Wq/bn/শিশির

From Wikimedia Incubator
< Wq‎ | bnWq > bn > শিশির
শিশির ভেজা পতঙ্গ

শিশির হলো রাতের বেলা কোনো শীতল বস্তু যেমন ঘাস, গাছপালা ইত্যাদির ওপর জলীয় বাষ্প জমার কারণে সৃষ্ট জলবিন্দু।

উক্তি[edit | edit source]

 • দেখা হয় নাই চক্ষু মেলিয়া
  ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
  একটি ধানের শিষের উপরে
  একটি শিশিরবিন্দু।
 • সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
  সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
  পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
  তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
 • হে শিশির, নিশার আসার!
  তিতিও না ফুলদলে ব্রজে আজি তব জলে,
  বৃথা ব্যয় উচিত গো হয়না তোমার;
  রাধার নয়ন-বারি ঝরি অবিরল
  ভিজাইবে আজি ব্রজে—যত ফুল দল!
 • হাসিতে তার চাঁদের আলো, পাখির কলকল,
  অশ্রুকণা ফুলের দলে শিশির ঢলঢল।
 • জোনাক-পোকার ভিজলো ডানা শিশির-জলে নাওয়ায়;
  আলো-ছায়ার চলছে খেলা মেঘের আসা-যাওয়ায়।
 • তোমারি প্রেমে শিশির সুধা ফুলের ক্ষুধা করে গো নাশ,
  তোমারি রবি বিকাশে আসি সে চারু হাসি বিমল বাস।
 • নিশার শিশিরে স্নাত, পাদপ লতিকা যত,
  দুলিছে সুমন্দ ভাবে, প্রভাতি পবনে,
  সুশীতল ধরাতল ঊষার মিলনে।

বহিঃসংযোগ[edit | edit source]

Wikipedia-logo-v2.svg
উইকিপিডিয়াতে এ সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে:
commons
উইকিমিডিয়া কমন্সে এই সম্পর্কিত মিডিয়া রয়েছে: