Wq/bn/ত্রৈলঙ্গ স্বামী
ত্রৈলঙ্গ স্বামী (কথিত ২৭ নভেম্বর ১৬০৭ - ২৬ ডিসেম্বর ১৮৮৭), যার সন্ন্যাসীর নাম স্বামী গণপতি সরস্বতী। তিনি একজন হিন্দু যোগী ছিলেন। তাঁর যোগশক্তি ও দীর্ঘায়ু সম্পর্কে নানান কাহিনী রয়েছে। কিছু বিবরণ অনুসারে, ত্রৈলঙ্গ স্বামী ২৮০ বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন। বারাণসীতে তিনি আসি ঘাট, হনুমান ঘাটে বেদব্যাস আশ্রম, দশাশ্বমেধ ঘাট সহ বিভিন্ন স্থানে থাকতেন।
উক্তি[edit | edit source]
- ধর্মের পথ খুবই উদার। যাঁর যে মতে বিশ্বাস তিনি সেই মতেই ধর্ম লাভ করতে সমর্থ হন। কখনও কারো ধর্মে বিশ্বাস ভঙ্গ করা কোন মতেই উচিত নয়।
- ধর্মের মূল হল—হৃদয়, মন ও শক্তির সঙ্গে ঈশ্বরে ভক্তি আর বিশ্বাস।
- উপাস্য দেবতা এক। যে ব্যক্তি, যে-কোনও নামে, যেভাবে পুজা করুক। সেই একেরই পূজা করে, কারণ দেবতা একমাত্র অদ্বিতীয়। দ্বিতীয় নাই। তিনি শিবম।
- ('আশাবতীর উপাখ্যান' গ্রন্থে বিজয়কৃষ্ণ গোস্বামীর লিখিত ত্রৈলঙ্গ স্বামীর উক্তি)