Wq/bn/রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

From Wikimedia Incubator
< Wq‎ | bnWq > bn > রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
Rudra Muhammad Shahidullah.JPG

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (১৬ অক্টোবর ১৯৫৬ - ২১ জুন ১৯৯১) ছিলেন একজন বাংলাদেশি কবি ও গীতিকার। তার জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম "বাতাসে লাশের গন্ধ"।

উক্তি[edit | edit source]

  • কিছুটা তো চাই-- হোক ভুল হোক মিথ্যে প্রবোধ,
অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই
কিছুটা তো চাই, কিছুটা তো চাই। -- অভিমানের খেয়া
  • জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে-
জীবন সুন্দর
আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র
সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর
আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা
তবুও কি আজীবন বেঁচে থাকা যায়!
  • এই সৌরমন্ডলের এই পৃথিবীর এক কীর্তনখোলা নদীর :পাড়ে যে-শিশুর জন্ম।
দিগন্তবিস্তৃত মাঠে ছুটে বেড়ানোর অদম্য স্বপ্ন
যে-কিশোরের।
জ্যোৎস্না যাকে প্লাবিত করে।
বনভূমি যাকে দুর্বিনীত করে।
নদীর জোয়ার যাকে ডাকে নেশার ডাকের মতো। অথচ যার ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে ঔপনিবেশিক জোয়াল
গোলাম বানানোর শিক্ষাযন্ত্র।
অথচ যার ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে
এক হৃদয়হীন ধর্মের আচার।
অথচ যাকে শৃঙ্খলিত করা হয়েছে স্বপ্নহীন সংস্কারে।
  • সুখ কি এমন রোগে অনাহারে পিষ্ট পচন
সভ্য পশুর হীন শীৎকার, শুধু চিৎকার
শুধু প্রতারণা মিথ্যে মুখোশ, শুধু অপচয়ে আত্মবিনাশ
আর কিছু নয়
  • জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন।
...
...
হাজার সিরাজ মরে, হাজার মুজিব মরে, হাজার তাহের মরে,
বেঁচে থাকে চাটুকর, পা চাটা কুকুর।
বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে,
রাজনীতিকের ধমনি শিরায় সুবিধাবাদের পাপ।
বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে,
বুদ্ধিজীবীর রক্তে স্নায়ুতে সচেতন অপরাধ।
বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে,
জাতির তরুণ রক্তে পুষেছে নির্বীর্যের সাপ।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে নিয়ে উক্তি[edit | edit source]

বহিঃসংযোগ[edit | edit source]

Wikipedia-logo-v2.svg
উইকিপিডিয়াতে এ সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে: