Wq/bn/মার্ক টোয়েন

From Wikimedia Incubator
< Wq‎ | bnWq > bn > মার্ক টোয়েন
মার্ক টোয়েন

মার্ক টোয়েন (৩০ নভেম্বর ১৮৩৫ - ২১ এপ্রিল ১৯১০) ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক। তার পুরো নাম ছিল স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স। মার্ক টোয়েন ছিল তার ছদ্মনাম। তিনি অবশ্য মার্ক টোয়েন ছদ্মনামেই বেশি পরিচিত ছিলেন।

উক্তি[edit | edit source]

 • যে মানুষ ভালো বই পড়ে না, তার সঙ্গে নিরক্ষর মানুষের ফারাক নেই।
 • কেবল মৃত মানুষেরই পূর্ণ বাকস্বাধীনতা আছে।
 • ছোটখাটো দোষত্রুটি নেই এমন লোকের উপর আমার বিন্দুমাত্র আস্থা নাই।
 • দেশের প্রতি সব সময় অনুগত থাকো। কিন্তু সরকারের প্রতি তখনই অনুগত থাকবে, যখন তা সেটার যোগ্য হবে।
 • সবচেয়ে খারাপ একাকীত্ব হচ্ছে নিজেকেও ভালো না লাগা।
 • প্রত্যেক মানুষ চাঁদের মতো, তার একটি অন্ধকার দিক আছে যা সে কখনো দেখায় না।
 • দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে।
 • সত্যি বলার অভ্যাস থাকলে তোমাকে কিছু মনে রাখতে হবে না।

মার্ক টোয়েনকে নিয়ে উক্তি[edit | edit source]

 • মার্ক টোয়েইন অজস্র মানুষকে বুদ্ধিদীপ্ত আনন্দ দান করে গেছেন এবং তাঁর সৃষ্টিকর্ম অনাগত অসংখ্য মানুষকেও ভবিষ্যতে আনন্দ দান করে যেতে থাকবে..তিনি আমেরিকান রম্য করতেন, কিন্তু ইংরেজরা সহ বিশ্বের অন্যান্য দেশের মানুষজনও তাঁর নিজ দেশের মানুষের মতই তাঁর কাজের প্রশংসা করেছেন। তিনি আমেরিকান সাহিত্যের একটি চিরস্থায়ী অংশ।
  • মার্ক টোয়েন সম্পর্কে উইলিয়াম হাওয়ার্ড ট্যাফ্ট (মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭তম রাষ্ট্রপতি ও ১০ম প্রধান বিচারপতি)।

বহিঃসংযোগ[edit | edit source]

Wikipedia-logo-v2.svg
উইকিপিডিয়াতে এ সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে:
commons
উইকিমিডিয়া কমন্সে এই সম্পর্কিত মিডিয়া রয়েছে: