Jump to content

Template:Wn/bn/নিরীক্ষিত/নথি

From Wikimedia Incubator

এই টেমপ্লেট টি ব্যাবহার করা যেতে পারে, কোন নিবন্ধ নিরীক্ষিত এবং প্রকাশিত হবার পর যদি সেটিতে যদি কোনপ্রকার পরিবর্তন তথা সম্পাদনা সাধিত হয় তাহলে এই টেমপ্লেট টি সেই নিবন্ধের মধ্যে যুক্ত থাকলে এটি একটি অপনাপনি বার্তা প্রদর্শিত করবে যতক্ষণ পর্যন্তনা একজন নিরীক্ষক এসে সেই অতিরিক্ত পরিবর্তন গুলোকে নিরীক্ষিত করবে। পরিবর্তন গুলোকে নিরীক্ষিত করবার পর নিরীক্ষককে এই টেমপ্লেটটির timestamp কে আপডেট করতে হবে। যদি timestamp আপডেট না হয় তাহলে এই বার্তাটি প্রদর্শিত হতে থাকবে।

Timestamp কে আপডেট করার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে:

  1. আপনি টেম্পলটির মধ্যে একটি বড় সংখ্যা দেখতে পাবেন, কিছুটা এমন: {{নিরীক্ষিত|20241125122628}}
  2. এই সংখ্যাটিকে সরিয়ে এই কোডটি যুক্ত করে দিন, {{subst:REVISIONTIMESTAMP}}। কোডটি যুক্ত করার পর এখন টেমপ্লেট কিছুটা এমন দেখাবে: {{নিরীক্ষিত|{{subst:REVISIONTIMESTAMP}}}}।
  3. সংখ্যা টি প্রতিস্থাপিত করে এই কোডটি যুক্ত করার পর Time stamp আপডেট হয়ে গেছে এবং এখন আর বার্তাটি প্রদর্শিত হবে না।
  4. মনে রাখতে হবে যদি এই timestamp আপডেট করবার পরে নিবন্ধটির মধ্যে আবারও কোন পরিবর্তন হয়ে থাকে তাহলে পুনরায় এই বার্তাটি প্রদর্শিত হবে, এবং বার্তাটিকে সরাতে এই পদ্ধতিটি আবারও অনুসরণ করতে হবে।