থেকে জন্ম নেয় কুষাণ লিপি, যা থেকে পরে গুপ্ত লিপির উৎপত্তি হয়। গুপ্ত লিপির ক্রমবিবর্তনের ফলে সিদ্ধমাতৃকা লিপির উৎপত্তি হয়, যার কালক্রমিক পরিণতি থেকে বাংলা লিপি বর্তমান রূপ ধারণ করে।
বাংলা লিপির ব্যবহার প্রায়ই মধ্যযুগীয় ভারতের পূর্বাঞ্চলে এবং তারপর পাল সাম্রাজ্যের মধ্যে ব্যবহার ছিল। পরে বিশেষভাবে বাংলার অঞ্চলে ব্যবহার করা অব্যাহত ছিল। পরে বাংলা লিপিটিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বের অধীনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বারা আধুনিক বাংলা লিপিতে প্রমিত করা হয়েছিল। বর্তমান দিনে বাংলা লিপিটি বাংলাদেশ ও ভারতে সরকারী লিপির পদমর্যাদা স্থানে আছে, এবং বাংলার মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত আছে।