Wq/bn/গোপালকৃষ্ণ গোখলে
গোপালকৃষ্ণ গোখলে (৯ মে ১৮৬৬ - ১৯ ফেব্রুয়ারি ১৯১৫) ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক স্বনামধন্য রাজনৈতিক নেতা এবং এক বিশিষ্ট সমাজ সংস্কারক। গোখলে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের এক প্রবীণ নেতা এবং সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা। তিনি দুটি মূল আদর্শে বিশ্বাস করতেন: সহিংসতা বর্জন ও সরকারি সংস্থার মধ্য থেকে সংস্কার সাধন। ইংরেজ ঔপনিবেশিক শাসনের নানা দিকের কঠোর সমালোচনা করলেও, কলেজ জীবনের শিক্ষা থেকে পাওয়া ইংরেজদের রাজনৈতিক তত্ত্ব ও প্রতিষ্ঠানগুলির প্রতি তার শ্রদ্ধাবোধ আমৃত্যু বজায় ছিল।
উক্তি[edit | edit source]
- বাঙালি আজ যা ভাবে, ভারত ভাবে আগামীকাল।
গোপালকৃষ্ণ গোখলেকে নিয়ে উক্তি[edit | edit source]
- স্ফটিকের মতো খাঁটি, মেষশাবকের মতো কোমল, সিংহের মতো সাহসী এবং দোষের প্রতি সাহসী এবং রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে নিখুঁত মানুষ।
- মহাত্মা গান্ধী