Wq/bn/শ্রাবণ

From Wikimedia Incubator
< Wq‎ | bnWq > bn > শ্রাবণ

শ্রাবণ বা শাওন বাংলা সনের চতুর্থ মাস। শ্রাবণ মাসের শেষে বর্ষার পরিসমাপ্তি ঘটে। শ্রাবণ নামটি এসেছে শ্রবণা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে।

উক্তি[edit | edit source]

 • নিশিদিন এই জীবনের সুখের 'পরে দুখের 'পরে
  শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে।
 • এ ঘোর শ্রাবণ-নিশি কাটে কেমনে।
  হায়, রহি রহি সেই পড়িছে মনে॥
  বিজলিতে সেই আঁখি
  চমকিছে থাকি থাকি
  ,শিহরিত এমনই সে বাহু-বাঁধনে॥
  • কাজী নজরুল ইসলাম
 • আরবার ফিরে এল বাইশে শ্রাবণ।
  আজ বর্ষশেষে হে অতীত,
  কোন সম্ভাষণ
  জানাব অলক্ষ্য পানে?
  ব্যথাক্ষুব্ধ গানে,
  ঝরাব শ্রাবণ বরিষণ।
 • উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের
  শেষ নাই, শেষ নাই, বরষার প্লাবনের।
  জলে জলে জলময়, দশদিক টলমল,
  অবিরাম একই গান—ঢালো জল, ঢালো জল।
 • শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই। খাল বিল নালা জলে ভরিয়া উঠিল। অহর্নিশি ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় একপ্রকার বন্ধ— নৌকায় করিয়া হাটে যাইতে হয়।
 • সে দিনটা আমার খুব মনে পড়ে। সারাদিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়াও শেষ হয় নাই। শ্রাবণের সমস্ত আকাশটা ঘনমেঘে সমাচ্ছন্ন হইয়া আছে, এবং সন্ধ্যা উত্তীর্ণ হইতে না হইতেই চারিদিক্ গাঢ় অন্ধকারে ছাইয়া গিয়াছে। সকাল সকাল খাইয়া লইয়া আমরা কয় ভাই নিত্য প্রথামত বাহিরে বৈঠকখানার ঢালা-বিছানার উপর রেড়ির তেলের সেজ জ্বালাইয়া বই খুলিয়া বসিয়া গিয়াছি।

বহিঃসংযোগ[edit | edit source]

Wikipedia-logo-v2.svg
উইকিপিডিয়াতে এ সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে: