Wq/bn/ভগিনী নিবেদিতা
ভগিনী নিবেদিতা ( ২৮ অক্টোবর, ১৮৬৭ – ১৩ অক্টোবর, ১৯১১) ছিলেন একজন অ্যাংলো-আইরিশ বংশোদ্ভুত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা। নিবেদিতার পূর্বনাম মার্গারেট এলিজাবেথ নোব্ল। উত্তর আয়ারল্যাণ্ডের ডানগ্যানন নামে এক ছোট শহরে নিবেদিতার জন্ম।
উক্তি[edit | edit source]
- যখন কেউ মানবজাতির কল্যাণে সম্পূর্ণ আত্মনিবেদন করে, তখন সে দেবতার হস্তস্থিত বজ্রের মতো শক্তিসম্পন্ন হয়।
- নিজেরা চিন্তা করে পথ বার করো। নিজের চিন্তাকে কার্যে পরিণত করো, অতীতের ভ্রান্তি থেকে শিক্ষা নাও।
- জীবন, জীবন, জীবন, আমি জীবন চাই। আর জীবনের একমাত্র প্রতিশব্দ হল স্বাধীনতা। তা না থাকলে মৃত্যুও শ্রেয়।
- মেয়েরাই সর্বদেশে নীতি ও সদাচারের আদর্শের রক্ষাকর্ত্রী।
- শিক্ষার অর্থ বাইরের জ্ঞান ও শক্তি আহরণ করা নয়, নিজের ভিতরের শক্তিকে সমাক্ বিকশিত করে তুলবার সাধনা।
ভগিনী নিবেদিতাকে নিয়ে উক্তি[edit | edit source]
- বস্তুতঃ তিনি ছিলেন লোকমাতা। যে মাতৃভাব পরিবারের বাহিরে একটি সমগ্র দেশের উপর আপনাকে ব্যাপ্ত করিতে পারে তাহার মূর্তি ত ইতিপূর্বে আমরা দেখি নাই। এ সম্বন্ধে পুরুষের যে কর্তব্যবোধ তাহার কিছু আভাস পাইয়াছি, কিন্তু রমণীর যে পরিপূর্ণ মমত্ববোধ তাহা প্রত্যক্ষকরি নাই। তিনি যখন বলিতেন Our People তখন তাহার মধ্যে যে একান্ত আত্মীয়তার সুরটি লাগিত আমাদের কাহারো কন্ঠে তেমনটি ত লাগে না।
- ভগিনী নিবেদিতা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর।
- নিবেদিতা ভারতবর্ষকে যেরূপ ভালবাসিতেন, ভারতবাসীও ততটা ভালবাসিতে পারিয়াছে কিনা সন্দেহ।
- ভগিনী নিবেদিতা সম্পর্কে বিপিন চন্দ্র পাল।