Wq/bn/ফাল্গুন
ফাল্গুন বা ফাগুন বাংলা সনের একাদশ মাস। এই মাস বসন্তের আগমনের বার্তা দেয়। নামটি এসেছে উত্তরফাল্গুনী নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে।
উক্তি[edit | edit source]
- ফাল্গুনে বিকশিত
কাঞ্চন ফুল,
ডালে ডালে পুঞ্জিত
আম্রমুকুল।
চঞ্চল মৌমাছি
গুঞ্জরি গায়,
বেণুবনে মর্মরে
দক্ষিণবায়।- রবীন্দ্রনাথ ঠাকুর (চিত্রবিচিত্র - ফাল্গুন)
- ওই-যে দূরে কূলে কূলে ফাল্গুন উচ্ছ্বসিত ফুলে ফুলে—
সেথা হতে আসে দুরন্ত হাওয়া, লাগে আমার পালে।- রবীন্দ্রনাথ ঠাকুর (গীতবিতান - প্রেম)
- ফাল্গুন মাস, ঝরুক জীর্ণ পাতা।
গজাক নতুন পাতারা, তুলুক মাথা,
নতুন দেয়াল দিকে দিকে হোক গাঁথা—
জাগে বিক্ষোভে চারিপাশে ক্ষুব্ধের।- সুকান্ত ভট্টাচার্য (ছাড়পত্র - ডাক)
- আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে,
কাঁচা ইঁট পাকা হয় পোড়ালে তা আগুনে। (পাকাপাকি)- সুকুমার রায়
- ফাগুনে না রুলে ওল। শেষে হয় গণ্ডগােল॥
- খনার বচন
- মাঘ মাসে শ্রীপঞ্চমী ছেলের হাতে খড়ি,
ফাগুন মাসে দোলযাত্রা ফাগ ছড়াছড়ি।
চৈত্র মাসে চড়ক সন্ন্যাস গাজনে বাঁধে ভারা,
বৈশাখ মাসে তুলসী গাছে দেয় বসুধারা।- অবনীন্দ্রনাথ ঠাকুর (সন্ধ্যার উৎসব)
- যদি রোয়ে ফাগুণে কলা। তবে হয় মাস সফলা॥
- খনার বচন