Wq/bn/শীত
শীত বাংলার ষড়ঋতুর পঞ্চম ঋতু। পৌষ ও মাঘ এই দুই মাস মিলে শীতকাল। শীতকাল প্রধানত শুষ্ক এবং দিনের তুলনায় রাত হয় দীর্ঘ। ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি শীতকাল হলেও বাস্তবে নভেম্বর থেকেই হালকা শীত অনুভূত হতে থাকে। শীতকালে রকমারি ফুল ফোটে। এই সময় ঘন কুয়াশা দেখা যায়। পাতা ও ঘাসে বিন্দু বিন্দু শিশির দেখা যায়।
উক্তি[edit | edit source]
- শীতের হাওয়ার লাগল নাচন
আম্লকির এই ডালে ডালে।
পাতাগুলি শির্শিরিয়ে
ঝরিয়ে দিল তালে তালে।
- শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর (গীতবিতান - প্রকৃতি)
- আবছায়া চারিদিক, ঝাপসা নিঝুম,
পউষের ভোরবেলা—ভেঙে গেল ঘুম।
উষার দুয়ারে এক তুষারের ঢেউ
কখন পড়েছে ভেঙে, জানে না তা কেউ।
ঝিমঝিমে হিম-হাওয়া বয় বার বার,
দিকে দিকে বাজে যেন শীতের সেতার।- সুনির্মল বসু (শীতের সকাল)
- আইল শীত ঋতু হেমন্তের পরে,
শীতল ধরণী এবে চাহে দিবাকরে।
কুন্দ-শেফালিকা ফুলে
নীহারবিন্দু উছলে;
কুসুমকানন-মূলে
শ্রীরাগ বিহার করে।- অতুলপ্রসাদ সেন (গীতিগুঞ্জ)
- এখনো সুদূরে দেখি মেলিয়া নয়ন—
ধোঁয়া আর কুয়াশার গাঢ় আবরণ।
পউষের মিঠে রোদে বসেছি দাওয়ায়,
নলেন গুড়ের পিঠে খাবি কে রে আয়॥- সুনির্মল বসু (শীতের সকাল)