Wq/bn/সুকুমার রায়

From Wikimedia Incubator
< Wq‎ | bnWq > bn > সুকুমার রায়
সুকুমার রায়

সুকুমার রায় (৩০ অক্টোবর ১৮৮৭ - ১০ সেপ্টেম্বর ১৯২৩) একজন বাঙালি লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক। ভারতীয় সাহিত্যে "ননসেন্স ছড়া"র প্রবর্তক। তিনি ছিলেন জনপ্রিয় শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সন্তান। তার পুত্র খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তার লেখা কবিতার বই আবোল তাবোল, গল্প হ-য-ব-র-ল, গল্প সংকলন পাগলা দাশু, এবং নাটক চলচ্চিত্তচঞ্চরী বিশ্বসাহিত্যে সর্বযুগের সেরা "ননসেন্স" ধরনের ব্যঙ্গাত্মক শিশুসাহিত্যের অন্যতম বলে মনে করা হয়, কেবল অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ইত্যাদি কয়েকটি মুষ্টিমেয় ধ্রুপদী সাহিত্যই যাদের সমকক্ষ। মৃত্যুর বহু বছর পরেও তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয়তম শিশুসাহিত্যিকদের একজন।

উক্তি[edit | edit source]

 • সাগর যেথা লুটিয়ে পড়ে নতুন মেঘের দেশে
  আকাশ-ধোয়া নীল যেখানে সাগর জলে মেশে।
  মেঘের শিশু ঘুমায় সেথা আকাশ-দোলায় শুয়ে-
  ভোরের রবি জাগায় তারে সোনার কাঠি ছুঁয়ে।”
 • আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুণে,
  কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে।
 • অন্ধ মেয়ে দেখছে না তা— নাইবা যদি দেখে—
  শীতল মিঠা বাদল হাওয়া যায় যে তারে ডেকে!
  শুনছে সে যে পাখির ডাকে হরষ কোলাকুলি
  মিষ্ট ঘাসের গন্ধে তারও প্রাণ গিয়েছে ভুলি!
  দুঃখ সুখের ছন্দে ভরা জগৎ তারও আছে,
  তারও আধার জগৎখানি মধুর তারি কাছে।
  • অন্ধ মেয়ে

বহিঃসংযোগ[edit | edit source]

Wikipedia-logo-v2.svg
উইকিপিডিয়াতে এ সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে:
উইকিসংকলন
উইকিসংকলনে এই লেখক রচিত অথবা লেখক সম্পর্কিত রচনা রয়েছে:
commons
উইকিমিডিয়া কমন্সে এই সম্পর্কিত মিডিয়া রয়েছে: