User:Yahya
Appearance
- ভুক্তির অভ্যন্তরে লিংক তৈরির জন্য [[বঙ্গবন্ধু]] না লিখে [[Wq/bn/বঙ্গবন্ধু]] লিখবেন।
- নতুন ভুক্তি তৈরির ক্ষেত্রে থ্রি ইডিয়ট নামে ভুক্তি তৈরি না করে Wq/bn/থ্রি ইডিয়ট নামে তৈরি করবেন।
- চলচ্চিত্র, সাহিত্যকর্ম, ব্যক্তি, প্রবাদ, নির্দিষ্ট টপিক যেমন- স্বাধীনতা, ভালোবাসা, বই পড়া ইত্যাদি নিয়েও ভুক্তি তৈরি করা যেতে পারে।
- ইংরেজি উইকিউক্তি (https://en.wikiquote.org) থেকে অনুবাদ করেও পাতা তৈরি করা যেতে পারে।
- দয়া করে এক-দুই লাইনের ভুক্তি তৈরি করবেন না। প্রকল্পের অনুমোদন পেতে ভুক্তির আকারও বিবেচ্য বিষয়।
- ব্যক্তির নামের একটি ভুক্তির সরল ফরম্যাট-
সংক্ষেপে ব্যক্তির বর্ণনা। যেমনটা, আমরা উইকিপিডিয়া নিবন্ধের শীর্ষে লিখি। == উক্তি == * উক্তি ১ ** উক্তিটি ভিন্ন ভাষায় থাকলে তার অনুবাদ এখানে বা কোনো কবিতা বা বই থেকে নেয়া হলে তার নাম * উক্তি ২ * উক্তি ৩ .... == ব্যক্তিকে নিয়ে উক্তি == * ব্যক্তিকে নিয়ে উক্তি ১ * ব্যক্তিকে নিয়ে উক্তি ২ == বহিঃসংযোগ == {{Wq/bn/উইকিপিডিয়া}} [[Category:Wq/bn]]